দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
১৩৮. উভয়ের মাঝে লক্ষণীয়-
র. অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় আটকে পড়া
রর. নির্দিষ্ট বিষয়ের প্রতি তীব্র ভালো লাগা
ররর. বিক্ষিপ্ত মনকে শান্ত করার চেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৩৯ ও ১৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সমীরদের এলাকার মাস্তান রুবেল সমীরের বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সমীরের বাবা কোনোভাবেই দিতে রাজি হয়নি। রুবেল সমীরের বাবাকে একটা উড়ো চিঠি পাঠিয়ে বলেছে ৭ দিনের মধ্যে চাঁদা না পেলে জানে মেরে ফেলা হবে।
১৩৯. উদ্দীপকের রুবেলের পাঠানো বার্তাটিকে 'একাত্তরের দিনগুলি' রচনার আলোকে কী বলা যায়?
ক. মার্সি পিটিশন খ. কারফিউ
গ. আলটিমেটাম ঘ. বেয়নেট
উত্তর : গ. আলটিমেটাম
১৪০. উদ্দীপক ও আলোচ্য রচনায় বার্তা প্রেরণের মধ্যে পার্থক্য-
র. উদ্দেশ্যগত রর. মাধ্যমগত ররর. ফলাফলের দিক থেকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে ১৪১ ও ১৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কবি-সাহিত্যিকদের মধ্যে অনেককেই দেখা যায় ছদ্মনাম ব্যবহার করে লিখতে। এর ফলে তারা যেমন একটি নিভৃত আড়াল পান তেমনি পান এক ধরনের বিশিষ্টতা।
১৪১. 'একাত্তরের দিনগুলি' রচনায় উলিস্নখিত কাদের জন্য উদ্দীপকের কথা প্রযোজ্য?
ক. লেখিকার পরিবার
খ. পলায়নপর পাকিস্তানি ও বিহারি
গ. বাঁকা ও ফকির
ঘ. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ
উত্তর : ঘ. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ
১৪২. উদ্দীপকের কবি-সাহিত্যিক ও আলোচ্য রচনায় উলিস্নখিত ব্যক্তিদের ছদ্মনাম ধারণের পার্থক্য-
র. দেশপ্রেমে
রর. নিরাপত্তা নিশ্চিতকরণে
ররর. আবাসস্থল পরিবর্তনে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে ১৪৩ ও ১৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কবিরের বাবা ছিলেন একজন সৎ সরকারি চাকরিজীবী। তিনি মারা যাওয়ার পর থেকে তাদের পরিবারের অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়ে। কবিরের মা বর্তমানে হাসপাতালে মৃতু্যশয্যায়। তাকে বাঁচানোর জন্য অনেক টাকা প্রয়োজন। কবিরের সামনে অবৈধ পথে উপার্জনের হাতছানি। কিন্তু বাবার আদর্শের কথা ভেবে সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে।
১৪৩. 'একাত্তরের দিনগুলি' রচনায় কার মাঝে উদ্দীপকের কবিরের অনুরূপ মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. লেখিকার মাঝে খ. জামীর মাঝে
গ. ফকিরের মাঝে ঘ. মঞ্জুরের মাঝে
উত্তর :ক. লেখিকার মাঝে
১৪৪. উভয় ক্ষেত্রে এরূপ মনোভাবের কারণ-
র. প্রিয়জনের প্রতি ভালোবাসা
রর. আত্মমর্যাদাবোধ সমুন্নত রাখা
ররর. স্বাধিকার চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে ১৪৫ ও ১৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আলেয়া বেগমের ছেলে মারুফ ১৯৭১ সালে মায়ের আদেশে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। মায়ের সঙ্গে গোপনে দেখা করতে এলে রাজাকাররা খবর পেয়ে যায়। মারুফকে তারা ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করে। আলেয়া বেগম তার ছেলের ঘাতকদের বিচার চান।
১৪৫. 'একাত্তরের দিনগুলি' রচনায় উদ্দীপকের মারুফের প্রতিনিধি কে?
ক. রুমী খ. শরীফ গ. ফকির ঘ. জামী
উত্তর :ক. রুমী
১৪৬. 'একাত্তরের দিনগুলি' রচনার লেখিকার সঙ্গে উদ্দীপকের আলেয়া বেগমের সাদৃশ্য-
র. আত্মত্যাগে
রর. স্বাধিকার চেতনায়
ররর. প্রতিবাদমুখরতায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
পলস্নীসাহিত্য
১। মুহম্মদ শহীদুলস্নাহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে ডিগ্রি লাভ করেন?
ক) সংস্কৃতে বিএ
খ) ভাষাতত্ত্বে এমএ
গ) ভাষাতত্ত্বে এমএ এবং ডি. লিট
ঘ) সংস্কৃতে এমএ
উত্তর : খ) ভাষাতত্ত্বে এমএ
২। মুহম্মদ শহীদুলস্নাহ অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ কোনটি?
ক) বাংলা ভাষার ইতিবৃত্ত
খ) বাংলা সাহিত্যের কথা (দুই খন্ড)
গ) বাংলা ভাষার ব্যাকরণ
ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
উত্তর :ঘ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
৩। কোন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরূহ ও জটিল সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে মুহম্মদ শহীদুলস্নাহ অসামান্য পান্ডিত্যের পরিচয় দিয়েছেন?
ক) প্রাচীন ভাষা ও সাহিত্য
খ) প্রাচীন ও মধ্যযুগীয় ভাষা
গ) বাংলা ও সংস্কৃত ভাষা ও সাহিত্য
ঘ) সংস্কৃত ভাষা ও সাহিত্য
উত্তর : ক) প্রাচীন ভাষা ও সাহিত্য
৪। মুহম্মদ শহীদুলস্নাহ কত সালে জীবনাবসান ঘটে?
ক) ১৯৪৯ সালে খ) ১৯৫৯ সালে
গ) ১৯৬৯ সালে ঘ) ১৯৭৯ সালে
উত্তর :গ) ১৯৬৯ সালে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়