১০৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতশিল্পী কে ছিলেন?
ক. হাসান ইমাম খ. অজিত রায়
গ. ফয়েজ আহমদ ঘ. মাধুরী চট্টোপাধ্যায়
উত্তর :খ. অজিত রায়
১০৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা পাঠ করতেন কে?
ক. রাজু আহমেদ খ. জয় লাল রায়
গ. আলী যাকের ঘ. কামরুল হাসান
উত্তর :ঘ. কামরুল হাসান
১০৭. কার কথা মনে পড়ে জাহানারা ইমামের মন খারাপ হয়ে গেল?
ক. ফকিরের খ. ডলির
গ. সুজার ঘ. জামীর
উত্তর :খ. ডলির
১০৮. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আকাশযুদ্ধ বিরতি কয়টা পর্যন্ত বাড়ানো হলো?
ক. সকাল ৯টা খ. দুপুর ১টা
গ. বিকেল ৩টা ঘ. সন্ধ্যা ৬টা
উত্তর :গ. বিকেল ৩টা
১০৯. সবার মুখে একই কথা- 'একাত্তরের দিনগুলি' রচনায় কিসের কথা বলা হয়েছে?
ক. গেরিলাদের প্রতিরোধের কথা
খ. স্বাধীন বাংলা বেতারের কথা
গ. পাকবাহিনীর আত্মসমর্পণের কথা
ঘ. বঙ্গবন্ধুর ভাষণের কথা
উত্তর :গ. পাকবাহিনীর আত্মসমর্পণের কথা
১১০. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দলে দলে লোক কোন ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়ে?
ক. জয় জনতা খ. ইনকিলাব জিন্দাবাদ
গ. জয় বাংলা ঘ. বাংলাদেশ জিন্দাবাদ
উত্তর :গ. জয় বাংলা
১১১. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর লোকজন কী উপেক্ষা করে রাস্তায় নেমে পড়ে?
ক. হরতাল খ. অবরোধ
গ. ১৪৪ ধারা ঘ. কারফিউ
উত্তর : ঘ. কারফিউ
১১২. গাড়িতে পতাকা বিছিয়ে ১৬ই ডিসেম্বর জাহানারা ইমামের বাড়িতে এলেন কে?
ক. ফকির খ. ডা. রাব্বি
গ. সুজা সাহেব ঘ. মঞ্জুর
উত্তর :ঘ. মঞ্জুর
১১৩. ১৬ই ডিসেম্বর কে বেপরোয়া গুলি ছুড়ে পালাচ্ছিল?
ক. আজিজ মোটরসের মালিক
খ. শাহ স্পোর্টসের মালিক
গ. নূর জুয়েলার্সের মালিক
ঘ. হাসান ইন্ডাস্ট্রিজের মালিক
উত্তর : ক. আজিজ মোটরসের মালিক
১১৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় ১৬ই ডিসেম্বর মঞ্জুর লেখিকাকে কী দিয়ে গেলেন?
ক. অস্ত্র খ. পতাকা
গ. খাবার ঘ. খবর
উত্তর :খ. পতাকা
১১৫. জাহানারা ইমামের স্বামীর কুলখানি কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৫ শে মার্চ ১৯৭১ খ. ২৫ শে মে ১৯৭১
গ. ৩০ শে সেপ্টেম্বর ১৯৭১ ঘ. ১৬ই ডিসেম্বর ১৯৭১
উত্তর :ঘ. ১৬ই ডিসেম্বর ১৯৭১
১১৬. রাজনীতিতে মিথ্যা রচনা ও প্রতিহিংসার প্রবর্তক কে?
ক. হিটলার খ. বুশ
গ. গোয়েবলস ঘ. সেলুকাস
উত্তর : গ. গোয়েবলস
১১৭. শেষবারের মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্রকে কী বলা যায়?
ক. যমপত্র খ. চরমপত্র
গ. শেষপত্র ঘ. মূলপত্র
উত্তর :খ. চরমপত্র
১১৮. শাস্তি থেকে অব্যাহতি লাভের জন্য কোনটির আশ্রয় নিতে হবে?
ক. আলটিমেট ক্লিয়ারেস খ. মার্সি পিটিশন
গ. পাইনাল রিভিউ ঘ. গ্রান্ট অর্ডার
উত্তর :খ. মার্সি পিটিশন
১১৯. 'লহমা' শব্দটির অর্থ কী?
ক. তৎক্ষণাৎ খ. মুহূর্ত
গ. সব সময় ঘ. হঠাৎ
উত্তর :খ. মুহূর্ত
১২০. ১৩ই এপ্রিল ১৯৭১-এর ঘটনাবলির মধ্যে রয়েছে-
র. নদীতে প্রচুর লাশ ভেসে যাচ্ছিল
রর. মানুষ দল বেঁধে খেলা দেখতে যাচ্ছিল
ররর. ট্রাকে করে নিয়ে যাচ্ছিল হাত ও চোখ বাঁধা মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : খ. র ও ররর
১২১. জামী অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় হাঁপিয়ে উঠবে না। কারণ-
র. বন্ধুরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে
রর. বন্ধুদের সঙ্গ পেলে সময়টা ভালো কাটবে
ররর. দল বেঁধে ঘুরতে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
১২২. ৭১ সালের ২৫শে মে জাহানারা ইমাম লক্ষ করলেন-
র. স্বাধীন বাংলা বেতারে নতুন কণ্ঠস্বর
রর. একজন একটা কথিকা পড়লেন (চরমপত্র)
ররর. পাপিয়া সরোয়ার রবীন্দ্রসঙ্গীত গাইছেন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
১২৩. মার্সি পিটিশন বিষয়ে শরীফ মত দিতে পারছে না, কারণ-
র. রুমীর আদর্শকে অপমান করা হবে
রর. রুমীর উঁচু মাথা হেট হবে
ররর. খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যায় না
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
১২৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় করিমের উদ্বিগ্নতা ছিল-
র. লেখিকার নিরাপত্তার বিষয়ে
রর. নিজের নিরাপত্তা নিয়ে
ররর. রুমীর মুক্তির ব্যাপারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়