২৪. বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কোন শহরে?
ক) চট্টগ্রামে খ) রাজশাহী
গ) খুলনা ঘ) বরিশাল
উত্তর :ক) চট্টগ্রামে
২৫. বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত বলা হয়-
ক) ডা. চার্লস ইমার্সনকে খ) মেরি রিচমন্ডকে
গ) লিলিয়ান ওয়াল্ডকে ঘ) ডা. রিচার্ড সি ক্যাবটকে
উত্তর :খ) মেরি রিচমন্ডকে
২৬. কে প্রথম চিকিৎসায় সমাজকর্মীর গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন?
ক) মেরি রিচমন্ড খ) ডাক্তার চার্লস ইমার্সসন
গ) লিলিয়ান ওয়াল্ড ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট
উত্তর :ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট
২৭. আমেরিকায় চিকিৎসা সমাজকর্মী সমিতি গঠিত হয় কত সালে?
ক) ১৯১৫ সালে খ) ১৯১৬ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে
উত্তর :ঘ) ১৯১৮ সালে
২৮. সমাজকর্মের কোন শাখায় মনোসামাজিক বিষয় বিবেচনা করা হয়?
\হক) সাইকিয়াট্রিক সমাজকর্ম খ) ক্লিনিক্যাল সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) চিকিৎসা সমাজকর্ম
উত্তর :খ) ক্লিনিক্যাল সমাজকর্ম
২৯. বিদ্যালয় সমাজকর্মের উদ্দেশ্য হচ্ছে-
\হর. শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা
রর. শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাওয়ানো
ররর. শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সাধন করা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র, রর ও ররর
উত্তর :খ) রর
৩০. জাতিসংঘের মতে প্রবীণ হলো তারা যাদের বয়স-
ক) ৫৫ বছর খ) ৫৭ বছর
গ) ৫৯ বছর ঘ) ৬০ বছর
উত্তর : ঘ) ৬০ বছর
৩১. চিকিৎসা পরবর্তী সময়ে মানসিক রোগীদের জন্য কি প্রয়োজন হয়?
ক) অর্থ সাহায্য
খ) আর্থসামাজিক পুনর্বাসন
গ) প্রশিক্ষণ ঘ) কারিগরি শিক্ষা
উত্তর : খ) আর্থসামাজিক পুনর্বাসন
৩২. প্রবীণদের কল্যাণে পরিচালিত সমাজকর্ম হলো-
ক) এবৎড়হঃড়ষড়মরপধষ ঝড়পরধষ ডড়ৎশ
খ) ঈষরহরপধষ ঝড়পরধষ ডড়ৎশ
গ) ওহফঁংঃৎরধষ ঝড়পরধষ ডড়ৎশ
ঘ) ঐড়ংঢ়রঃধষ ঝড়পরধষ ডড়ৎশ
উত্তর :ক) এবৎড়হঃড়ষড়মরপধষ ঝড়পরধষ ডড়ৎশ
৩৩. সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট?
ক) বিদ্যালয় সমাজকর্ম খ) ক্লিনিক্যাল সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম
উত্তর :ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম
৩৪. কাদের সুবিধা ও অধিকার নিয়ে কাজ করে শিল্প সমাজকর্ম?
ক) কর্মীদের খ) মালিকদের
গ) মালিক-কর্মী উভয়ের ঘ) উচ্চপদের কর্মীদের
উত্তর :ক) কর্মীদের
৩৫. একজন চিকিৎসা সমাজকর্মীর অন্যতম কাজ হলো-
র. দরিদ্র ও অসহায় রোগীদের চিহ্নিতকরণ
রর.সচ্ছল রোগের চিহ্নিতকরণ
ররর. রোগীদের সমস্যা নিরূপণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :খ) র ও ররর
৩৬. প্রবীণদের সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের ক্ষেত্রে জরুরি হলো-
র. প্রবীণ ব্যক্তির সমস্যা জানা
রর. প্রবীণদের সমস্যার কারণ উদ্ঘাটন করা
ররর. প্রবীণদের জন্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৩৭. বাংলাদেশ কত সালে চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়?
ক) ১৯৫৫ সালে খ) ১৯৫৭ সালে
গ) ১৯৬১ সালে ঘ) ১৯৭৭ সালে
উত্তর :গ) ১৯৬১ সালে
৩৮. শিল্প সমাজকর্মী হলেন একজন-
র. প্রশাসক রর. পরামর্শক ররর. উপদেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :গ) রর ও ররর
৩৯. চিকিৎসা সমাজকর্মের আবির্ভাবে কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি?
\হক) মেরি রিচমন্ড খ) ডা. চার্লস ইমার্সন
গ) লিলিয়ান ওয়াল্ড ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট
উত্তর :ক) মেরি রিচমন্ড
৪০. কত সালে 'ঝড়পরধষ উরধমহড়ংরং' গ্রন্থটি প্রকাশিত হয়?
ক) ১৯১৫ সালে খ) ১৯১৬ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে
উত্তর :গ) ১৯১৭ সালে
শ্রমিক/কর্মী
?
মালিক ব্যবস্থাপনা
৪১. ''?" চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?
ক) পেশাগত সমাজকর্মী গ) ১৯১৭ সালে
গ) গভর্নিং বডি ঘ) ট্রেড ইউনিয়ন লিডার
উত্তর :গ) ১৯১৭ সালে
৪২. শিল্প সংগঠনে সংশ্লিষ্ট সমাজকর্মীর ভূমিকা কী রূপ?
ক) শ্রমিক অসন্তোষ হ্রাস খ) উৎপাদন ক্ষমতা বৃদ্ধি
গ) কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ঘ) সাংগঠনিক দ্বন্দ্ব নিরসন
উত্তর :ক) শ্রমিক অসন্তোষ হ্রাস
উদ্দীপকের টেবিলটি পড়ে এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও।
'ক'
র. শিক্ষার্থীদের স্কুল পরিবেশে সামঞ্জস্য বিধানে সহায়তা করে, শিক্ষার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখে।
রর. শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে।
'খ'
র. বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক পেশা।
রর. সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা মোকাবিলা করে।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়