পলস্নীসাহিত্য
৫। পলস্নী গ্রামে গায়কের অভাব কীভাবে পূরণ হচ্ছে?
ক) পাখির কলগানে
খ) নদীর কল কল ধ্বনিতে
গ) পাতার মর্মর শব্দে
ঘ) শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলাতে
উত্তর :ক) পাখির কলগানে
৬। বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে কে তুলে ধরেন?
ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ) দীনেশচন্দ্র সেন
গ) চন্দ্রকুমার
ঘ) মনসুর বয়াতি
উত্তর :খ) দীনেশচন্দ্র সেন
৭। পলস্নীর উপকথাগুলো বিস্মৃতির অতলগর্ভে তলিয়ে যাচ্ছে কারণ্ত
র. আধুনিক শিক্ষার সর্বনাশা স্রোতে
রর. শিক্ষিত জননী সন্তানকে উপকথা শোনান না বলে
ররর. পলস্নীর বুড়ো-বুড়িরা গল্প বলার সেই পূর্ব পরিবেশ খুঁজে পান না
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
৮। যুগের ভূয়োদর্শনের পরিপক্ব ফল কোথায় সঞ্চিত হয়ে আছে?
ক) রূপকথা-উপকথায়
খ) ছড়া, খেলাধুলার বাধা গৎ-এ
গ) প্রবাদ বাক্য, ডাক ও খনার বচনে
ঘ) পলস্নী গানে
উত্তর : গ) প্রবাদ বাক্য, ডাক ও খনার বচনে
৯। কাঁচায় না নোয়ালে বাঁশ
পাকলে করে ঠাস ঠাস- 'পলস্নীসাহিত্য' প্রবন্ধ অনুসারণে উদ্দীপকটি কোন ধরনের?
ক) প্রবাদ-প্রবচন খ) খনার বচন
গ) ডাকের কথা ঘ) খেলাধুলার বাধা গৎ
উত্তর : ক) প্রবাদ-প্রবচন
১০। 'নচেৎ এ সকল কেবলি ভুয়া, কেবলি ফক্কিকার'্ত পলস্নীসাহিত্যের ভবিষ্যৎ সম্পর্কে লেখকের এ হতাশা কীভাবে দূর হতে পারে?
ক) জনসাধারণকে সচেতন করে
খ) সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে
গ) পলস্নীসাহিত্যের দিকে পলস্নী জননীর সন্তানরা মনোযোগ দিলে
ঘ) ফোকলোর সোসাইটি স্থাপন করে
উত্তর : গ) পলস্নীসাহিত্যের দিকে পলস্নী জননীর সন্তানরা মনোযোগ দিলে
১১। পলস্নী গানের কদর নেই কেন?
ক) পলস্নী গানে আধুনিকতার ছোঁয়া নেই
খ) প্রেম, আনন্দ ও সৌন্দর্যের অভাব
গ) কেবল তত্ত্বকথা ওতপ্রোতভাবে জড়ানো
ঘ) শহুরে গানের প্রভাবে তা বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে বিকায় না
উত্তর : ঘ) শহুরে গানের প্রভাবে তা বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে বিকায় না
১২। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, তার কত আনা নাগরিক সাহিত্য?
ক) আট আনা খ) বারো আনা
গ) চৌদ্দ আনা ঘ) পনেরো আনা
উত্তর : ঘ) পনেরো আনা
১৩। শহুরে লোকেরা এখন সঠিকভাবে কোনটি জানে?
ক) ধানগাছে তক্তা হয় না
খ) পাড়াগাঁয়ের জীবন পচা জঘন্য
গ) পাড়াগাঁয়ের জীবন চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা
ঘ) পলস্নীর মর্মকথা
উত্তর : ক) ধানগাছে তক্তা হয় না
১৪। শহুরে লোকেরা পলস্নীর মুখচ্ছবিখানি আঁকতে পারে না কারণ ্ত
র. পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক
অজানা রাজ্য
রর. শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড় বাংলা ঘর নেই বলে
ররর. অনেকের আত্মা ইট-পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হতে চান না বলে
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) র ও ররর
উত্তর : ক) র
১৫। কে প্রথম বাংলাদেশের লোকসাহিত্যের গৌরব ও মর্যাদা সাহিত্যের দরবারে তুলে ধরেন?
ক) ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ
খ) ডক্টর দীনেশচন্দ্র সেন
গ) চন্দ্রকুমার দে
ঘ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
উত্তর : খ) ডক্টর দীনেশচন্দ্র সেন
১৬। শেকসপিয়ারের নাটকগুলো সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে রূপান্তর করেন কে?
ক) রোমাঁ রোলাঁ
খ) মনসুর বয়াতি
গ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ঘ) চার্লস ল্যাম্ব
উত্তর : ঘ) চার্লস ল্যাম্ব
১৭। আরব্য উপন্যাসের সবচেয়ে চিত্তাকর্ষক গল্পের নাম কী?
ক) আলিবাবা ও চলিস্নশ দসু্য
খ) আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ
গ) একদিনের বাদশাহ
ঘ) সিন্দাবাদের বাণিজ্য যাত্রা
উত্তর : খ) আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ
১৮। 'ফোকলোর' কথাটির উদ্ভাবক কে?
ক) মুহম্মদ শহীদুলস্নাহ খ) মনসুর বয়াতি
গ) উইলিয়াম থমস ঘ) চার্লস ল্যাম্ব
উত্তর : গ) উইলিয়াম থমস
১৯। 'পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মিলনী'র একাদশ অধিবেশনে ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ কত সালে সভাপতিত্ব করেন?
ক) ১৯১৮ সালে খ) ১৯২৮ সালে
গ) ১৯৩৮ সালে ঘ) ১৯৪৮ সালে
উত্তর : গ) ১৯৩৮ সালে
২০। পলস্নীসাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্ত প্রয়োজন্ত
র. পলস্নীর সাহিত্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য
রর. বাংলার মুসলমানদের সাহিত্য সম্পদের সমৃদ্ধি তুলে ধরার জন্য
ররর. বাংলাদেশের লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র ও রর
উত্তর : ঘ) র ও রর