দ্বাদশ শ্রেণির সমাজকর্ম (দ্বিতীয় পত্র)
প্রকাশ | ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
৪৩. উদ্দীপকে 'ক'-এর সাথে নিচের কোনটির মিল রয়েছে?
ক) শিল্প সমাজকর্মের খ) বিদ্যালয় সমাজকর্মের
গ) চিকিৎসা সমাজকর্মের ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্মের
উত্তর :খ) বিদ্যালয় সমাজকর্মের
৪৪. উদ্দীপক টেবিলের 'ক' এবং 'খ' দ্বারা দেখানো হয়েছে-
র. মানবিক সমস্যা সমাধানের সাথে বিদ্যালয়ের সম্পর্ক
রর. মানবিক সমস্যা সমাধানের বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক
ররর. সমাজকর্মের সাথে বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :গ) রর ও ররর
৪৫. চিকিৎসা সমাজকর্মের ধারণার ভিত্তি স্থাপিত হয়-
ক) গ্রেট ব্রিটেন খ) ভারতে
গ) জার্মানিতে ঘ) আমেরিকায়
\হউত্তর :ক) গ্রেট ব্রিটেন
৪৬. চিকিৎসা সমাজকর্মের ধারণা-
র. সাম্প্রতিককালের
রর. প্রাচীনকালের
ররর. প্রাগৈতিহাসিককালের
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র
৪৭. চিকিৎসা সমাজকর্মের সূত্রপাত হয় কত সালে?
ক) ১৮৮০ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর : ক) ১৮৮০ সালে
৪৮. সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়-
ক) চক্ষু হাসপাতালে খ) হৃদরোগ হাসপাতালে
গ) শিশু হাসপাতালে ঘ) মানসিক হাসপাতালে
উত্তর : ঘ) মানসিক হাসপাতালে
৪৯. আমেরিকায় চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৮৯৩ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৮৮০ সালে
উত্তর : ক) ১৮৯৩ সালে
৫০. বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯৫৪ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে
উত্তর : ক) ১৯৫৪ সালে
৫১. সমাজকল্যাণ পরিদপ্তর গঠিত হয় কত সালে?
ক) ১৯৫০ সালে খ) ১৯৫৫ সালে
গ) ১৯৬০ সালে ঘ) ১৯৬১ সালে
উত্তর :ঘ) ১৯৬১ সালে
৫২. এনাম কমিটির সুপারিশে চিকিৎসা সমাজকর্মের নামকরণ হাসপাতাল সমাজসেবা করা হয় কত সালে?
ক) ১৯৫৫ সালে খ) ১৯৭৫ সালে
গ) ১৯৮০ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর : ঘ) ১৯৮৪ সালে
৫৩. সমাজকর্মের সবচেয়ে অনুশীলন ধর্মী প্রায়োগিক শাখা কোনটি?
ক) ক্লিনিক্যাল সমাজকর্ম
খ) হাসপাতাল সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম
ঘ) প্রবীণকল্যাণ সমাজকর্ম
উত্তর : ক) ক্লিনিক্যাল সমাজকর্ম
৫৪. ঘঅঝড কত সালে ক্লিনিক্যাল সমাজকর্ম ধারণাটি প্রবর্তন করেন?
ক) ১৮৮০ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর :ঘ) ১৯৮৪ সালে
৫৫. সমাজকর্মের কোন পদ্ধতির ওপর ভিত্তি করে চিকিৎসা সমাজকর্ম কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে?
ক) ব্যক্তি সমাজকর্ম
খ) দল সমাজকর্ম
গ) সমষ্টি সমাজকর্ম
ঘ) সামাজিক গবেষণা
উত্তর :ক) ব্যক্তি সমাজকর্ম
৫৬. চিকিৎসা সমাজকর্মের সম্প্রসারণ এবং বিকাশের দ্বিতীয় পর্যায় ও ক্ষেত্র তৈরি হয়-
ক) চীনে খ) যুক্তরাজ্যে
গ) যুক্তরাষ্ট্রে ঘ) জাপানে
উত্তর : গ) যুক্তরাষ্ট্রে
৫৭. একজন চিকিৎসা সমাজকর্মীর অন্যতম কাজ হলো-
র. দরিদ্র ও অসহায় রোগীদের চিহ্নিতকরণ
রর. সচ্ছল রোগের চিহ্নিতকরণ
ররর. রোগীদের সমস্যা নিরূপণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
\হউত্তর :খ) র ও ররর
৫৮. প্রবীণদের সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের ক্ষেত্রে জরুরি হলো-
র. প্রবীণ ব্যক্তির সমস্যা জানা
রর. প্রবীণদের সমস্যার কারণ উদ্ঘাটন করা
ররর. প্রবীণদের জন্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
৫৯. চিকিৎসা সমাজকর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি?
ক) হাসপাতাল সমাজকর্ম খ) বিদ্যালয় সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) প্রবীণকল্যাণ সমাজকর্ম
উত্তর : ক) হাসপাতাল সমাজকর্ম
৬০. চিকিৎসা সমাজকর্মীরা প্রয়োজনে কাদের মানসিকভাবে সাহায্য করে থাকে?
ক) ধনীদের খ) পরিবারকে
গ) ভিক্ষুকদের ঘ) বিত্তশালীদের
উত্তর : খ) পরিবারকে
৬১. ক্লিনিক্যাল সমাজকর্ম সমাজকর্মীরা মূলত কোন সমাজকর্মে কাজ করে থাকে?
ক) দল সমাজকর্মে খ) বিদ্যালয় সমাজকর্মে
গ) শিল্প সমাজকর্মে ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্মে
উত্তর :ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্মে
৬২. মনো-সামাজিক সমস্যা সমাধানের জন্য কারা কাজ করে?
ক) সমাজকর্মী খ) চিকিৎসক
গ) পরিবারের সদস্যরা ঘ) আইনজীবী
উত্তর : ক) সমাজকর্মী
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়