দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
১২৫. 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা বাগানে এলেন-
র. বাগান করার নেশা থেকে
রর. বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখতে
ররর. শরীফের জন্য ফুল আনতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
১২৬. জামীকে স্কুলে পাঠানো হবে না, কেননা-
র. দেশে যুদ্ধাবস্থা চলছে
রর. জামী আর পড়তে চায় না
ররর. পড়াশোনার পরিবেশ নেই
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
১২৭. ১৭ই মে ১৯৭১ পত্রিকায় বের হওয়া বিবৃতিতে অধিকাংশ বুদ্ধিজীবী ও শিল্পী সই করেছে-
র. সানন্দে রর. বাধ্য হয়ে ররর. প্রাণের ভয়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
১২৮. ১৯৭১ সালে ১৭ই মে পত্রিকায় প্রকাশিত বিবৃতির রচয়িতা সম্পর্কে জাহানারা ইমামের শ্লেষ প্রকাশিত হয়েছে-
র. গোয়েবলসের সঙ্গে তুলনা দেওয়ায়
রর. 'প্রতিভাধর' আখ্যা দেওয়ায়
ররর. 'মিথ্যাভাষণে ভরা বিবৃতি' আখ্যা দেওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
১২৯. চরমপত্রে থাকত-
র. তীক্ষ্ন রসবোধের ছাপ
রর. পাকিস্তানিদের প্রতি আলটিমেটাম
ররর. মুক্তিযোদ্ধাদের জন্য অনুপ্রেরণা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
১৩০. ঢাকা শহরে মুক্তিফৌজের প্রতিরোধ গড়ে তোলার খবর জাহানারা ইমামের মনে সৃষ্টি করে-
র. অবিশ্বাস রর. আশা ররর. অহংকার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
১৩১. বাঁকা ও ফকির রুমীর জন্য মার্সি পিটিশন করতে চায়, কেননা-
র. তাতে রুমীর প্রাণ বাঁচতে পারে
রর. রুমী দেশের সম্পদ
ররর. রুমীকে তারা খুব ভালোবাসে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
১৩২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধাদের অন্যতম হলেন-
র. রুমী রর. রথীন্দ্রনাথ রায় ররর. ফয়েজ আহমদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
১৩৩. ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর দুপুর থেকে সারা শহরে চাঞ্চল্য ছিল-
র. যুদ্ধ বিরতির সময় বাড়ানো হয়েছিল বলে
রর. পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করবে বলে
ররর. দেশ স্বাধীন হবে বলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
১৩৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর যে অনুভূতির উলেস্নখ রয়েছে-
র. প্রবল উলস্নাসের
রর. গভীর বেদনার
ররর. গাঢ় অভিমানের
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
১৩৫. গোয়েবলস স্মরণীয় হয়ে আছেন-
র. হিটলারের সহযোগী ছিলেন বলে
রর. বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন বলে
ররর. রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
১৩৬. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অন্যায়ভাবে বল প্রয়োগের উদাহরণ-
র. স্কুল-কলেজ খোলা রাখা
রর. বুদ্ধিজীবীদের নামে গণমাধ্যমে বিবৃতি প্রকাশ
ররর. অসংখ্য মানুষকে হত্যা করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এখানে ওখানে ঘুরে বেড়নোর নেশা রতনের। ছোট বোনটা মারা যাওয়ার পর দীর্ঘদিন বাসায় নিজেকে প্রায় বন্দি করে রেখেছিল সে। মনটাকে একটু হালকা করার জন্য আজ আবার রওনা হয়েছে বান্দরবানের উদ্দেশে।
১৩৭. 'একাত্তরের দিনগুলি' রচনায় উলিস্নখিত কার সঙ্গে উদ্দীপকের রতনের মনের অবস্থার মিল লক্ষ করা যায়?
ক. রুমীর খ. লেখিকার
গ. লেখিকার স্বামীর ঘ. জামীর
উত্তর : খ. লেখিকার
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়