দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
১২। খোকার কাছে মমতাদির আবেদন কী ছিল?
ক) তাকে যেন বামুনদি বলে না ডাকে
খ) খোকা যেন আর রসগোলস্না সন্দেশ না খায়
গ) তার গালের চড়ের দাগের কথাটি যেন প্রকাশ না করে
ঘ) খোকা যেন লেবু দুটোই খায়
উত্তর : খ) খোকা যেন আর রসগোলস্না সন্দেশ না খায়
১৩। 'নাহি পাই কাজ, তাই ত্যাজি লাজ বেড়াই ভিক্ষা করি
হে দয়াল নবি, দাও কিছু মোরে নহিলে পরানে মরি'
\হউদ্দীপকের ভাব 'মমতাদি' গল্পের যে বাক্যের সঙ্গে বৈসাদৃশ্য পূর্ণ তা হলো-
র. আপনারা রান্নার লোক রাখবেন
রর. আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব
ররর. হঁ্যা, আমি রাঁধুনী
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
১৪। বৈসাদৃশ্যগত দিকটিতে প্রকাশ পেয়েছে মমতাদির চরির্ত্রেত
ক) নমনীয়তা খ) কঠোরতা
গ) আবেদন ঘ) কর্মদক্ষতা
উত্তর :গ) আবেদন
১৫। মমতাদি কেন বাড়ির ছোট ছেলেটিকে আদর করেছিল?
ক) স্নেহে খ) মমতায়
গ) আন্তরিকতা প্রদর্শনের জন্য
ঘ) নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে
উত্তর :ঘ) নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে
১৬। 'বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে'-মমতাদির প্রতি লেখকের মায়ের বক্তব্যে প্রকাশ পেয়েছে-
র. সম্মান রর. করুণা ররর. দয়া
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :গ) রর ও ররর
১৭। অভাব-অনটনে পড়ে দশ বছরের সুমিকে ওর বাবা মালিকের বাসায় কাজ করতে পাঠায়। কিন্তু মালিকের মেয়ে মিলা একই বয়সি হওয়া সত্ত্বেও সুমির সঙ্গে অকারণে দুর্ব্যবহার করে। নিরুপায় সুমি নীরবে সবই সহ্য করে।
উদ্দীপকের সুমি ও 'মমতাদি' গল্পের মমতাদি চরিত্রটি কোন বিচারে সাদৃশ্যপূর্ণ?
ক) দারিদ্র্য খ) নিরাশ্রয়
গ) অল্পবয়স ঘ) অলসতা
উত্তর :ক) দারিদ্র্য
১৮। সাদৃশ্যপূর্ণ হওয়া সত্ত্বেও মমতাদি ব্যতিক্রম কেন?
ক) স্বল্পভাষী খ) সময়নিষ্ঠ
গ) সাদরে গৃহীত ঘ) পরিশ্রমী
উত্তর :গ) সাদরে গৃহীত
১৯। 'তোমার ওপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে?'
'মমতাদি' গল্পের এ উক্তিতে প্রকাশ পেয়েছে মমতাদির প্রতি মায়ের-
র. দায়িত্বশীলতা রর. সম্মান ররর. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) রর ও ররর
উত্তর :গ) ররর
২০। রাসেলদের বাসার দারোয়ান একদিন রাসেলকে তার বাড়ির গাছের পেয়ারা এনে দিলে সে তার ঘৃণাভরে ছুড়ে ফেলে।
উদ্দীপকের রাসেল 'মমতাদি' গল্পের স্কুলপড়ুয়া ছেলেটির সঙ্গে কীভাবে বৈসাদৃশ্যপূর্ণ?
ক) সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের দিক থেকে
খ) বন্ধুত্ব স্থাপনের দিক থেকে
গ) আপ্যায়ন করার দিক থেকে
ঘ) সম্মান প্রত্যাশার দিক থেকে
উত্তর :ক) সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের দিক থেকে
২১। বৈসাদৃশ্যপূর্ণ দিকটি 'মমতাদি' গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
ক) তুমি মিথ্যে বলছ দিদি। তোমায় কেউ মেরেছে
খ) আর একটা লেবু খাব দিদি
গ) তোমার বরের চাকরি হলে তুমি কী করবে?
ঘ) এক্ষুণি যাচ্ছ কেন? রান্নাঘর দেখবে না?
উত্তর :খ) আর একটা লেবু খাব দিদি
২২। 'কারও কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?' 'মমতাদি' গল্পের মমতাদি স্কুলপড়ুয়া ছেলেটির কাছে পেয়েছে-
র. আন্তরিকতা রর. সহমর্মিতা ররর. মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
২৩। মমতাদির গালের দাগ যে চড়েরই, তা স্কুলপড়ুয়া বুঝতে পারল যেভাবে তা হলো্ত
র. মাস্টারের চড় খেয়ে অবনীর গালে ওরকম দাগ হয়েছিল
রর. গালে আঙুলের তিনটি দাগ দেখেই সে নিঃসন্দেহ হয়েছিল
ররর. মশা মারলে গালে আঙুলের ছাপ পড়ে না
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
২৪। বাড়িতে কুটুম যেসব মিষ্টি এনেছিল তা হলো-র. চমচম রর. সন্দেশ ররর. রসগোলস্না
\হনিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :গ) রর ও ররর
২৫। নুজহাতের শোবার ঘরের প্রতিটি আসবাবপত্র দামি আর সুন্দর। কিন্তু ঘরের কাপড়চোপড়, বিছানা, ড্রেসিং টেবিলের জিনিসপত্র সবই অগোছাল বলে কোনো সৌন্দর্যই ফুটে ওঠে না।
উদ্দীপকের নিজহাতের শোবার ঘর 'মমতাদি' গল্পের মমতাদির শোবার ঘরের সঙ্গে যেভাবে বৈসাদৃশ্যপূর্ণ তা হলো-
র. সযত্নে গুছিয়ে রাখা
রর. কম দামি শ্রীহীন
ররর. বিশৃঙ্খলার অন্ত নেই
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
২৬। বৈসাদৃশ্যপূর্ণ দিকটিতে প্রকাশ পেয়েছে-
ক) দারিদ্র্য খ) কর্মদক্ষতা
গ) অবহেলা ঘ) প্রতিকূল পরিবেশ
উত্তর :ক) দারিদ্র্য
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়