রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

২৭. উপরের (?) স্থানে কোনটি বসবে?

ক) সামাজিক গবেষণা খ) পরিকল্পনা

গ) সামাজিক সমস্যা ঘ) সামাজিক প্রতিষ্ঠান

উত্তর : ঘ) সামাজিক প্রতিষ্ঠান

২৮. ওয়েন বার্গের সামাজিক সমস্যার সংজ্ঞাটি বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?

ক) তিনটি খ) চারটি

গ) দুটি ঘ) একটি

উত্তর : খ) চারটি

২৯. প্রতিটি সামাজিক সমস্যাই প্রতিবন্ধকতার সৃষ্টি করে-

র) উন্নয়নের ক্ষেত্রে রর) শিক্ষার ক্ষেত্রে

ররর) অগ্রগতির ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) র ও ররর

৩০. স্থান ও কালভেদে কীসের প্রকৃতির ও রূপের পরিবর্তন হয়?

ক) আবেগের খ) চাহিদার

গ) মানসিকতার ঘ) সমস্যার

উত্তর : ঘ) সমস্যার

৩১. 'চৎড়নষবস' শব্দটি এসেছে কোন শব্দ থেকে?

ক) ল্যাটিন খ) গ্রিক

গ) ফারসি ঘ) ইংরেজি

উত্তর : খ) গ্রিক

৩২. সামাজিক সমস্যার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক) ঝড়পরধষ ঢ়ৎড়নষবস খ) ঝড়পরধষ ধপঃরড়হ

গ) ঝড়পরধষ ৎবভড়ৎস ঘ) ঝড়পরধষ ঢ়ৎড়সড়ঃরড়হ

উত্তর : ক) ঝড়পরধষ ঢ়ৎড়নষবস

৩৩. সামাজিক সমস্যা কীভাবে সমাধান করা যায়?

ক) প্রয়োজনীয় পরিকল্পনার মাধ্যমে

খ) প্রয়োজনীয় গবেষণার মাধ্যমে

গ) প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে

ঘ) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে

উত্তর : ঘ) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে

৩৪. কীসের সাথে সামাজিক সমস্যাগুলোর ধরন ও প্রকৃতির পরিবর্তন সাধিত হয়?

ক) সময়ের খ) যুগের

গ) পরিবেশের ঘ) আবহাওয়ার

উত্তর : ক) সময়ের

৩৫. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো-

র) অবশ্যই সমাধানের যোগ্য

রর) প্রকৃতিগতভাবে সৃষ্ট

ররর) বৃহৎ জনগোষ্ঠীর ওপর ক্ষতিকর প্রভাব ফেলে

\হনিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) র ও ররর

৩৬. সামাজিক সমস্যার কারণ হলো-

র) মৌল মানবিক চাহিদা পূরণ

রর) জনসংখ্যাস্ফীতি

ররর) সম্পদের অসম বণ্টন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৩৭. সামাজিক সমস্যার উৎপত্তি হয় কোথায়?

ক) পরিবারের অভ্যন্তরে খ) রাষ্ট্রের অভ্যন্তরে

গ) সমাজের অভ্যন্তরে ঘ) সমাজের বাইরে

উত্তর : গ) সমাজের অভ্যন্তরে

৩৮. যৌন হয়রানি ও নিপীড়ন একটি সামাজিক ব্যাধি। এর প্রধান কারণ-

র) অশালীন মন্তব্য

রর) মূল্যবোধের অবক্ষয়

ররর) সন্তানের প্রতি মা-বাবার উদাসীনতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) রর ও ররর

৩৯. মূল্যবোধ হারানোর ফলে মানুষ কোনটিকে হারিয়ে ফেলে?

ক) ভালো-মন্দ জ্ঞান খ) চেতনা বোধ

গ) সাধারণ জ্ঞান ঘ) অহংবোধ

উত্তর : ক) ভালো-মন্দ জ্ঞান

৪০. কোনটি মানুষকে সমাজে কাঙ্ক্ষিত আচরণ থেকে বিচু্যত রাখতে পারে?

ক) শারীরিক অসুস্থতা খ) অর্থনৈতিক চাপ

গ) মানসিক চাপ ঘ) রাজনৈতিক চাপ

উত্তর : গ) মানসিক চাপ

৪১. সমাজের সব ধরনের সমস্যায় কোন বিষয়টি জড়িত?

ক) শারীরিক ক্ষতি খ) আর্থিক ক্ষতি

গ) সাংস্কৃতিক ক্ষতি ঘ) নৈতিক ক্ষতি

উত্তর : খ) আর্থিক ক্ষতি

৪২. সমাজ প্রতিনিয়ত-

ক) পরিবর্তনশীল খ) অপরিবর্তন

গ) স্থায়ী ঘ) স্থিতিশীল

উত্তর : ক) পরিবর্তনশীল

উদ্দীপক টেবিলটি পড়ে এবং ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও।

পত্রিকার পাতা খুললেই প্রতিদিন চোখে পড়ে বিবাহবিচ্ছেদ, পারিবারিক ভাঙন, খুন, ধর্ষণ, পতিতাবৃত্তি, আত্মহত্যা, কিশোর অপরাধ, মাদকাসক্তি ইত্যাদি ঘটনা। এসব ঘটনা প্রতিনিয়ত সমাজকে করছে অস্থিতিশীল।

৪৩. উদ্দীপকের ঘটনাগুলো কী নির্দেশ করে?

ক) প্রাকৃতিক সমস্যা খ) সামাজিক সমস্যা

গ) সামাজিক অসঙ্গতি ঘ) সামাজিক ভারসাম্যহীনতা

উত্তর : খ) সামাজিক সমস্যা

৪৪. উদ্দীপকের সমস্যাগুলো সমাধানের জন্য যে সুপারিশ করা যায়-

র) অপসংস্কৃতি রোধ

রর) আইনের যথাযথ বাস্তবায়ন

ররর) ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৪৫. সামাজিক সমস্যাগুলো পরস্পর-

ক) আন্তঃসম্পর্কীয় খ) বহিঃসম্পর্কীয়

গ) দূরসম্পর্কীয় ঘ) নেতিবাচকসম্পর্কীয়

উত্তর : ক) আন্তঃসম্পর্কীয়

৪৬. মনস্তাত্ত্বিক কারণে উদ্ভূত সামাজিক সমস্যা হলো-

র. আত্মহত্যা রর. মানসিক বিকৃতি ররর. বিকলঙ্গতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৪৭. ব্যক্তির অস্বাভাবিক আচরণকে কী বলে?

ক) বিচু্যত আচরণ খ) অসদাচরণ

গ) মার্জিত আচরণ ঘ) কাঙ্ক্ষিত আচরণ

উত্তর : ক) বিচু্যত আচরণ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে