১১. লাকী বেগম মাটি ও পোড়ামাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে বাজারে বিক্রয় করে অনেক টাকা উপার্জন করেন, তার এই কাজটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?
ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প
গ. তাঁত শিল্প ঘ. কুটির শিল্প
উত্তর :ঘ. কুটির শিল্প
১২. রানা গাজীপুরে চটের তৈরি বস্তা ও নানারকম ব্যাগের ব্যবসা করে। রানার ব্যবসায় উৎপাদিত পণ্যগুলো কোন শিল্পের?
ক. পাট শিল্পের খ. বস্ত্র শিল্পের
গ. কুটির শিল্পের ঘ. তাঁত শিল্পের
উত্তর :গ. কুটির শিল্পের
১৩. দেশের চন্দ্রঘোনা, খুলনা ও পাকশীর কলে উৎপাদিত শিল্পপণ্য দেশের চাহিদা অনেকখানি পূর্ণ করে। এখানে কোন শিল্পের কথা বলা হয়েছে?
ক. পাট শিল্প খ. সিমেন্ট শিল্প
গ. কাগজ শিল্প ঘ. চিনি শিল্প
উত্তর :গ. কাগজ শিল্প
১৪. দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে গম চাষ ছাড়া আর কোনটির চাষ ভালো হয়?
ক. ডাল খ. ধান
গ. আলু ঘ. পাট
উত্তর : খ. ধান
১৫. বাংলাদেশের কোন শিল্পে কয়েক লক্ষ নারী শ্রমিকের কাজের সংস্থান হয়েছে?
ক. কুটির শিল্পে খ. ক্ষুদ্র শিল্পে
গ. ওষুধ শিল্পে ঘ. পোশাক শিল্পে
উত্তর :ঘ. পোশাক শিল্পে
১৬. বাংলাদেশের প্রায় সর্বত্র ধান উৎপাদন হয়। এর কারণ হিসেবে নিচের কোন তথ্যটি তুমি সমর্থন কর?
ক. বাংলাদেশের জলবায়ু খ. উন্নত কৃষি প্রযুক্তি
গ. কৃষকদের প্রশিক্ষণ ঘ. কৃত্রিম সেচ ব্যবস্থা
উত্তর :ক. বাংলাদেশের জলবায়ু
১৭. নিচের কোন শিল্পটি জনপ্রিয় সিল্ক শাড়ির চাহিদা মেটায়?
ক. তাঁত শিল্প খ. রেশম শিল্প
গ. সাবান শিল্প ঘ. চামড়া শিল্প
উত্তর :খ. রেশম শিল্প
১৮. এ দেশের মাটিতে উৎপাদিত রপ্তানিযোগ্য কৃষিদ্রব্য-
ক. গম খ. আলু
গ. তেলবীজ ঘ. মসলা
উত্তর :গ. তেলবীজ
১৯. শিল্পায়নের ফলে বাংলাদেশ যে সুবিধাটি পাচ্ছে তা হলো-
ক. বেকারত্ব কমেছে খ. শ্রমিকদের দক্ষতা বাড়ছে
গ. বৈদেশিক মুদ্রা অর্জন করছে ঘ. জীবনযাত্রার মান উন্নত হচ্ছে
উত্তর :ঘ. জীবনযাত্রার মান উন্নত হচ্ছে
২০. কাঁসা শিল্পের জন্য বিখ্যাত একটি স্থানে তুমি বেড়াতে গেলে। স্থানটি কোথায়?
ক. রাজশাহী জেলার চারঘাট খ. কুড়িগ্রাম জেলার উলিপুর
গ. রংপুর জেলার কাউনিয়া ঘ. জামালপুর জেলার ইসলামপুর
উত্তর :ঘ. জামালপুর জেলার ইসলামপুর
২১. বাংলাদেশকে- নির্ভর দেশ বলা হয়।
ক. শিল্প খ. কৃষি
গ. বৈদেশিক ঘ. সবগুলো
উত্তর :খ. কৃষি
২২. জমির শেখ অর্থকরী কৃষিদ্রব্য উৎপাদন করেন। তিনি কোন ফসলটি চাষ করবেন?
ক. তৈলবীজ খ. ডাল
গ. পাট ঘ. গম
উত্তর :খ. ডাল
২৩. চন্দ্রঘোনা, পাকশি ও খুলনায় একটি অভিন্ন শিল্প রয়েছে। সেটি কী?
ক. চিনি খ. সার
গ. কাগজ ঘ. সিমেন্ট
উত্তর :গ. কাগজ
২৪. আসলাম পাট শিল্পের সাথে জড়িত। সে বাংলাদেশের কোন জেলার বাসিন্দা?
ক. চাঁদপুর খ. কুমিলস্না
গ. দিনাজপুর ঘ. চট্টগ্রাম
উত্তর:ক. চাঁদপুর
২৫. জামি প্রায়ই ভাতের সাথে মরিচ খায়। মরিচ কী হিসেবে উৎপাদন করা হয়?
ক. খাদ্যশস্য খ. অর্থকরী ফসল
গ. মসলা ঘ. বীজ
উত্তর:খ. অর্থকরী ফসল
২৬. চন্দ্রঘোনা কী জন্য বিখ্যাত?
ক. তাঁত শিল্পের জন্য খ. কাগজ কলের জন্য
গ. রেশম শিল্পের জন্য ঘ. কাঁসা শিল্পের জন্য
উত্তর:খ. কাগজ কলের জন্য
২৭. মিনু প্রতিদিন কুটির শিল্পের উৎপন্ন একটি পণ্য ব্যবহার করে। পণ্যটি কী?
ক. চেয়ার খ. টেলিভিশন
গ. ওষুধ ঘ. কাগজ
উত্তর :ঘ. কাগজ
২৮. রমজান আলী বাংলাদেশের বস্ত্র শিল্পের সাথে জড়িত। তিনি কী দিয়ে কাজ করেন?
ক. কাঠ খ. রেশম
গ. তাঁত ঘ. পোশাক
উত্তর :গ. তাঁত
২৯. কোনটি আমাদের প্রধান রপ্তানি পণ্য?
ক. শিল্পের কাঁচামাল খ. পাটজাত পণ্য
গ. তৈরি পোশাক ঘ. চামড়াজাত পণ্য
উত্তর :গ. তৈরি পোশাক
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়