জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
কলম্বাস
প্রশ্ন : কলম্বাস ছিলেন- উত্তর : ইতালির প্রশ্ন :যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর- উত্তর :পেন্টাগন (ওয়াশিংটন) প্রশ্ন :বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন- উত্তর :পেন্টাগন প্রশ্ন : যুক্তরাষ্ট্রের মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র- উত্তর :নাসা (ঘঅঝঅ) প্রশ্ন : ঘঅঝঅ- ঘধঃরড়হধষ অবৎড়হধঁঃরপং ধহফ ঝঢ়ধপব অফসরহরংঃৎধঃরড়হ. প্রশ্ন : ঘঅঝঅ প্রতিষ্ঠিত হয়- উত্তর : ১৯৫৮ সালে প্রশ্ন : ঘঅঝঅ-র দপ্তর- উত্তর : ওয়াশিংটন ডিসিতে (কেপকেনেডি, যার বর্তমান নাম কেপকেনা ভেরাল হচ্ছে ঘঅঝঅ-র মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র) প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম- উত্তর : সিআইএ প্রশ্ন : কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর গুলিতে প্রাণ হারান- উত্তর :১৯৬৮ সালে প্রশ্ন :আমেরিকার স্বাধীনতা সংগ্রামের নায়ক- উত্তর :জর্জ ওয়াশিংটন (প্রথম প্রেসিডেন্ট) প্রশ্ন :প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন- উত্তর :উড্রো উইলসন (২৮তম প্রেসিডেন্ট) প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন- উত্তর : রুজভেল্ট ও ট্রুম্যান প্রশ্ন :আমেরিকা স্বাধীনতা লাভ করে- উত্তর : ৪ জুলাই, ১৭৭৬ সালে প্রশ্ন : আমেরিকা ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে- উত্তর : ১৭৮০ সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে প্রশ্ন : আমেরিকার বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টির স্থপতি- উত্তর : ফ্রেদারিক অগাস্তে বার্মেওয়ালদি প্রশ্ন : যুক্তরাষ্ট্রের মহিলারা ভোটাধিকার পান- উত্তর : ১৯২০ সালে