মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০
উড্রো উইলসন

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম প্রেসিডেন্ট ছিলেন-

উত্তর :জন এফ কেনেডি (১৯৫৭ সালে)

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একমাত্র ডক্টরেট ডিগ্রি লাভ করেন-

উত্তর :উড্রো উইলসন (২৮তম প্রেসিডেন্ট)

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান-

উত্তর : হলিউডের অভিনেতা ছিলেন

প্রশ্ন :পুলিৎজার পুরস্কার লাভকারী একমাত্র মার্কিন রাষ্ট্রপতি-

উত্তর :জন এফ কেনেডি (৩৫তম প্রেসিডেন্ট)

প্রশ্ন :জন এফ কেনেডি পুলিৎজার পুরস্কার পান-

উত্তর :প্রোফাইল ইন ক্যারেজ বইটির জন্য

প্রশ্ন :মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল-

উত্তর :চার বছর

প্রশ্ন :সাংবিধানিক নিয়মানুসারে যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হয়-

উত্তর :প্রতি চার বছর পর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার

প্রশ্ন :বারাক হোসেইন ওবামা যুক্তরাষ্ট্রের-

উত্তর :৪৪তম প্রেসিডেন্ট

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য-

উত্তর :৫০টি। (একটি স্বাধীন জেলা রয়েছে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ ৫১টি)

প্রশ্ন :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে এ পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার পান-

উত্তর : ৪ জন। ১. থিওডোর রুজভেল্ট (১৯০৬ সালে),

২. উড্রো উইলসন (১৯১৮ সালে), ৩. জিমি কার্টার (২০০২ সালে), ৪. বারাক ওবামা (২০০৯ সালে)।

প্রশ্ন :প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান-

উত্তর :থিওডোর রুজভেল্ট (১৯০৬ সালে)

প্রশ্ন :২০০২ শান্তিতে নোবেল বিজয়ী জিমি কার্টার যুক্তরাষ্ট্রের-

উত্তর :৩৯তম রাষ্ট্রপতি (জিমি কার্টার ছাড়া বাকি ২ জন প্রেসিডেন্ট থাকাকালীন সময় নোবেল পুরস্কার পান)

প্রশ্ন : ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান-

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আল গোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে