কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'টিম ইকো ব্যান্ড' আন্তর্জাতিক প্রতিযোগিতা 'হাল্ট প্রাইজ'র রিজিওনাল সামিটে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৭-৯ জুন মুম্বাইতে রিজিওনাল সামিট অনুষ্ঠিত হবে। 'টিম ইকো ব্যান্ড' দলের সদস্যরা ৫ এপ্রিল এ বিষয়টি নিশ্চিত করেছে।
'টিম ইকো ব্যান্ড'র সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেম বিভাগের ১৪তম আবর্তনের ৩ শিক্ষার্থী। তারা হলেন- আনান ওয়াহিদ খান, অর্পিতা চৌধুরী ও আবু বাকের সিদ্দীক। প্রতিযোগিতাটির অন ক্যাম্পাস রাউন্ড কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে গত ফেব্রম্নয়ারি মাসে অনুষ্ঠিত হয়। ওই রাউন্ডে বিজয়ী হয় 'টিম ইকো ব্যান্ড'।
শিক্ষার্থীদের নোবেলখ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ ২০২৪-এ বিশ্বের ১০০টির অধিক দেশের ১০ হাজারটি দল থেকে মাত্র ৩৬০টি দল এই রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। তার মধ্যে জায়গা করে নেয় 'টিম ইকো ব্যান্ড'।
রিজিওনাল পর্বে বিজয়ী দলগুলো হাল্টের ফাইনালে নিউইয়র্কে অংশগ্রহণ করবে। ফাইনাল রাউন্ডে বিজয়ী দলকে তাদের আইডিয়া বাস্তবায়নের জন্য ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার প্রদান করা হবে।