দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
১০৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতশিল্পী কে ছিলেন? ক. হাসান ইমাম খ. অজিত রায় গ. ফয়েজ আহমদ ঘ. মাধুরী চট্টোপাধ্যায় উত্তর :খ. অজিত রায় ১০৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা পাঠ করতেন কে? ক. রাজু আহমেদ খ. জয় লাল রায় গ. আলী যাকের ঘ. কামরুল হাসান উত্তর :ঘ. কামরুল হাসান ১০৭. কার কথা মনে পড়ে জাহানারা ইমামের মন খারাপ হয়ে গেল? ক. ফকিরের খ. ডলির গ. সুজার ঘ. জামীর উত্তর :খ. ডলির ১০৮. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আকাশযুদ্ধ বিরতি কয়টা পর্যন্ত বাড়ানো হলো? ক. সকাল ৯টা খ. দুপুর ১টা গ. বিকেল ৩টা ঘ. সন্ধ্যা ৬টা উত্তর :গ. বিকেল ৩টা ১০৯. সবার মুখে একই কথা- 'একাত্তরের দিনগুলি' রচনায় কিসের কথা বলা হয়েছে? ক. গেরিলাদের প্রতিরোধের কথা খ. স্বাধীন বাংলা বেতারের কথা গ. পাকবাহিনীর আত্মসমর্পণের কথা ঘ. বঙ্গবন্ধুর ভাষণের কথা উত্তর :গ. পাকবাহিনীর আত্মসমর্পণের কথা ১১০. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দলে দলে লোক কোন ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়ে? ক. জয় জনতা খ. ইনকিলাব জিন্দাবাদ গ. জয় বাংলা ঘ. বাংলাদেশ জিন্দাবাদ উত্তর :গ. জয় বাংলা ১১১. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর লোকজন কী উপেক্ষা করে রাস্তায় নেমে পড়ে? ক. হরতাল খ. অবরোধ গ. ১৪৪ ধারা ঘ. কারফিউ উত্তর : ঘ. কারফিউ ১১২. গাড়িতে পতাকা বিছিয়ে ১৬ই ডিসেম্বর জাহানারা ইমামের বাড়িতে এলেন কে? ক. ফকির খ. ডা. রাব্বি গ. সুজা সাহেব ঘ. মঞ্জুর উত্তর :ঘ. মঞ্জুর ১১৩. ১৬ই ডিসেম্বর কে বেপরোয়া গুলি ছুড়ে পালাচ্ছিল? ক. আজিজ মোটরসের মালিক খ. শাহ স্পোর্টসের মালিক গ. নূর জুয়েলার্সের মালিক ঘ. হাসান ইন্ডাস্ট্রিজের মালিক উত্তর : ক. আজিজ মোটরসের মালিক ১১৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় ১৬ই ডিসেম্বর মঞ্জুর লেখিকাকে কী দিয়ে গেলেন? ক. অস্ত্র খ. পতাকা গ. খাবার ঘ. খবর উত্তর :খ. পতাকা ১১৫. জাহানারা ইমামের স্বামীর কুলখানি কবে অনুষ্ঠিত হয়? ক. ২৫ শে মার্চ ১৯৭১ খ. ২৫ শে মে ১৯৭১ গ. ৩০ শে সেপ্টেম্বর ১৯৭১ ঘ. ১৬ই ডিসেম্বর ১৯৭১ উত্তর :ঘ. ১৬ই ডিসেম্বর ১৯৭১ ১১৬. রাজনীতিতে মিথ্যা রচনা ও প্রতিহিংসার প্রবর্তক কে? ক. হিটলার খ. বুশ গ. গোয়েবলস ঘ. সেলুকাস উত্তর : গ. গোয়েবলস ১১৭. শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্রকে কী বলা যায়? ক. যমপত্র খ. চরমপত্র গ. শেষপত্র ঘ. মূলপত্র উত্তর :খ. চরমপত্র ১১৮. শাস্তি থেকে অব্যাহতি লাভের জন্য কোনটির আশ্রয় নিতে হবে? ক. আলটিমেট ক্লিয়ারেস খ. মার্সি পিটিশন গ. পাইনাল রিভিউ ঘ. গ্রান্ট অর্ডার উত্তর :খ. মার্সি পিটিশন ১১৯. 'লহমা' শব্দটির অর্থ কী? ক. তৎক্ষণাৎ খ. মুহূর্ত গ. সব সময় ঘ. হঠাৎ উত্তর :খ. মুহূর্ত ১২০. ১৩ই এপ্রিল ১৯৭১-এর ঘটনাবলির মধ্যে রয়েছে- র. নদীতে প্রচুর লাশ ভেসে যাচ্ছিল রর. মানুষ দল বেঁধে খেলা দেখতে যাচ্ছিল ররর. ট্রাকে করে নিয়ে যাচ্ছিল হাত ও চোখ বাঁধা মানুষ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও ররর ১২১. জামী অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় হাঁপিয়ে উঠবে না। কারণ- র. বন্ধুরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে রর. বন্ধুদের সঙ্গ পেলে সময়টা ভালো কাটবে ররর. দল বেঁধে ঘুরতে যাবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ১২২. ৭১ সালের ২৫শে মে জাহানারা ইমাম লক্ষ করলেন- র. স্বাধীন বাংলা বেতারে নতুন কণ্ঠস্বর রর. একজন একটা কথিকা পড়লেন (চরমপত্র) ররর. পাপিয়া সরোয়ার রবীন্দ্রসঙ্গীত গাইছেন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ১২৩. মার্সি পিটিশন বিষয়ে শরীফ মত দিতে পারছে না, কারণ- র. রুমীর আদর্শকে অপমান করা হবে রর. রুমীর উঁচু মাথা হেট হবে ররর. খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যায় না নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ১২৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় করিমের উদ্বিগ্নতা ছিল- র. লেখিকার নিরাপত্তার বিষয়ে রর. নিজের নিরাপত্তা নিয়ে ররর. রুমীর মুক্তির ব্যাপারে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :খ. র ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়