মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

পাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০
পাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মকর্তাদের জন্য 'শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা' দুটি ব্যাচে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-২০২৩-২৪ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ২৫ মার্চ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কে এম সালাহ্‌ উদ্দীন এবং অধ্যাপক ডক্টর মীর খালেদ ইকবাল চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ডক্টর মো. ফজলুল হক। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ডক্টর মো. নূর আলম এবং মো. আসফাকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে