দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
২৭। মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটিকে কেন বলেছে 'কৃতার্থ হলাম'?
ক) তাকে দিদি বলে ডাকবে তাই
খ) তার বিবর্ণ গালে হাত বুলিয়ে দিয়েছে বলে
গ) তার মতো গৃহকর্মীর বাসায় নিজের ইচ্ছায় গিয়েছে বলে
ঘ) একটা লেবু খেয়ে আরেকটা খাবার আবদার করেছে বলে
উত্তর :ঘ) একটা লেবু খেয়ে আরেকটা খাবার আবদার করেছে বলে
২৮। মমতাদি ছেলেটিকে স্কুলপড়ুয়া জিনিসের সঙ্গে তুলনা করেছে কেন?
ক) অনেক জিনিসপত্রের মধ্যে ছেলেটিকে তার একটি জিনিস বলেই মনে হয়েছিল
খ) কম দামি জিনিসপত্রের মধ্যে ছেলেটিও চৌকিতে মাদুরের বলে উপুড় হয়ে
ঘুমিয়েছিল বলে
গ) ছেলেটির প্রতি মমতাদির অবহেলা প্রকাশ পেয়েছে বলে
ঘ) ছেলেটির অসুখে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি বলে
উত্তর :খ) কম দামি জিনিসপত্রের মধ্যে ছেলেটিও চৌকিতে মাদুরের বলে উপুড় হয়ে ঘুমিয়েছিল বলে
২৯। চড় খাওয়ার বিষয়টি মমতাদি কেন গোপন রেখে ছিলেন?
ক) লজ্জা পেয়ে
খ) আত্মসম্মানের জন্য
গ) বিপদের আশঙ্কায়
ঘ) লোক জানাজানির ভয়ে
উত্তর :খ) আত্মসম্মানের জন্য
৩০। 'মমতাদি' গল্পটি লেখার উদ্দেশ্য হলো-
র. গৃহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন
রর. গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ করা
ররর. সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীদের পাশে দাঁড়ানো
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৩১. হরির লুট শব্দটি মমতাদি গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ভাড়ার খালি করা
খ. দেবতার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ
গ. হরিকে লুণ্ঠন করা
ঘ. কোষাগার লুণ্ঠন
উত্তর: খ. দেবতার উদ্দেশ্যে প্রসাদ বিতরণ
৩২. 'সে যেন ছায়াময়ী মানবী' কে?
ক. মমতাদি খ. নিরুপমা
গ. লেখকের মা ঘ. হৈমন্তী
উত্তর: ক. মমতাদি
৩৩. লেখক মমতাদিকে কী বলে উপমিত করেছেন?
ক. শব্দহীন সত্তা খ. ছায়াময়ী রমণী
গ. অনুভূতিহীন নারী ঘ. অনুভূতিপ্রবণ নারী
উত্তর : খ. ছায়াময়ী রমণী
৩৪. রেখা এক বাড়িতে কাজ করতে গিয়ে যা মাইনে পায় তা দিয়ে তার চাহিদা পূরণ হয় না। তবুও সে কাজ ছেড়ে যায় না। রেখা ও মমতাদির মধ্যে তুলনীয় দিক হচ্ছে
র. ভীষণ কর্মঠ রর. কৃতজ্ঞতাবোধ ররর. দুজনেই গরিব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
৩৫. 'যার অমন মিষ্টি গলা চোখে-মুখে যার উপচেপড়া স্নেহ তার ব্যবহার এমন রূঢ়।' এখানে কার কথা বলা হয়েছে?
ক. মমতাদির খ. অভাগীর
গ. নিরুপমার ঘ. অন্ধবধূর
উত্তর : ক. মমতাদির
৩৬. 'যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে আর খেয়ো না।' এখানে কী প্রকাশিত হয়েছে?
ক. আক্ষেপ খ. আবেদন
গ. নিষেধ ঘ. অনুরোধ
উত্তর :খ. আবেদন
৩৭. মাস্টারের চড় খেয়ে কার গালে দাগ হয়েছিল?
ক. অবনীর খ. ভবানীর
গ. নবনীর ঘ. শিবানীর
উত্তর : ক. অবনীর
৩৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জগতে পরিচিতি হয় কোন রচনার মধ্যদিয়ে?
ক. পদ্মা নদীর মাঝি খ. দিবারাত্রির কাব্য
গ. অতসী মামী ঘ. পুতুল নাচের ইতিকথা
উত্তর :গ. অতসী মামী
৩৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯৩৬ সালে খ. ১৯৩৭ সালে
গ. ১৯৩৮ সালে ঘ. ১৯৩৯ সালে
উত্তর :ঘ. ১৯৩৯ সালে
৪০. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সংখ্যা কত?
ক. চলিস্নশটির অধিক খ. পঞ্চাশটির অধিক
গ. ষাটটির অধিক ঘ. সত্তরটির অধিক
উত্তর :খ. পঞ্চাশটির অধিক
৪১. মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?
ক. ১৮ টাকা খ. ১০ টাকা
গ. ১২ টাকা ঘ. ১৫ টাকা
উত্তর :ঘ. ১৫ টাকা
৪২. মমতাদির নিঃসংকোচ আবেদন বলতে কী বোঝানো হয়েছে?
ক. দ্বন্দ্বমুক্ত আবেদন খ. দ্বিধামুক্ত আবেদন
গ. সংকোচহীন আবেদন ঘ. সংকোচ চিত্তে আবেদন
উত্তর : গ. সংকোচহীন আবেদন
৪৩. মমতাদির দেহাবয়ব ও পরিচ্ছদের বর্ণনায় কী ফুটে উঠেছে?
ক. রাঁধুনীর বেশ খ. চাকরি প্রার্থিনীর অবস্থা
গ. মধ্যবিত্তের মূর্তি ঘ. দারিদ্র্যের ক্লেশ
উত্তর : ঘ. দারিদ্র্যের ক্লেশ
৪৪. মমতাদির ছেলের বয়স কত?
ক. তিন বছর খ. চার বছর
গ. পাঁচ বছর ঘ. ছয় বছর
উত্তর :গ. পাঁচ বছর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়