দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৭৯. নির্মলেন্দু গুণ কত সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন?
ক) ১৯৯০ সালে খ) ১৯৭২ সালে
গ) ১৯৮০ সালে ঘ) ১৯৮২ সালে
উত্তর : ঘ) ১৯৮২ সালে
৮০. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কারখানা থেকে কারা ছুটে এসেছিল?
ক) শিশুরা খ) কর্মকর্তারা
গ) শ্রমিকরা ঘ) ভিক্ষুকরা
উত্তর : গ) শ্রমিকরা
৮১. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবিতাটি কে লিখেছেন?
ক) নির্মলেন্দু গুণ খ) শামসুর রাহমান
গ) সৈয়দ শামসুল হক ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর : ক) নির্মলেন্দু গুণ
৮২. কবি কাদের কথা ভেবে শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে যাচ্ছেন?
ক) ছাত্রদের খ) শিশুদের
গ) বৃদ্ধদের ঘ) শিশুদের
উত্তর : খ) শিশুদের
৮৩. নিচের কোন চরণে 'ব্যাকুলতা' প্রকাশ পেয়েছে-
র. কখন আসবে কবি
রর. তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান
ররর. কখন শোনানো হবে স্বপ্নের কথা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর
খ) র ও ররর
গ) রর
ঘ) ররর
উত্তর : খ) র ও ররর
৮৪. 'বাংলার মাটি বাংলার জল' নির্মলেন্দু গুণের কোন ধরনের গ্রন্থ?
ক) কাব্যগ্রন্থ
খ) গল্পগ্রন্থ
গ) উপন্যাস ঘ) প্রবন্ধ গ্রন্থ
উত্তর : ক) কাব্যগ্রন্থ
৮৫. 'সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের'- কবে থেকে?
ক) ২৬-এ মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে
খ) ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকে
গ) পার্শ্ববর্তী রাষ্ট্র স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার পর থেকে
ঘ) ১৬ ডিসেম্বর বিজয় লাভের পর থেকে
উত্তর : খ) ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর থেকে
৮৬. কত বছরের সংগ্রাম থেকে কবি এসে দাঁড়ালেন?
ক) ৩০ খ) ৫০
গ) ১০০ ঘ) ১০০০
উত্তর : গ) ১০০
৮৭. 'এই শিশুপার্ক সেদিন ছিল না'- কোথায়?
ক) সাভারে খ) মতিঝিলে
গ) টঙ্গীতে ঘ) রেসকোর্সে
উত্তর : ঘ) রেসকোর্সে
৮৮. নির্মলেন্দু গুণের কবিতায় ফুটে উঠেছে-
র. প্রতিবাদী চেতনা
রর. সমকালীন সামাজিক-রাজনৈতিক জীবনের ছবি
ররর. পলিস্ন ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র ও রর
৮৯. 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতাটি কে রচনা করেছেন?
ক) সৈয়দ শামসুল হক খ) শামসুর রাহমান
গ) নির্মলেন্দু গুণ ঘ) রফিক আজাদ
উত্তর : গ) নির্মলেন্দু গুণ
৯০. 'বিদ্রোহী' শব্দটির সাথে সম্পর্ক রয়েছে কীসের?
ক) সহনশীলতার খ) মেনে নেওয়ার
গ) উত্তেজনার ঘ) নীরবতার
উত্তর : গ) উত্তেজনার
৯১. জনসমুদ্রের জোয়ার জেগেছিল কোথায়?
ক) পার্কে খ) রেসকোর্স উদ্যানে
গ) জাদুঘরে ঘ) মসজিদে
উত্তর : খ) রেসকোর্স উদ্যানে
৯২. 'বাবা যখন ছোট্ট ছিলেন' নির্মলেন্দু গুণ রচিত কোন ধরনের গ্রন্থ?
ক) শিশুতোষ উপন্যাস খ) নাটক
গ) কাব্যগ্রন্থ ঘ) ছোটগল্প
উত্তর : ক) শিশুতোষ উপন্যাস
৯৩. রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে চলেছেন-
র. রাজনীতির কবি রর. স্বাধীনতার কবি ররর. বাংলাদেশের স্থপতি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর