জানার আছে অনেক কিছু
প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ১৯তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর:১৫-২০ জানুয়ারি
প্রশ্ন : ১৯তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর:কামপালা, উগান্ডা
প্রশ্ন : ঙচঊঈ-এর বর্তমান সদস্য কতটি দেশ?
উত্তর:১২টি
প্রশ্ন : ১ জানুয়ারি ২০২৪ কোন দেশ ঙচঊঈ ত্যাগ করে?
উত্তর:অ্যাঙ্গোলা
প্রশ্ন : তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (খঘএ) রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর:যুক্তরাষ্ট্র
প্রশ্ন : এঋচ'র ২০২৩ সালের সামরিক শক্তির্ যাংকিংয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর:যুক্তরাষ্ট্র
প্রশ্ন : এঋচ'র ২০২৩ সালের সামরিক শক্তির্ যাংকিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর:ভুটান
প্রশ্ন : এঋচ'র ২০২৩ সালের সামরিক শক্তির্ যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর:৩৭তম
প্রশ্ন :ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক স্বর্ণ মজুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর:যুক্তরাষ্ট্র
প্রশ্ন :হেনলি পাসপোর্ট সূচক : ছ১ ২০২৪ অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা ছাড়া কয়টি দেশ ভ্রমণ করতে পারে?
উত্তর:৪২টি
প্রশ্ন : অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনী কে?
উত্তর:ইলন মাস্ক
প্রশ্ন :২০২৩ সালের 'ফিফা সেরা পুরুষ খেলোয়াড়' নির্বাচিত হন কে?
উত্তর:লিওনেল মেসি (আর্জেন্টিনা)
প্রশ্ন : ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কোন দেশের কিংবদন্তি ফুটবলার ছিলেন?
উত্তর:জার্মানি
প্রশ্ন : "লিবেরো" শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?
উত্তর:ফুটবল ও ভলিবল
প্রশ্ন : এএফসি এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে?
উত্তর:কাতার