সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

একাত্তরের দিনগুলি

৫৬. করিম জাহানারা ইমামের পরিবারের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হলো কেন?

ক. কাছেই বুড়িগঙ্গা নদী বলে

খ. কাছেই বিশ্ববিদ্যালয়ের হল বলে

গ. কাছেই মিলিটারি ক্যাম্প বলে

ঘ. কাছেই সেনানিবাস বলে

উত্তর : খ. কাছেই বিশ্ববিদ্যালয়ের হল বলে

৫৭. সব খালি, বিরান- 'একাত্তরের দিনগুলি' রচনায় কিসের কথা বলা হয়েছে?

ক. সেনানিবাস খ. সরকারি কোয়ার্টার

গ. বিশ্ববিদ্যালয়ের হল ঘ. রেডিও স্টেশন

উত্তর :গ. বিশ্ববিদ্যালয়ের হল

৫৮. জাহানারা ইমামের বাসা কোন এলাকায় ছিল?

ক. শান্তিনগর খ. এলিফ্যান্ট রোড

গ. হাতিরপুল ঘ. মগবাজার

উত্তর :খ. এলিফ্যান্ট রোড

৫৯. জাহানারা ইমামকে 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত করিম কী বলে সম্বোধন করে?

ক. চাচিজান খ. খালাজান

গ. মামিজান ঘ. ফুফুজান

উত্তর :ঘ. ফুফুজান

৬০. 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত করিমের দুলাভাইয়ের বাসা কোথায়?

ক. শান্তিনগর খ. এলিফ্যান্ট রোড

গ. শান্তিবাগ ঘ. ইস্কাটন রোড

উত্তর : ক. শান্তিনগর

৬১. 'একাত্তরের দিনগুলি' রচনায় করিম এলিফ্যান্ট রোড ছেড়ে শান্তিনগর যেতে চাইছিল কেন?

ক. বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায়

খ. ভালো বাসা পেয়ে যাওয়ায়

গ. নিরাপত্তাজনিত কারণে

ঘ. পারিবারিক কারণে

উত্তর :গ. নিরাপত্তাজনিত কারণে

৬২. 'খুব দামি কথা বলেছেন ফুফুজান।'- কথাটা কী?

ক. না, মার্সি পিটিশন কর খ. ভয়টা আসলে মনে

গ. বাগান করা একটা নেশা ঘ. হল তো সব খালি, বিরান

উত্তর :খ. ভয়টা আসলে মনে

৬৩. 'একাত্তরের দিনগুলি' রচনায় ঢাকার মানুষ খামোখা কোথায় গুলি খেয়ে মরতে গেল?

ক. যাত্রাবাড়ীতে

খ. চট্টগ্রামে

গ. জিঞ্জিরায় ঘ. গাজীপুরে

উত্তর :গ. জিঞ্জিরায়

৬৪. সদরঘাট, সোয়ারীঘাটে দাঁড়ানো যায় না কেন?

ক. পচা মাছের দুর্গন্ধে খ. বিষাক্ত রাসায়নিকের দুর্গন্ধে

গ. দূষিত পানির দুর্গন্ধে ঘ. পচা লাশের দুর্গন্ধে

উত্তর : ঘ. পচা লাশের দুর্গন্ধে

৬৫. জাহানারা ইমাম মাছ খাওয়া বাদ দিয়েছিলেন কেন?

ক. মাছের দাম বেড়ে গিয়েছিলেন বলে

খ. মাছে ফরমালিন মেশানো হতো বলে

গ. নদীতে মানুষের লাশ ভাসছিল বলে

ঘ. পাকিস্তান থেকে আমদানি হতো বলে

উত্তর :গ. নদীতে মানুষের লাশ ভাসছিল বলে

৬৬. ১৯৭১ সালের ১০ই মে কী বার ছিল?

ক. শনিবার খ. রবিবার

গ. সোমবার ঘ. মঙ্গলবার

উত্তর :গ. সোমবার

৬৭. ১৯৭১ সালের ১০ই মে জাহানারা ইমাম সকালের নাশতা শেষে কোথায় গেলেন?

ক. স্কুলে খ. বাগানে

গ. বারান্দায় ঘ. বাজারে

উত্তর :খ. বাগানে

৬৮. মাখনের মতো রঙের গোলাপ কোনটি?

ক. বনি প্রিন্স খ. এলা হার্কনেস

গ. পিস ঘ. ল্যাভেন্ডার

উত্তর :গ. পিস

৬৯. এনা হার্কনেস কোন রঙের গোলাপ?

ক. টকটকে লাল খ. গাঢ় বেগুনি

গ. কালচে মেরুন ঘ. সাদা

উত্তর :গ. কালচে মেরুন

৭০. কোন ফুলটির রং ফিকে বেগুনি?

ক. পামকালি খ. সিমোন

গ. এনা হার্কনেস ঘ. পিস

উত্তর :খ. সিমোন

৭১. ল্যাভেন্ডার জাতীয় গোলাপের রং কেমন?

ক. সাদা খ. বেগুনি

গ. লাল ঘ. হলুদ

উত্তর :খ. বেগুনি

৭২. 'বুকানিয়ার' কোন রঙের গোলাপ?

ক. সাদা খ. কালো

গ. হলুদ ঘ. লাল

উত্তর :গ. হলুদ

৭৩. 'পাসকালি' নামক গোলাপের রং কেমন?

ক. সাদা খ. বেগুনি

গ. লাল ঘ. হলুদ

উত্তর :ক. সাদা

৭৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় কলিদানিতে কিসের আধফোটা একটি কলি আছে?

ক. প্রিন্স খ. এনা হার্কনেস

গ. বনি প্রিন্স ঘ. বুকানিয়ার

উত্তর :গ. বনি প্রিন্স

৭৫. একাত্তরের দিনগুলি রচনায় লেখিকা কোনটিকে নেশা বলেছেন?

ক. বাড়ি পরিবর্তন খ. মাছধরা

গ. বাগান করা ঘ. রেডিও শোনা

উত্তর : গ. বাগান করা

৭৬. সারাদেশ থেকে কী উধাও?

ক. মাছ খ. পিস

গ. রোগ ঘ. লাভ

উত্তর :খ. পিস

৭৭. 'একাত্তরের দিনগুলি' রচনায় কত তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হলো?

ক. ১ তারিখ খ. ৫ তারিখ

গ. ৯ তারিখ ঘ. ১৫ তারিখ

উত্তর : ক. ১ তারিখ

৭৮. 'একাত্তরের দিনগুলি' রচনায় কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম দেওয়া হয়েছে?

ক. ১ তারিখ খ. ৫ তারিখ

গ. ৯ তারিখ ঘ. ১০ তারিখ

উত্তর :গ. ৯ তারিখ

৭৯. জামীর স্কুলে যাওয়ার ব্যাপারে পরিবারের সবার সিদ্ধান্ত কী ছিল?

ক. স্কুলে যাবে খ. স্কুলে যাবে না

গ. মাসখানেক পরে যাবে ঘ. আর কখনো যাবে না

উত্তর : খ. স্কুলে যাবে না

৮০. জামীকে স্কুলে পাঠানোর বিপক্ষে সবাই মত দিল কেন?

ক. দেশের অবস্থা স্বাভাবিক নয় বলে

খ. জামী পড়াশোনায় খারাপ করছে বলে

গ. স্কুলে পড়াশোনার মান কমে যাওয়ায়

ঘ. স্কুলে মিলিটারিরা ক্যাম্প করায়

উত্তর :ক. দেশের অবস্থা স্বাভাবিক নয় বলে

৮১. ১৯৭১ সালের ১৭ই মে পত্রিকায় কাদের নাম দিয়ে বিবৃতি দেওয়া হয়?

ক. খেলোয়াড়দের খ. বুদ্ধিজীবী ও শিল্পীদের

গ. রাজনীতিবিদদের ঘ. ডাক্তার ও প্রকৌশলীদের

উত্তর :খ. বুদ্ধিজীবী ও শিল্পীদের

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে