জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ- উত্তর :ফকল্যান্ড দ্বীপ প্রশ্ন :১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুদ্ধ হয়- উত্তর :ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে প্রশ্ন :ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবস্থিত- উত্তর :দক্ষিণ আটলান্টিক মহাসাগরে (দক্ষিণ আমেরিকা) প্রশ্ন :ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ 'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ' অন্য নাম- উত্তর :মালভিনাস প্রশ্ন :লাতিন আমেরিকার বিপস্নবী নেতা চেগুয়েভারা জন্মগ্রহণ করেন- উত্তর :আর্জেন্টিনা প্রশ্ন :আর্জেন্টিনা সরকারের সভাস্থলের নাম- উত্তর :চধষধপপধ উবষ ঈড়হমৎবংং. প্রশ্ন : আর্জেন্টিনার ইতিহাসে প্রথম ফার্স্ট লেডি হিসেবে মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন- উত্তর : ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিশানর (বর্তমান প্রেসিডেন্ট) প্রশ্ন :কলম্বিয়ার অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দান করেন- উত্তর : সাইমন বলিভার প্রশ্ন : মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য লাতিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ- উত্তর :কলম্বিয়া প্রশ্ন :দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার উপকূল প্রশান্ত ও আটলান্টিক উভয় মহাসাগরে অবস্থিত- উত্তর :কলম্বিয়া প্রশ্ন :দক্ষিণ আমেরিকার যে দেশ ড্রাগ মাফিয়ার কবলে পতিত- উত্তর :কলম্বিয়া প্রশ্ন :পৃথিবীর সরু দেশ- উত্তর :চিলি প্রশ্ন : মানবাধিকার লঙ্ঘনের দায়ে চিলির অগাস্টো পিনোচেট ক্ষমতাচু্যত হন- উত্তর :১৯৮৯ সালে প্রশ্ন :অগাস্টো পিনোচেট লন্ডনে গ্রেপ্তার হন- উত্তর :১৯৯৮ সালে প্রশ্ন :পিনোচেটের বিরুদ্ধে অভিযোগ ছিল- উত্তর :চিলি, স্পেন ও ফ্রান্সের প্রায় ২০ হাজার লোক হত্যার প্রশ্ন :পিনোচেটের বিরুদ্ধে মামলা হয়- উত্তর : ব্রিটেনের আদালতে