পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
১৮. বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৭৩ ঘ. ১৯৭৪ উত্তর :ঘ. ১৯৭৪ ১৯. বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে। এ ক্ষেত্রে কত তারিখে অনুষ্ঠানটি হবে? ক. ৭ মার্চ খ. ৭ আগস্ট গ. ৭ জুন ঘ. ৭ এপ্রিল উত্তর: ঘ. ৭ এপ্রিল ২০. বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতার লক্ষ্যে কোনটির কোনো বিকল্প নেই? ক. ক্ষুধা ও দারিদ্র্যের খ. বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের গ. সমস্যা ও সমাধানের ঘ. উৎসাহ ও আগ্রহের উত্তর :খ. বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ২১. জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাটি ইউএনডিপি কোন ক্ষেত্রে কাজ করছে? ক. বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন খ. শিশুদের পুষ্টিহীনতা দূর গ. পরিবেশ উন্নয়ন ঘ. রোগব্যাধি থেকে রক্ষা উত্তর:গ. পরিবেশ উন্নয়ন ২২. তোমার ছোট ভাই প্রথম শ্রেণিতে পড়ে। তুমি পঞ্চম শ্রেণিতে। তোমাদের জন্য জাতিসংঘের কোন সংস্থা কাজ করবে? ক. টঘউচ খ. ঋঅঙ গ. টঘওঈঊঋ ঘ. ডঞঙ উত্তরন :গ. টঘওঈঊঋ ২৩. বিশ্বের বিভিন্ন দেশে শান্তির জন্য সশস্ত্রবাহিনী প্রেরণ করলেও কাদের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই? ক. বাংলাদেশের খ. সার্কের গ. জাতিসংঘের ঘ. যুক্তরাষ্ট্রের উত্তর :গ. জাতিসংঘের ২৪. ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয়। এর বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার নাগরিক। তার নাম কী? ক. ট্রিগভেলি খ. বান কি মুন গ. কফি আনান ঘ. কুট ওয়াল্ড হেইম উত্তর :খ. বান কি মুন ২৫. বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের সদস্য হয়। এ সদস্যপদ ছিল- ক. স্থায়ী খ. অস্থায়ী গ. সামরিক ঘ. বছরব্যাপী উত্তর :খ. অস্থায়ী ২৬. জাতিসংঘের মহাসচিব নিয়োগ কীভাবে করা হয়? ক. অছি পরিষদের মাধ্যমে খ. সাধারণ পরিষদের মাধ্যমে গ. নিরাপত্তা পরিষদের মাধ্যমে ঘ. সচিবালয়ের মাধ্যমে উত্তর: খ. সাধারণ পরিষদের মাধ্যমে ২৭. সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন কোন সংস্থার লক্ষ্য? ক. জাতিসংঘ খ. সার্ক গ. ইউনিসেফ ঘ. ইউনেস্কো উত্তর:খ. সার্ক ২৮. পৃথিবীতে বাংলাদেশসহ মোট কয়টি দেশ আছে? ক. ১৯০ খ. ১৯২ গ. ১৯৪ ঘ. ১৯৫ উত্তর :ঘ. ১৯৫ ২৯. পরিবেশ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে জাতিসংঘের যে সংস্থাটি কাজ করে তার নাম কী? ক. ইউনিসেফ খ. ইউনেস্কো গ. ইউএনডিপি ঘ. খাদ্য ও কৃষি সংস্থা উত্তর :গ. ইউএনডিপি ৩০. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? ক. সাধারণ পরিষদ খ. অছি পরিষদ গ. জাতিসংঘ সচিবালয় ঘ. নিরাপত্তা পরিষদ উত্তর:গ. জাতিসংঘ সচিবালয় ৩১. কোনটি বিশ্বব্যাংকের কাজ? ক. খাদ্য চাহিদা পূরণ খ. বিশ্বের জনগণের স্বাস্থ্যের উন্নয়ন গ. মহাসচিব নিয়োগ ঘ. ঋণ ও সাহায্য প্রদান উত্তর :ঘ. ঋণ ও সাহায্য প্রদান ৩২. বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার উত্তর :খ. দুই ৩৩. নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? ক. বাংলাদেশ খ. ভারত গ. চীন ঘ. আফগানিস্তান উত্তর :গ. চীন ৩৪. মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত বিরোধের রায় আন্তর্জাতিক আদালত কত সালে দেয়? ক. ২০১০ খ. ২০১১ গ. ২০১২ ঘ. ২০১৩ উত্তর :গ. ২০১২ ৩৫. জাতিসংঘের মহাসচিব হলেন- ক. দক্ষিণ কোরিয়ার নাগরিক খ. উত্তর কোরিয়ার নাগরিক গ. যুক্তরাজ্যের নাগরিক ঘ. যুক্তরাষ্ট্রের নাগরিক উত্তর :ক. দক্ষিণ কোরিয়ার নাগরিক ৩৬. বাংলাদেশের জাতিসংঘের সদস্য হয়- ক. ১৯৮০ সালে খ. ১৯৭৮ সালে গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৬ সালে উত্তর :গ. ১৯৭৪ সালে ৩৭. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? ক. ১৮৯ খ. ১৯৩ গ. ১৯১ ঘ. ১৯২ উত্তর : গ. ১৯১ ৩৮. কতটি রাষ্ট্রকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়? ক. ১০ খ. ১২ গ. ১১ ঘ. ১৪ উত্তর:ক. ১০ ৩৯. বিশ্ব মাতৃভাষা দিবস কত তারিখে? ক. ১১ ফেব্রম্নয়ারি খ. ২১ ফেব্রম্নয়ারি গ. ২১ মার্চ ঘ. ২৬ মার্চ উত্তর :খ. ২১ ফেব্রম্নয়ারি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়