প্রশ্ন :'ডেথ অব ক্যারাভান'-
উত্তর :সাবেক চিলির স্বৈরশাসক পিনোচেটের শাসনামলে (১৯৭৩-৯০) গণহত্যা 'ডেথ অব ক্যারাভান' নামে পরিচিত
প্রশ্ন : ক্ষুদে ভেনিস নামে পরিচিত-
উত্তর :ভেনিজুয়েলা
প্রশ্ন :কলম্বাস ভেনিজুয়েলা আবিষ্কার করেন-
উত্তর :১৪৯৮ সালে
প্রশ্ন :বিশ্বের সবচেয়ে জনবহুল কৃষ্ণাঙ্গ দেশ-
উত্তর :ভেনিজুয়েলা
প্রশ্ন :ভেনিজুয়েলা অবস্থিত-
উত্তর :ক্যারিবিয়ান সাগরের তীরে দ. আমেরিকার উত্তর প্রান্তে
প্রশ্ন :ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সাময়িকভাবে ক্ষমতাচু্যত হন-
উত্তর :২০০২ সালে
প্রশ্ন :পেরু অবস্থিত-
উত্তর :দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
প্রশ্ন :ইন্কা সভ্যতার ভিত্তিভূমি বলা হয়-
উত্তর :পেরুকে
প্রশ্ন :দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ-
উত্তর :ব্রাজিল
প্রশ্ন :ব্রাজিলের রাজ্য রয়েছে-
উত্তর :২৬টি
প্রশ্ন :ব্রাজিলের পতাকায় তারা থাকে-
উত্তর :২৭টি
প্রশ্ন :ব্রাজিলের প্রথম সম্রাট পেদ্রো অল্প সময়ের জন্য রাজা ছিলেন-
উত্তর :পর্তুগালের
প্রশ্ন :সুরিনাম অবস্থিত-
উত্তর :দক্ষিণ আমেরিকায়
প্রশ্ন :সুরিনামের অর্থনীতি নির্ভরশীল-
উত্তর :বহির্বাণিজ্যের ওপর
প্রশ্ন :পৃথিবীর অন্যতম বক্সাইট সমৃদ্ধ দেশ-
উত্তর :সুরিনাম
প্রশ্ন :সুরিনাম জোগান দেয় পৃথিবীর মোট বক্সাইটের-
উত্তর :৫ শতাংশ
প্রশ্ন :ওশেনিয়া মহাদেশ অবস্থিত-
উত্তর :দক্ষিণ গোলার্ধে
প্রশ্ন :আয়তনে বৃহত্তম দেশ-
উত্তর :অস্ট্রেলিয়া
প্রশ্ন :জনসংখ্যায় বৃহত্তম দেশ-
উত্তর :অস্ট্রেলিয়া
প্রশ্ন :সর্বোচ্চ শৃঙ্গ-
উত্তর :পাটজক জাজা (ইরিয়ান)