বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
পায়রা তাপবিদু্যৎ কেন্দ্র

প্রশ্ন :প্রস্তাবিত ২০০ মেগাওয়াটের সৌরবিদু্যৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে?

উত্তর :পায়রা, কলাপাড়া, পটুয়াখালী।

প্রশ্ন :বর্তমানে দেশে নবায়ণযোগ্য শক্তি নির্ভর বিদু্যৎ কেন্দ্র কোনটি?

উত্তর :পায়রা তাপবিদু্যৎ কেন্দ্র।

প্রশ্ন :পায়রা তাপবিদু্যৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা কত?

উত্তর :১,৩২০ মেগাওয়াট।

প্রশ্ন :বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে দেশের বৃহৎ কয়লাভিত্তিক বিদু্যৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে?

উত্তর :১৯ মার্চ ২০১৪।

প্রশ্ন :ইঈচঈখ কবে প্রতিষ্ঠা করা হয়?

উত্তর :১ অক্টোবর ২০১৪ সালে।

প্রশ্ন :ইঈচঈখ নবায়ণযোগ্য জ্বালানি গঠনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে?

উত্তর :২৭ আগস্ট ২০১৯।

প্রশ্ন :ইঈচঈখ নবায়ণযোগ্য জ্বালানি থেকে কত মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন করবে?

উত্তর :৫০০ মেগাওয়াট।

প্রশ্ন :পায়রা তাপবিদু্যৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় কবে?

উত্তর :৩০ মার্চ ২০১৬।

প্রশ্ন :পায়রা তাপবিদু্যৎ কেন্দ্রের বিদু্যৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয় কবে?

উত্তর :১৩ জানুয়ারি ২০২০।

প্রশ্ন :আমদানি করা কয়লা দিয়ে চালু হওয়া দেশের প্রথম বিদু্যৎ কেন্দ্র কোনটি?

উত্তর :পায়রা তাপবিদু্যৎ কেন্দ্র।

প্রশ্ন :পায়রা তাপবিদু্যৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় কত?

উত্তর :২.৪ বিলিয়ন ডলার।

প্রশ্ন :বর্তমানে দেশে কয়লাখনি কতটি?

উত্তর :৫টি।

প্রশ্ন :প্রাকৃতিক গ্যাসের কত ভাগ বিদু্যৎ উৎপাদনে ব্যবহৃত হয়?

উত্তর :৪৬.৬৩ ভাগ।

প্রশ্ন :প্রাকৃতিক গ্যাসের কত ভাগ সার কারখানায় ব্যবহৃত হয়?

উত্তর :২১.৭ ভাগ।

প্রশ্ন :প্রধান তেল ক্ষেত্রটি কোথায় অবস্থিত?

উত্তর :গোয়ানঘাটের হরিপুরে।

প্রশ্ন :দ্বিতীয় তেলক্ষেত্রটি কোথায় আবিষ্কার হয়েছে?

উত্তর :মৌলভীবাজার জেলার বরমচলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে