দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৮২. ১৯৭১ সালের ১৭ই মে পত্রিকায় বের হওয়া বিবৃতি পড়ে অনেক বুদ্ধিজীবী ও শিল্পীদের স্তম্ভিত হওয়ার কথা কেন? ক. বিবৃতিতে প্রচুর বানান ভুল ছিল খ. বিবৃতিটি যুদ্ধের পর বের হওয়ার কথা ছিল গ. না পড়েই বিবৃতিতে সই করেছিলেন ঘ. তাদের নামে কটূক্তি করা হয়েছিল উত্তর : গ. না পড়েই বিবৃতিতে সই করেছিলেন ৮৩. জাহানারা ইমাম ১৯৭১ সালের ১৭ই মে পত্রিকায় বের হওয়া বিবৃতির রচয়িতার সঙ্গে কার তুলনা দিয়েছেন? ক. হিটলারের খ. সক্রেটিসের গ. ইয়াহিয়ার ঘ. গোয়েবলসের উত্তর :ঘ. গোয়েবলসের ৮৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় বিবৃতি রচয়িতার সঙ্গে গোয়েবলসের তুলনা দেওয়ার কারণ কী? ক. অসংখ্য বানান ভুল খ. অসাধারণ রচনাশৈলী গ. নির্লজ্জ মিথ্যাচার ঘ. আপসহীন সত্য ভাষণ উত্তর :গ. নির্লজ্জ মিথ্যাচার ৮৫. ১৯৭১ সালের ২৫শে মে ইসলামিক ফাউন্ডেশন কাকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিল? ক. বিশ্বকবিকে নিয়ে খ. পলস্নীকবিকে নিয়ে গ. বিদ্রোহী কবিকে নিয়ে ঘ. মানবতার কবিকে নিয়ে উত্তর : গ. বিদ্রোহী কবিকে নিয়ে ৮৬. 'একজন একটা কথিকা পড়লেন'- কথিকাটির নাম কী? ক. অঙ্গীকারনামা খ. চরমপত্র গ. বাংলার কথা ঘ. আলটিমেটাম উত্তর :খ. চরমপত্র ৮৭. 'চরমপত্র' পাঠক শুদ্ধ বাংলা ভাষায় বলতে বলতে শেষ দিকে কোন ভাষায় দুটি কথা বললেন? ক. খাঁটি চাটগাইয়া ভাষায় খ. খাঁটি ঢাকাইয়া ভাষায় গ. খাঁটি উর্দু ভাষায় ঘ. খাঁটি ইংরেজি ভাষায় উত্তর : খ. খাঁটি ঢাকাইয়া ভাষায় ৮৮. 'গাজুরিয়া মাইর কী জিনিস?'- কার প্রশ্ন? ক. করিমের খ. রুমীর গ. জামীর ঘ. শরীফের উত্তর :গ. জামীর ৮৯. গেরিলারা কেবল কোথায় তৎপর বলে জানতেন জাহানারা ইমাম? ক. ঢাকায় খ. চট্টগ্রামে গ. সীমান্তঘেঁষা অঞ্চলে ঘ. গ্রামাঞ্চলে উত্তর : গ. সীমান্তঘেঁষা অঞ্চলে ৯০. কোন বিষয়টি জাহানারা ইমামের কাছে অত্যন্ত অবিশ্বাস্য বলে মনে হলো? ক. জামীর স্কুল খুলে দেওয়া খ. ঢাকায় গেরিলাদের প্রতিরোধ গড়ে তোলা গ. বিশ্ববিদ্যালয়ের হল খালি হয়ে যাওয়া ঘ. নদীতে মানুষের লাশ ভেসে আসা উত্তর :খ. ঢাকায় গেরিলাদের প্রতিরোধ গড়ে তোলা ৯১. কোন কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জাহানারা ইমাম ও তার স্বামী দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন? ক. জামীকে স্কুলে পাঠানোর ব্যাপারে খ. রুমীর জন্য মার্সি পিটিশন করার ব্যাপারে গ. বাংলাদেশের পতাকা টানানোর ব্যাপারে ঘ. গেরিলাদের সাহায্য করার ব্যাপারে উত্তর :খ. রুমীর জন্য মার্সি পিটিশন করার ব্যাপারে ৯২. রুমীকে ঘিরে বাঁকা ও ফকিরের ভাবনা কী ছিল? ক. যেকোনোভাবে মুক্ত করতে হবে খ. মার্সি পিটিশন করা যাবে না গ. জেলের ভেতরেই নিরাপদে থাকবে ঘ. মার্সি পিটিশনে লাভ হবে না উত্তর : ক. যেকোনোভাবে মুক্ত করতে হবে ৯৩. শরীফ মার্সি পিটিশনের বিপক্ষে কেন? ক. ছেলেকে ভালোবাসে না বলে খ. ছেলের আদর্শের অপমান হয় বলে গ. কোনো লাভ হবে না বলে ঘ. অনেক টাকা লাগবে বলে উত্তর :খ. ছেলের আদর্শের অপমান হয় বলে ৯৪. কোনটি করা হলে রুমী কোনো দিন তার মা-বাবাকে ক্ষমা করতে পারত না? ক. প্রাণভিক্ষার আবেদন খ. বাড়ি বদল গ. দেশত্যাগ ঘ. তার সঙ্গে যোগাযোগ উত্তর :ক. প্রাণভিক্ষার আবেদন ৯৫. মতিউর রহমানের পদবি ছিল কোনটি? ক. লেফটেন্যান্ট কর্নেল খ. ফ্লাইট লেফটেন্যান্ট গ. অ্যাডমিরাল জেনারেল ঘ. মেজর জেনারেল উত্তর :খ. ফ্লাইট লেফটেন্যান্ট ৯৬. 'একাত্তরের দিনগুলি' রচনায় শরীফ কার কাছ থেকে মতিউর রহমানের কথা শুনেছে? ক. ডা. সুজা খ. ডা. রাব্বি গ. ডা. জব্বার ঘ. ডা. মনিরুজ্জামান উত্তর :খ. ডা. রাব্বি ৯৭. 'একাত্তরের দিনগুলি' রচনায় ডা. রাব্বি কার ভাস্তে? ক. শরীফের খ. করিমের গ. ফকিরের ঘ. সুজার উত্তর :ঘ. সুজার ৯৮. 'একাত্তরের দিনগুলি' রচনায় শরীফের বন্ধু কে? ক. রুমী খ. সুজা গ. রাব্বি ঘ. জামী উত্তর : খ. সুজা ৯৯. 'একাত্তরের দিনগুলি' রচনায় ডা. রাব্বির সঙ্গে শরীফের কোথায় দেখা হয়? ক. ফকিরের অফিসে খ. সুজার অফিসে গ. বাঁকার অফিসে ঘ. মঞ্জুরের অফিসে উত্তর : ক. ফকিরের অফিসে ১০০. ১৯৭১ সালের কোন তারিখে শহীদ মতিউর রহমানের চলিস্নশা অনুষ্ঠিত হয়? ক. ২৭শে সেপ্টেম্বর খ. ২৮শে সেপ্টেম্বর গ. ২৯শে সেপ্টেম্বর ঘ. ৩০শে সেপ্টেম্বর উত্তর : ঘ. ৩০শে সেপ্টেম্বর ১০১. শহিদ মতিউর রহমানের স্ত্রীর নাম কী? ক. ডলি খ. মলি গ. পলি ঘ. মিলি উত্তর :ঘ. মিলি ১০২. ডলি ও মনিরুজ্জামান স্যার ওপারে যায়নি- জাহানারা ইমাম এ ব্যাপারে নিশ্চিত হলেন কিসের ওপর নির্ভর করে? ক. মুক্তিফৌজের আক্রমণ খ. পাকিস্তানিদের আত্মসমর্পণ গ. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ঘ. মতিউরের পরিবারের স্বদেশ ফেরা উত্তর :গ. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ১০৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আবু মোহাম্মদ আলী ছদ্মনামে ইংরেজি খবর ও ভাষ্য পাঠ করতেন কে? ক. আলী যাকের খ. আবদুল জব্বার গ. অজিত রায় ঘ. হাসান ইমাম উত্তর : ক. আলী যাকের ১০৪. আলমগীর কবির কোন ছদ্মনামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠযুদ্ধে যোগ দেন? ক. সালেহ আহমেদ খ. আবদুল জব্বার গ. আলী আহসান ঘ. আহমেদ চৌধুরী উত্তর : ঘ. আহমেদ চৌধুরী হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়