দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
৬৩. শ্রমিকের মানবিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রক্রিয়া কী? ক) দল সমাজকর্ম খ) বিদ্যালয় সমাজকর্ম গ) শিল্প সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম উত্তর : গ) শিল্প সমাজকর্ম ৬৪. সমাজকর্মের শাখাসমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে উত্তর :ক) দুই ভাগে ৬৫. নিচের কোনটি সমাজকর্মের সাধারণ শাখার অন্তর্ভুক্ত বিষয় নয়? ক) পরিবার ও শিশু সেবা খ) মানসিক স্বাস্থ্য গ) অপরাধ ও কিশোর অপরাধ ঘ) স্বাস্থ্য ও পুনর্বাসন উত্তর :খ) মানসিক স্বাস্থ্য ৬৬. প্রবীণদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? ক) প্রবীণ আইন খ) প্রবীণ সংস্থা গ) প্রবীণ হিতৈষী সংঘ ঘ) প্রবীণকল্যাণ সমাজকর্ম উত্তর :ঘ) প্রবীণকল্যাণ সমাজকর্ম ৬৭. চিকিৎসা সমাজকর্ম বলতে বোঝায় সমস্যাগ্রস্তের- র. মনো-সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ রর. আবেগীয় ও মানসিক ভারসাম্যহীনতার প্রতিকার ও প্রতিরোধে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ ররর আর্থসামাজিক সমস্যায় সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ক) র ও রর ৬৮. বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মীরা কোন সংস্থার অধীনে কাজ করেন? ক) চিকিৎসা অধিদপ্তর খ) সমাজসেবা অধিদপ্তর গ) সমাজ কল্যাণ অধিদপ্তর ঘ) সমাজসেবা পরিদপ্তর উত্তর : খ) সমাজসেবা অধিদপ্তর ৬৯. বাংলাদেশের পরিপূর্ণভাবে চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে? ক) ১৯৫৮ সালে খ) ১৯৫৪ সালে গ) ১৯৪৭ সালে ঘ) ১৯৮৪ সালে উত্তর : ক) ১৯৫৮ সালে ৭০. চিকিৎসা সমাজকর্মের নাম পরিবর্তন করে হাসপাতাল সমাজসেবা করার যৌক্তিকতা নিচের কোনটি? ক) ব্যক্তিগত পুনর্গঠন খ) রাজনৈতিক পুনর্গঠন গ) প্রশাসনিক পুনর্গঠন ঘ) দলীয় পুনর্গঠন উত্তর : গ) প্রশাসনিক পুনর্গঠন ৭১. এনাম কমিটির সুপারিশে গবফরপধষ ঝড়পরধষ ঝবৎারপব নামটি পরিবর্তন করে ঐড়ংঢ়রঃধষ ঝড়পরধষ ঝবৎারপব নামকরণ করা হয় কত সালে? ক) ১৯৮৪ সালে খ) ১৯৮৫ সালে গ) ১৯৮৬ সালে ঘ) ১৯৮৭ সালে উত্তর : ক) ১৯৮৪ সালে নিচের উদ্দীপকটি পড়ে ৭২ ও ৭৩নং প্রশ্নের উত্তর দাও। মিসেস শাহিনা সমাজকর্মের এমন একটি শাখায় কাজ করেন, যার সূচনা ১৯০৫ সালে আমেরিকায়। আর ১৯৫৪ সালে তা বাংলাদেশে কাজ শুরু করে। ৭২. উদ্দীপকে মিসেস শাহিনা সমাজকর্মের কোন রোগের কাজ করেন? ক) ক্লিনিকাল সমাজকর্ম খ) বিদ্যালয় সমাজকর্ম গ) শিল্প সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম উত্তর :ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম ৭৩. সমাজকর্মের উক্ত শাখা সম্পর্কে সঠিক তথ্য হলো- র. উৎ. জরপযধৎফ ঈ. ঈধনড়ঃ দ্বারা আনুষ্ঠানিক যাত্রা রর. শিশুদের ঝরেপড়া রোধে কাজ করে ররর রোগীর চিকিৎসায় অংশগ্রহণ নিশ্চিত করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :খ) র ও ররর ৭৪. প্রবীণকল্যাণের বহির্ভূত হচ্ছে- ক) সুনাগরিক গঠন খ) জীবনমান উন্নয়ন গ) মৌল মানবিক চাহিদা পূরণ ঘ) পুনর্বাসনের ব্যবস্থা উত্তর : ক) সুনাগরিক গঠন ৭৫. শিল্পায়ন ও নগরায়ণের ফলে ভেঙে পড়ছে- র. অনু পরিবার ব্যবস্থা রর. যৌথ পরিবার ব্যবস্থা ররর. পারিবারিক বন্ধন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :গ) রর ও ররর ৭৬. রোগীর সুস্থ তারপর কোনটি করা দরকার? ক) ওষুধ সেবন খ) পুনর্মূল্যায়ন গ) ভালো ভালো খাবার গ্রহণ ঘ) পুনর্বাসন উত্তর :ঘ) পুনর্বাসন ৭৭. চৎবাবহঃরড়হ রং নবঃঃবৎ :যধহ পঁৎব-এর সঠিক অর্থ কী? ক) প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম খ) প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম গ) প্রতিরোধ করা সহজ হাতের কাজ ঘ) প্রতিকার করা সহজতর কাজ উত্তর :খ) প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম ৭৮. হাসপাতাল সমাজসেবা রোগীর মাঝে কি আনায়নে ভূমিকা রাখে? ক) সচেতনতা খ) দায়িত্বশীলতা গ) শিক্ষা ঘ) মূল্যবোধ উত্তর :ক) সচেতনতা ৭৯. চিকিৎসা সমাজকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? ক) রোগীকে আর্থিক সেবা দেওয়া ও চিকিৎসা খ) রোগীকে মানসিক চিকিৎসা দেওয়া গ) রোগীকে তথ্য দেওয়া ও সচেতন করা ঘ) রোগীকে চিকিৎসা পরবর্তী সেবা দেওয়া উত্তর : গ) রোগীকে তথ্য দেওয়া ও সচেতন করা ৮০. চিকিৎসা সমাজকর্মী রোগী সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য কোন কৌশল ব্যবহার করেন? ক) জরিপ খ) সাক্ষাৎকার গ) কেস স্টাডি ঘ) পর্যবেক্ষণ উত্তর :খ) সাক্ষাৎকার ৮১. যেসব দেশের মানুষের জন্য চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব অপরিসীম- র. অনুন্নত রর. উন্নত ররর. উন্নয়নশীল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :গ) রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়