জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
কলিন পাওয়েল
প্রশ্ন : যুক্তরাষ্ট্রে মোট ইলেকটোরালের সংখ্যা- উত্তর :৫৩৮টি প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট সিনেটের আসন সংখ্যা- উত্তর : ১০০ (প্রতি রাজ্যে ২টি করে) প্রশ্ন :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে মোট ইলেকটোরাল ভোটের প্রয়োজন- উত্তর :২৭০টি প্রশ্ন :'যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভস'-এর সংখ্যা- উত্তর :৪৩৫টি প্রশ্ন :প্রথম 'ফার্স্ট লেডি' হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের- উত্তর :হিলারি ক্লিনটন (নিউইয়র্ক রাজ্যের) প্রশ্ন :যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী- উত্তর :কলিন পাওয়েল প্রশ্ন :যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী- উত্তর :কন্ডোলিসা রাইস প্রশ্ন :যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদবি- উত্তর : ঝবপৎবঃধৎু ড়ভ ঝঃধঃব. প্রশ্ন :যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর পদবি- উত্তর : ঞৎবধংঁৎু ঝবপৎবঃধৎু (ট্রেজারি সেক্রেটারি) প্রশ্ন :যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয়- উত্তর : ১৭৮৯ সালে প্রশ্ন :যুক্তরাষ্ট্রের সংবিধান রচনা করেন- উত্তর :জেমস মেডিসন প্রশ্ন : কখনো হোয়াইট হাউসে বসবাস করেনি- উত্তর :প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন প্রশ্ন : হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট- উত্তর :জন অ্যাডামস প্রশ্ন :'ইলেকটোরাল কলেজ'- উত্তর :যুক্তরাষ্ট্রের একটি নির্বাচকমন্ডলী প্রশ্ন : ১৯৬৭ সালের যুক্তরাষ্ট্র 'আলাস্কা' উপনিবেশটি ক্রয় করে- উত্তর : রাশিয়ার কাছ থেকে প্রশ্ন : ৩ মেয়াদকালের জন্য (১২ বছর) ক্ষমতায় ছিলেন- উত্তর : মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৯৩৩-১৯৪৫ সাল পর্যন্ত) প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা থাকে- উত্তর : ৫১টি