রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

৪৮. ঐ.অ. চযবষবঢ়ষং সামাজিক সমস্যাকে কয়টি ভাগে ভাগ করেছেন?

ক) দু'টি খ) তিনটি

গ) পাঁচটি ঘ) চারটি

উত্তর :ঘ) চারটি

৪৯. বিচু্যত আচরণ সৃষ্টির যৌক্তিক কারণ কোনটি?

ক) মানসিক চাপ খ) শারীরিক চাপ

গ) দৈহিক চাপ ঘ) অর্থনৈতিক চাপ

উত্তর :ক) মানসিক চাপ

৫০. 'ঈড়হঃবসঢ়ড়ৎধৎু ঝড়পরধষ চৎড়নষবস' গ্রন্থের লেখক কে?

ক) ঘরংনবঃ ও গবৎঃড়হ

খ) উৎবংংষবৎ ও চ.ই ঐড়ৎঃড়হ

গ) ঈ.গ. ঈধংব ও ঘড়ৎফংড়হম

ঘ) ঘড়ৎফংড়হম ও চ.ই ঐড়ৎঃড়হ

উত্তর :ক) ঘরংনবঃ ও গবৎঃড়হ

৫১. আয়োডিনের অভাবে কী হয়?

ক) কোয়াশিয়ারকর খ) মেরাসমাস

গ) রিকেটস ঘ) গলগন্ড

উত্তর :ঘ) গলগন্ড

৫২. আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক) ১.৩৪% খ) ১.৩৫%

গ) ১.৪৮% ঘ) ১.৩৭%

উত্তর :ঘ) ১.৩৭%

৫৩. অটিজম কী?

ক) মস্তিষ্কের বিকাশ সংশ্লিষ্ট প্রতিবন্ধিতা

খ) দৈহিক প্রতিবন্ধিতা

গ) বুদ্ধি প্রতিবন্ধিতা

ঘ) মানসিক প্রতিবন্ধিতা

উত্তর :ক) মস্তিষ্কের বিকাশ সংশ্লিষ্ট প্রতিবন্ধিতা

৫৪. সামাজিক সমস্যার ধারণা পরিবর্তিত হয়-

র. স্থানভেদে রর. কালভেদে ররর. জাতিভেদে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৫৫. 'ঞযব ঝড়পরড়ষড়মু ড়ভ ঝড়পরধষ চৎড়নষবস' গ্রন্থের লেখক কারা?

ক) হর্টন ও লেসলি খ) জিন্সবার্গ ও ম্যাকাইভার

গ) অগবার্ন ও নিমকফ ঘ) ফ্রিম্যান ও শোরউড

উত্তর :ক) হর্টন ও লেসলি

৫৬. যুবসমাজ ধ্বংসের অন্যতম কারণ কী?

ক) বেকারত্ব খ) অস্থিতিশীল রাজনীতি

গ) মাদকাসক্তি ঘ) হতাশা

উত্তর :গ) মাদকাসক্তি

৫৭. রাষ্ট্রের জন্য কোন ধরনের জনসংখ্যা প্রয়োজন-

ক) কম জনসংখ্যা খ) কাম্য জনসংখ্যা

গ) অধিক জনসংখ্যা ঘ) দরিদ্র জনসংখ্যা

উত্তর :খ) কাম্য জনসংখ্যা

৫৮. সামাজিক সমস্যার সমাজ বহির্ভূত কারণ কোনটি?

ক) অর্থসংকট খ) জনসংখ্যা সমস্যা

গ) মাদকাসক্তি ঘ) প্রাকৃতিক দুর্যোগ

উত্তর :ঘ) প্রাকৃতিক দুর্যোগ

৫৯. 'সমাজের দর্পণ' বলা হয় কোনটিকে?

ক) সংস্কৃতিকে খ) অর্থনীতিকে

গ) রাজনীতিকে ঘ) বিবর্তনকে

উত্তর :ক) সংস্কৃতিকে

?

অজ্ঞতা

জনসংখ্যা

বৃদ্ধি

দরিদ্রতা

৬০. '?' চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?

ক) মূল্যবোধের অবক্ষয় খ) নিরক্ষরতা

গ) সম্পদের অসম বণ্টন ঘ) সাংস্কৃতিক দ্বন্দ্ব

উত্তর :খ) নিরক্ষরতা

৬১. পরিকল্পিত উন্নয়নের প্রধান প্রতিবন্ধক কোনটি?

ক) সামাজিক কুসংস্কার খ) প্রাকৃতিক দুর্যোগ

গ) সাংস্কৃতিক দ্বন্দ্ব ঘ) রাজনৈতিক অস্থিতিশীলতা

উত্তর : ঘ) রাজনৈতিক অস্থিতিশীলতা

৬২. সামাজিক সম্পর্কের জাল কোনটি?

ক) সমাজ খ) পরিবার

গ) সমষ্টি ঘ) গোত্র

উত্তর : ক) সমাজ

৬৩. কোন দেশের জনগণের জীবনযাত্রা ও সেবার মান সর্বোচ্চ করতে কোনটি দরকার?

ক) নির্দিষ্ট জনসংখ্যা খ) কম জনসংখ্যা

গ) কাম্য জনসংখ্যা ঘ) অধিক জনসংখ্যা

উত্তর : গ) কাম্য জনসংখ্যা

৬৪. বাংলাদেশের সমাজ কাঠামো কিরূপ?

ক) কৃষিভিত্তিক খ) আদর্শভিত্তিক

গ) অর্থভিত্তিক ঘ) বাণিজ্যনির্ভর

উত্তর :ক) কৃষিভিত্তিক

৬৫. নির্ভরশীল জনসংখ্যাকে কীসের ভিত্তিতে নির্ধারণ করা হয়?

ক) কর্মদক্ষতার ভিত্তিতে খ) বয়সের ভিত্তিতে

গ) শারীরিক শক্তির ভিত্তিতে ঘ) আর্থিক সচ্ছলতার ভিত্তিতে

উত্তর : খ) বয়সের ভিত্তিতে

৬৬. জনসংখ্যা বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব কী?

ক) নদীর ক্ষয় খ) বেকারত্ব

গ) দেশের ভাবমূর্তি নষ্ট ঘ) পরিবেশ দূষণ

\হউত্তর : ঘ) পরিবেশ দূষণ

৬৭. নির্ভরশীল জনগণের মধ্যে পড়ে-

র. ০ থেকে ১৪ বছর বয়সি জনগণ

রর. ১৪ থেকে ৬০ বছর বয়সি জনগণ

ররর. ৬০+ বছর বয়সি জনগণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও ররর খ) র ও রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও ররর

৬৮. জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণের সমাজকর্মীর ভূমিকা কেমন হতে পারে?

ক) নীতি নির্ধারক খ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

গ) সমন্বয়ক ঘ) অনুঘটক

উত্তর :খ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

৬৯. একজন বেকারের মধ্যে কয়টি আবশ্যিক বিষয় থাকে?

ক) তিনটি খ) চারটি

গ) পাঁচটি ঘ) দু'টি

উত্তর :ক) তিনটি

৭০. নিচের কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের মানদন্ড?

ক) প্রতিবন্ধিতা খ) কুসংস্কার

গ) বেকারত ঘ) যৌতুক

উত্তর :গ) বেকারত্ব

৭১. আর্থ-সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য কোনটি প্রয়োজন?

ক) শিল্পের দ্রম্নত বিকাশ

খ) ভৌগোলিক নিরাপত্তা সুদৃঢ় করা

গ) রাজনৈতিক প্রভাব বাড়ানো

ঘ) কৃষিতে ভর্তুকি কমানো

উত্তর :ক) শিল্পের দ্রম্নত বিকাশ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে