সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৯. ঢাকায় কোন স্কুলে জাহনারা ইমাম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন?

ক. ভিকারুননিসা নূন স্কুল

খ. সিদ্ধেশ্বরী গার্লস স্কুল

গ. আজিমপুর গভ. গার্লস স্কুল

ঘ. খিলগাঁও গার্লস স্কুল

উত্তর:খ. সিদ্ধেশ্বরী গার্লস স্কুল

১০. জাহানারা ইমাম কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও এমএ ডিগ্রি লাভ করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়

গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উত্তর: ক. ঢাকা বিশ্ববিদ্যালয়

১১. জাহানারা ইমাম কোন বিষয়ে ডিগ্রি লাভ করেন?

ক. ইতিহাস খ. সমাজবিজ্ঞান

গ. বাংলা ঘ. জনপ্রশাসন

উত্তর:গ. বাংলা

১২. জাহানারা ইমাম কোন কলেজে অধ্যাপনা করেন?

ক. নটর ডেম কলেজ

খ. ঢাকা কলেজ

গ. ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ

ঘ. সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ

উত্তর: গ. ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ

১৩. জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম কী?

ক. রুমী খ. সজল

গ. সাদিক ঘ. জামী

উত্তর:ক. রুমী

১৪. রুমী কখন শহিদ হন?

ক. মুক্তিযুদ্ধের প্রথম দিকে খ. মুক্তিযুদ্ধের মধ্যভাগে

গ. মুক্তিযুদ্ধের শেষদিকে ঘ. মুক্তিযুদ্ধের পরপর

উত্তর: গ. মুক্তিযুদ্ধের শেষদিকে

১৫. জাহানারা ইমাম কী হিসেবে পরিচিত?

ক. লৌহমানবী খ. শহিদ জননী

গ. জাতীয় শিক্ষক ঘ. প্রধান কবি

উত্তর: খ. শহিদ জননী

১৬. জাহানারা ইমামের কোন গ্রন্থটি সর্বত্র সমাদৃত?

ক. ক্যান্সারের সঙ্গে আবাস খ. একাত্তরের দিনগুলি

গ. প্রবাসের দিনগুলি ঘ. গজকচ্ছপ

উত্তর: খ. একাত্তরের দিনগুলি

১৭. সাহিত্যকর্মে অবদানের জন্য জাহানারা ইমাম কোন পুরস্কার পান?

ক. নোবেল পুরস্কার

খ. বাংলা একাডেমি পুরস্কার

গ. স্বাধীনতা দিবস পুরস্কার

ঘ. আলাওল সাহিত্য পুরস্কার

উত্তর: খ. বাংলা একাডেমি পুরস্কার

১৮. জাহানারা ইমাম কাদের বিরুদ্ধে আমৃতু্য সংগ্রাম করেছেন?

ক. একাত্তরের ঘাতকদের খ. পাকিস্তানিদের

গ. কুসংস্কারাচ্ছন্নদের ঘ. ধর্মান্ধদের

উত্তর:ক. একাত্তরের ঘাতকদের

১৯. জাহানারা ইমাম কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৯৮ খ. ১৯৯৪

গ. ১৯৯০ ঘ. ১৯৯২

উত্তর: খ. ১৯৯৪

২০. ৭১ সালের ১৩ই এপ্রিল কী বার ছিল?

ক. শনিবার খ. সোমবার

গ. মঙ্গলবার ঘ. বৃহস্পতিবার

উত্তর:গ. মঙ্গলবার

২১. 'একাত্তরের দিনগুলি' রচনায় কদিন ধরে বৃষ্টি হওয়ার কথা বলা আছে?

ক. ৭ দিন খ. ১০ দিন

গ. ৪ দিন ঘ. ৩ দিন

উত্তর:গ. ৪ দিন

২২. জাহানারা ইমামের শ্বশুর কী ছিলেন?

ক. অন্ধ খ. বোবা

গ. পঙ্গু ঘ. অসুস্থ

উত্তর:ক. অন্ধ

২৩. 'নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে'- 'একাত্তরের দিনগুলি' রচনায় উক্তিটি কার?

ক. লেখিকার খ. করিমের

গ. মাঝির ঘ. দোকানির

উত্তর:খ. করিমের

২৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় কোন গাছের উলেস্নখ আছে?

ক. শিউলি খ. বকুল

গ. গোলাপ ঘ. গন্ধরাজ

উত্তর:গ. গোলাপ

২৫. মুক্তিযুদ্ধের সময় সারা দেশে কাদের অত্যাচার চলছিল?

ক. পাকিস্তানি হানাদারদের খ. রাজাকারদের

গ. রক্ষীবাহিনীর ঘ. সর্বহারাদের

উত্তর: ক. পাকিস্তানি হানাদারদের

২৬. 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত জামী কোন শ্রেণির ছাত্র ছিল?

ক. ৮ম খ .৯ম

গ. ১০ম ঘ. ৫ম

উত্তর: গ. ১০ম

২৭. 'একাত্তরের দিনগুলি' রচনায় 'কর্তাদের' বলতে কাদের বোঝানো হয়েছে?

ক. মুক্তিযোদ্ধাদের খ. পাকিস্তানি শাসকদের

গ. রাজাকারদের ঘ. ভারতীয়দের

উত্তর:খ. পাকিস্তানি শাসকদের

২৮. ১৯৭১ সালের ১৭ই মে পত্রিকায় কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর বিবৃতি বেরিয়েছিল?

ক. ৭০ জন খ. ৫৫ জন

গ. ৪০ জন ঘ. ৩০ জন

উত্তর:খ. ৫৫ জন

২৯. 'একাত্তরের দিনগুলি' রচনায় বুদ্ধিজীবীদের বিবৃতি কিসে ভরা ছিল?

ক. মিথ্যা ভাষণে খ. ভুল-ভ্রান্তিতে

গ. গুরুচন্ডালী দোষে ঘ. কটূূক্তিতে

উত্তর:গ. গুরুচন্ডালী দোষে

৩০. ২৫ মে কার জন্মজয়ন্তী?

ক. রবীন্দ্রনাথ ঠাকুরের খ. কাজী নজরুলের

গ. ফররুখ আহমদের ঘ. আহসান হাবীবের

উত্তর:খ. কাজী নজরুলের

৩১. ৭১'র ২৫ মে স্বাধীন বাংলা বেতারে কার সংবাদ পাঠের কথা বলা হয়েছে?

ক. সালেহ আহমদ খ. সালেহ আকরাম

গ. রামেন্দু মজুমদার ঘ. ফাহমিদা হক

উত্তর: ক. সালেহ আহমদ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে