১৬১. কোন ধরনের বিবাহ একটি দন্ডনীয় অপরাধ?
ক) পালিয়ে বিবাহ খ) প্রেমের বিবাহ
গ) বাল্যবিবাহ ঘ) বিধবা বিবাহ
উত্তর:গ) বাল্যবিবাহ
১৬২. বাংলাদেশ বাল্যবিবাহের অন্যতম কারণ কোনটি?
ক) অশিক্ষা খ) কুশিক্ষা
গ) কুসংস্কার ঘ) দারিদ্র্য
উত্তর:ঘ) দারিদ্র্য
১৬৩. বাল্যবিবাহ প্রতিরোধে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে?
ক) রাজনীতিবিদ খ) শিক্ষক
গ) সমাজকর্মী ঘ) ইমাম
উত্তর:গ) সমাজকর্মী
১৬৪. মাদকাসক্তির মোকাবিলায় কোনটির প্রয়োজন?
ক) পারিবারিক শিক্ষা গ) সমাজকর্মী
গ) সাংস্কৃতিক শিক্ষা ঘ) নৈতিক শিক্ষা
উত্তর:গ) সমাজকর্মী
১৬৫. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয়?
ক) ১৯৯০ সালে খ) ১৯৮৫ সালে
গ) ১৯৮০ সালে ঘ) ১৯৭৪ সালে
উত্তর:ক) ১৯৯০ সালে
১৬৬.'মাদক'-এর ইংরেজি প্রতিশব্দ কী?
ক) ঝসড়শব খ) উৎঁম
গ) অফফরপঃরড়হ ঘ) ঘধৎপড়ঃরপ
উত্তর:খ) উৎঁম
১৬৭. জাতিসংঘের ব্যাখ্যা অনুযায়ী মাদক মাদকাসক্তির বৈশিষ্ট্য হলো-
র. মাদক দ্রব্যের ওপর নির্ভর হয়ে পড়া
রর. নিয়মিত মাদকদ্রব্য গ্রহণের দুর্দমনীয় ইচ্ছা
ররর. মাদকের পরিমাণ বৃদ্ধির আগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
১৬৮. মাদকাসক্তির জন্য অনেকাংশে দায়ী-
র. পারিবারিক অবস্থা
রর. মানসিক অবস্থা
ররর. সামাজিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ঘ) র, রর ও ররর
১৬৯. মাদকাসক্তি যে রোগ ছড়ানোর জন্য ঝুঁকিপূর্ণ মনে করা হয়-
র. যক্ষ্ণা রর. ঐওঠ ররর. অওউঝ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:গ) রর ও ররর
১৭০. জলবায়ু পরিবর্তনের যৌক্তিক কারণ কোনটি?
ক) বাতাসের উচ্চচাপ খ) সূর্যের উচ্চচাপ
গ) তাপমাত্রা বৃদ্ধি ঘ) পরিবেশ দূষণ
উত্তর:গ) তাপমাত্রা বৃদ্ধি
১৭১. পৃথিবীর উপরের স্তরের ওজন বৃদ্ধি পাচ্ছে কেন?
ক) গ্রিনহাউস গ্যাসের ফলে
খ) আবহাওয়া পরিবর্তনের ফলে
গ) জলবায়ু পরিবর্তনের ফলে
ঘ) উষ্ণতা বৃদ্ধির ফলে
উত্তর:ক) গ্রিনহাউস গ্যাসের ফলে
১৭২. আমাদের দেশের হাজার হাজার মানুষ তাদের বাসস্থান হারায় কেন?
ক) সামাজিক বিশৃঙ্খলার কারণে
খ) প্রাকৃতিক দুর্যোগের কারণ
গ) রাজনৈতিক প্রতিহিংসার কারণে
ঘ) পরিবেশ দূষণের কারণে
উত্তর:খ) প্রাকৃতিক দুর্যোগের কারণ
১৭৩. ২০৫০ সালের মধ্যে পৃথিবীতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে?
ক) ৩ ডিগ্রি সে. খ) ৪ ডিগ্রি সে.
গ) ৫ ডিগ্রি সে. ঘ) ৬ ডিগ্রি সে.
উত্তর:খ) ৪ ডিগ্রি সে.
১৭৪. ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত ডিগ্রি বৃদ্ধি পাবে?
ক) ৩০ সে.মি. খ) ৩৫ সে.মি.
গ) ৪০ সে.মি. ঘ) ৪৫ সে.মি.
উত্তর:ঘ) ৪৫ সে.মি.
১৭৫. সমুদ্রের উচ্চতা বৃদ্ধি করলে কি ঘটে?
র. উপকূলবর্তী এলাকা পস্নাবিত হয়
রর. পানি লবণাক্ত হয়
ররর. ঘর-বাড়ি দুর্বল হয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ক) র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে ১৭৬ ও ১৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
করোনা ভাইরাসের নিকট সমগ্র বিশ্ব অসহায়। বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বৃদ্ধি পেলে ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা কমে। অন্যদিকে বহির্বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুমন্ডলে গ্যাসের ঘনত্ব পরিবর্তিত হয়, মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে এবং পৃথিবী বিপর্যয়ের সম্মুখীন হবে।
১৭৬. উদ্দীপকের কী পরিবর্তনের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাকে নির্দেশ দেওয়া হয়েছে?
ক) জলবায়ু খ) আবহাওয়া
গ) প্রকৃতি ঘ) পরিবেশ
উত্তর:ক) জলবায়ু
১৭৭. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কেন?
ক) বিজ্ঞান ও প্রযুক্তির জন্য
খ) এভারেস্ট পর্বতে বরফ জমে থাকার কারণে
গ) জলবায়ু পরিবর্তনের কারণে
ঘ) অতিমাত্রায় পরিবেশ দূষণের কারণে
উত্তর :ক) বিজ্ঞান ও প্রযুক্তির জন্য
১৭৮. কোন আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার উত্তরাধিকার স্বীকৃত নয়?
ক) মুসলিম আইনে খ) হিন্দু আইনে
গ) ফৌজদারি আইনে ঘ) সাধারণ আইনে
উত্তর:খ) হিন্দু আইনে
১৭৯. কোন ধর্মে যৌতুক প্রদান করা বিবাহ প্রথার একটি অংশ?
ক) ইসলাম ধর্মে খ) খ্রিষ্টধর্মে
গ) বৌদ্ধধর্মে ঘ) হিন্দু ধর্মে
উত্তর:ঘ) হিন্দু ধর্মে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়