সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

ফিদেল আলেজান্দ্রো কাস্ত্রো রুজ (জন্ম: আগস্ট ১৩, ১৯২৬ - মৃতু্য: নভেম্বর ২৫, ২০১৬) একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপস্নবী। কিউবা বিপস্নবের প্রধান নেতা ফিদেল ফেব্রম্নয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ফেব্রম্নয়ারি ২০০৮-এ তার স্বেচ্ছায় সরে যাওয়ার আগে পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন।
শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন :'আইল অব ইউথ'-

উত্তর :কিউবার অংশ

প্রশ্ন :বিশ্বের প্রধানতম চিনি উৎপাদনকারী দেশ-

উত্তর :কিউবা

প্রশ্ন :গুয়ানতানামোবে বন্দিশালা অবস্থিত-

উত্তর :কিউবা

প্রশ্ন :'ক্যাম্প এক্স-রে'-

উত্তর :কিউবার গুয়ানতানামোবে বন্দিশালায় তালেবান বন্দিদের আটক রাখার স্থান

প্রশ্ন :মুক্তার দেশ বলা হয়-

উত্তর :কিউবাকে

প্রশ্ন :পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিং বার্ডের আবাসস্থল-

উত্তর :কিউবা

প্রশ্ন :'ফিদেল ক্যাস্ট্রো' কিউবার শাসনক্ষমতা গ্রহণ করেন-

উত্তর :১৯৫৯ (প্রধানমন্ত্রী)

প্রশ্ন :ফিদেল ক্যাস্ট্রো কিউবার প্রেসিডেন্ট হন-

উত্তর :১৯৬০ সালে

প্রশ্ন :জনসংখ্যার অধিকাংশ নিগ্রো-

উত্তর :হাইতির

প্রশ্ন :'দ্য পপুলার রেবিলিয়ন'-

উত্তর :হাইতির বিদ্রোহী দল

প্রশ্ন :কোস্টারিকা অর্থ-

উত্তর :ধনী উপকূল

প্রশ্ন :কোস্টারিকা অবস্থিত-

উত্তর :নিকারাগুয়া ও পানামার মধ্যবর্তী অঞ্চলে

প্রশ্ন :মধ্য আমেরিকার যে দেশের স্থায়ী সৈন্যবাহিনী নেই-

উত্তর :কোস্টারিকা

প্রশ্ন :নিকারাগুয়া অবস্থিত-

উত্তর :মধ্য আমেরিকার কেন্দ্রস্থলে

প্রশ্ন :মরুযুদ্ধের জন্য 'ডেজার্ট ফক্স' নামে পরিচিত-

উত্তর :ফিল্ড মার্শাল রোমেল

প্রশ্ন :এল সালভাদরের মুক্তি সংগ্রামে ন্যাশনাল লিবারেশন ফ্রন্টকে (ঘখঋ) সাহায্য করেছে-

উত্তর :নিকারাগুয়া

প্রশ্ন :পশ্চিম গোলার্ধের সবচেয়ে উঁচু শৃঙ্গ অ্যাঙ্কারাগুয়া অবস্থিত-

উত্তর :আর্জেন্টিনা

প্রশ্ন :আর্জেন্টিনা ফকল্যান্ডের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়-

উত্তর :১৯৮২ সালে

প্রশ্ন :দক্ষিণ আমেরিকা তথা বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান-

উত্তর :ইসাবেলা পেরন (আর্জেন্টিনা, ১৯৭৪ সালে)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে