দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৪৫. মমতাদির ছেলেটি চৌকিতে কীসের ওপর শুয়ে ছিল?
ক. চাদরের ওপর খ. বালিশের ওপর
গ. কাঁথার ওপর ঘ. মাদুরের ওপর
উত্তর :ঘ. মাদুরের ওপর
৪৬. মমতাদির চৌকিতে কী গোটানো ছিল?
ক. মলিন বিছানা খ. মলিন চাদর
গ. মলিন তোশক ঘ. মলিন মাদুর
উত্তর :ক. মলিন বিছানা
৪৭. মমতাদির চোখে-মুখে উপচেপড়া কী ছিল?
ক. ভালোবাসা খ. বিনয়
গ. স্নেহ ঘ. বিস্ময়
উত্তর :গ. স্নেহ
৪৮. মমতাদির ঘরের সামনে দুহাত চওড়া কী রয়েছে?
ক. উঠান খ. জানালা
গ. রোয়াক ঘ. বারান্দা
উত্তর :গ. রোয়াক
৪৯. মমতাদির ঘরের দড়িতে কী টাঙানো ছিল?
ক. বিছানার চাদর খ. ব্যবহৃত গামছা
গ. গায়ের চাদর ঘ. খানকয়েক কাপড়
উত্তর :ঘ. খানকয়েক কাপড়
৫০. মমতাদির ঘরে কীসের দীনতা ছিল?
ক. আসবাব সামগ্রী খ. টাকা-পয়সা
গ. আলো-বাতাস ঘ. সুখ-শান্তি
উত্তর : গ. আলো-বাতাস
৫১. 'উনি তো রাগ করে' এখানে কার কথা বলা হয়েছে?
ক. মমতাদির স্বামী খ. মমতাদির ছেলে
খ. মমতাদির ভাই গ. মমতাদির প্রতিবেশী
উত্তর :ক. মমতাদির স্বামী
৫২. ওয়েসলিস মিশন কোথায় অবস্থিত?
ক. বাঁকুড়া খ. হাওড়া
গ. দমদম ঘ. সল্টলেক
উত্তর :ক. বাঁকুড়া
৫৩. কোন গ্রন্থ থেকে মমতাদি গল্পটি সংকলন করা হয়েছে?
ক. জননী খ. সরীসৃপ
গ. চিহ্ন ঘ. শহরতলি
উত্তর :খ. সরীসৃপ
৫৪. গলির ভেতরে কত নম্বর বাড়িতে মমতাদি থাকে?
ক. ২৬ নম্বর খ. ২৭ নম্বর
গ. ২৮ নম্বর ঘ. ২৯ নম্বর
উত্তর : খ. ২৭ নম্বর
৫৫.মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল?
ক) দশ টাকা খ) বারো টাকা
গ) চৌদ্দ টাকা ঘ) ষোলো টাকা
উত্তর :খ) বারো টাকা
৫৬. মমতাদির সংসার চলে না কেন?
ক) দুর্যোগে সব বিনষ্ট হয়ে গেছে
খ) স্বামী চার মাস হলো চাকরিচু্যত
গ) সংসারে টানাটানি ছিল বলে
ঘ) অভাবের সংসার বলে
উত্তর :গ) সংসারে টানাটানি ছিল বলে
৫৭. 'তুমি মিথ্যে বলছ দিদি। তোমায় কেউ মেরেছে'- 'মমতাদি' গল্পে খোকার এমন কথায় ফুটে উঠেছে-
র) মমতার প্রতি তার ভালোবাসা
রর) মমতার প্রতি তার সৌজন্য
ররর) মমতার সাথে তার কৃচ্ছ্রের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র
৫৮. মমতাদির কাজের ধরন হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) অনর্থক প্রশ্ন করল না, কোনো কাজ ফেলে রাখল না
খ) যে বিষয়ে উপদেশ পেল সে তা পালন করল
গ) যে বিষয়ে উপদেশ পেল না পালন করল না
ঘ) মায়ের ভবিষ্যদ্বাণী সফল হলো
উত্তর : ক) অনর্থক প্রশ্ন করল না, কোনো কাজ ফেলে রাখল না
৫৯. মমতাদি প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত কী জয় করেছিল?
ক) সবার মন খ) লজ্জা
গ) ভয় ঘ) সংকোচ
উত্তর :ঘ) সংকোচ
৬০.'মমতাদি' গল্পে মমতার যেসব বৈশিষ্ট্য ফুটে ওঠে তা হলো-
র) সে খুব চাপা স্বভাবের মেয়ে
রর) সে দূরদর্শী মেয়ে
ররর) সে ছেলেমেয়েদের প্রতি যত্নশীল
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :খ) র ও ররর
৬১. 'মমতাদি' গল্পে কে রসগোলস্না আর সন্দেশ নিয়ে আসে?
ক) মমতাদি খ) মমতাদির স্বামী
গ) খোকা ঘ) কুটুম
উত্তর :ঘ) কুটুম
৬২. গালে আঙুলের দাগের কথা উঠতেই মমতাদি চুপ করে গেল, যেহেতু-
র) সবাই তার অবস্থা টের পেয়েছিল
রর) তার আত্মসম্মানে ধাক্কা লেগেছিল
ররর) স্বামীর আচরণের কথা প্রকাশ পেয়েছিল
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :গ) রর ও ররর
৬৩. মমতাদির চোখে জল এলো কেন?
ক) কৃতজ্ঞতায়
খ) আহ্লাদে
গ) তার কাজের প্রশংসায়
ঘ) গৃহকর্ত্রীর চাকরি ছেড়ে দেওয়ার প্রস্তাবে
উত্তর :ঘ) গৃহকর্ত্রীর চাকরি ছেড়ে দেওয়ার প্রস্তাবে
৬৪. খোকাদের বাড়িতে মমতাদির কততম চাকরি?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
উত্তর :ক) প্রথম
৬৫. 'তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী।'- এই বাক্যে ছেলেটির মায়ের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো-
র) মমতাদিকে আপন ভাবা
রর) মমতাদির কষ্টে সমব্যথী হওয়া
ররর) মমতাদিকে মর্যাদা দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর