রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

পলস্নীসাহিত্য

২১। যদি বর্ষে মাঘের শেষ

ধন্য রাজার পুণ্য দেশ- 'পলস্নীসাহিত্য' প্রবন্ধ অনুসরণে উদ্দীপকটি কোন ধরনের?

ক) প্রবাদ বাক্য খ) খনার বচন

গ) খেলাধুলার বাঁধা গৎ ঘ) ডাকের কথা

উত্তর : খ) খনার বচন

২২। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ এত ডাকি তবু কথা কও না কেন বউ? 'পলস্নীসাহিত্য' প্রবন্ধ অনুসরণে উদ্দীপকটি কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক) পলস্নী গান খ) ডাকের কথা

গ) ঘুম পাড়ানি গান ঘ) খোকা-খুকির ছড়া

উত্তর : ঘ) খোকা-খুকির ছড়া

২৩। উক্ত সাদৃশ্যে ফুটে উঠেছ্তে

র. তত্ত্বজ্ঞান রর. প্রাণের সরসতা ররর. দুঃখ-দৈন্য

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) ররর ঘ) র ও রর

উত্তর : খ) রর

২৪। পলস্নীসাহিত্য সম্পদের মধ্যে কোনগুলোকে 'অমূল্য রত্নবিশেষ' বলা হয়েছে?

ক) ঘুম পাড়ানি গান খ) খোকা-খুকির ছড়া

গ) পলস্নী গান ঘ) প্রবাদ প্রবচন

উত্তর : গ) পলস্নী গান

২৫। আমাদের রূপকথাগুলো ইউরোপের কোন অঞ্চলের পলস্নী রমণীরা তাদের নাতি-পোতাকে শোনাচ্ছে?

ক) লিথোনিয়া খ) যাভা

গ) সিংহল ঘ) সুমাত্রা

উত্তর : ক) লিথোনিয়া

২৬। ছেলেমেয়েরা কথায় কথায় কোনটি বলে থাকে?

(ক) প্রবাদ (খ) ছড়া

(গ) বাঁধা বুলি (ঘ) খনার বচন

উত্তর : (খ) ছড়া

২৭। কোনটি নাগরিক সাহিত্যের অন্তর্ভুক্ত?

(ক) রাজ-রাজরার কথা

(খ) পলস্নী গৃহস্থ ও কৃষকদের কথা

(গ) জেলে-মাঝির কথা

(ঘ) উপরের সবগুলো

উত্তর : (ক) রাজ-রাজরার কথা

২৮। বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সর্বপ্রথম কত বঙ্গাব্দে সাহিত্যের দরবারে তুলে ধরা হয়?

(ক) ১২২৭ (খ) ১৩৩৪

(গ) ১৩৮৭ (ঘ) ১২৬৪

উত্তর : (খ) ১৩৩৪

২৯। নিচের কোনটি গানের অফুরন্ত ভান্ডাররূপে পলস্নীর মাঠে-ঘাটে ছড়ানো ছিল না?

(ক) ভাটিয়ালি (খ) সারি

(গ) জারি (ঘ) মারফতি

উত্তর : (খ) সারি

৩০। পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলন কোথায় হয়েছিল?

(ক) ঢাকায় (খ) টাঙ্গাইলে

(গ) কিশোরগঞ্জে (ঘ) নরসিংদীতে

উত্তর : গ) কিশোরগঞ্জে

৩১। 'পলস্নীসাহিত্য' প্রবন্ধে ঘুম পাড়ানি গান ও ছড়া সম্পর্কে লেখকের মন্তব্য- 'এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস'- কারণ এগুলো-

র) ভাষা ও ছন্দে প্রাণবন্ত

রর) অর্থ তাৎপর্যপূর্ণ

ররর) বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর (খ) রর ও ররর

গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : গ) র ও ররর

৩২। 'কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার- কোনটি?

ক) সাহিত্য বিষয়ে আলোচনা

খ) লোকসাহিত্য বিষয়ক আলোচনা

গ) লোকসাহিত্যের পরিচয়

ঘ) লোকসাহিত্য মূল্যায়ন

উত্তর : খ) লোকসাহিত্য বিষয়ক আলোচনা

৩৩। 'ফক্কিকার' বলতে কোনটি বোঝায়?

(ক) চাচা আপন প্রাণ বাঁচা

(খ) ঢাকের বায়া

(গ) পিঁড়েয় বসে পেড়োর খবর

(ঘ) ধরি মাছ না ছুঁই পানি

উত্তর : (গ) পিঁড়েয় বসে পেড়োর খবর

৩৪। পলস্নীসাহিত্যের আদর করে কারা?

(ক) পাড়াগাঁয়ের লোকেরা (খ) মাঝিমালস্নার দল

গ) কবিসাহিত্যিকরা (ঘ) সকলে

উত্তর : ক) পাড়াগাঁয়ের লোকেরা

৩৫। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান গ্রন্থটি কে সম্পাদন করেন?

(ক) মুহম্মদ শহীদুলস্নাহ (খ) মোতাহের হোসেন চৌধুরী

(গ) হুমায়ুন আজাদ (ঘ) সিকান্দার আবু জাফর

উত্তর : ক) মুহম্মদ শহীদুলস্নাহ

৩৬। নিচের কোন পত্রিকাটি মুহম্মদ শহীদুলস্নাহর সম্পাদনায় বের হতো?

(ক) আঙুর (খ) কবিতা

(গ) প্রগতি (ঘ) শিখা

উত্তর : ক) আঙুর

৩৭। চৎড়ষবঃধৎরধঃ সাহিত্য বলতে লেখক কোন ধরনের সাহিত্যকে বোঝাতে চেয়েছেন?

(ক) ভ্রমণকাহিনী

(খ) গ্রামীণ জীবন ইতিহাস

(গ) অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য

(ঘ) মুক্তিযুদ্ধ অবলম্বনে প্রামাণ্যচিত্র

উত্তর : গ) অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য

৩৮। প্রাচীন ভারতের প্রখ্যাত মহিলা জ্যোতিষী কে?

ক) মদিনা বিবি খ) রোঁমা রোঁলা

গ) মহুয়া ঘ) খনা

উত্তর : ঘ) খনা

৩৯। 'নাচতে না জানলে উঠান বাঁকা'্ত এটি কী?

ক) প্রবাদ খ) ডাক

গ) গল্প ঘ) খনার বচন

উত্তর : ক) প্রবাদ

৪০। আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড়াবাংলা ঘর তুলত্তে এ মন্তব্যের মধ্যদিয়ে লেখক কোনটিকে গুরুত্ব দিয়েছেন।

ক) বিদেশি সাহিত্য খ) পলস্নীসাহিত্য

গ) শহুরে সাহিত্য ঘ) পলস্নী ও শহুরে উভয় সাহিত্য

উত্তর : খ) পলস্নীসাহিত্য

৪১। রোঁমা রোঁলা কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন?

ক) কাজল রেখার খ) মহুয়ার

গ) মদিনা বিবির ঘ) বেহুলার

উত্তর : গ) মদিনা বিবির

৪২। 'জাঁ ক্রিস্তক' গ্রন্থের রচয়িতা কে?

ক) রোঁমা রোঁলা খ) শেকসপিয়ার

গ) বায়রন ঘ) মিল্টন

উত্তর : ক) রোঁমা রোঁলা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে