দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৫৯. 'চাষাভুষার কাব্য' গ্রন্থের লেখক কে?
ক) কাজী নজরুল ইসলাম খ) সুকান্ত ভট্টাচার্য
গ) নির্মলেন্দু গুণ ঘ) রফিক আজাদ
উত্তর :গ) নির্মলেন্দু গুণ
৬০. নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে 'কবি' বলে চিহ্নিত করেছেন। কারণ-
ক) বঙ্গবন্ধু কবিতা লিখেছেন
খ) তিনি স্বাধীনতাকে কবিতা ভেবেছেন
গ) দর্শকরা ছিল কবিতাপ্রেমী
ঘ) বঙ্গবন্ধুর কণ্ঠের ভাষণ কবিতার মতো
উত্তর : ঘ) বঙ্গবন্ধুর কণ্ঠের ভাষণ কবিতার মতো
৬১. 'কবির বিরুদ্ধে কবি'- কথাটির ভাবার্থ হলো-
ক) বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তি
খ) বঙ্গবন্ধুর বিরুদ্ধে ইয়াহিয়া খান
গ) বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র
ঘ) বঙ্গবন্ধুর বিরুদ্ধে কবিদের অপপ্রচার
উত্তর :ক) বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তি
৬২. কালোহাতের স্পর্শে কবি লক্ষ্য করেন-
র. কবির বিরুদ্ধে কবি
রর. মাঠের বিরুদ্ধে মাঠ
ররর. মার্চের বিরুদ্ধে মার্চ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৬৩. রেসকোর্স ময়দানের অবস্থান হলো ঢাকার-
ক) রমনায় খ) মালিবাগে
গ) মতিঝিলে ঘ) ধানমন্ডিতে
উত্তর :ক) রমনায়
৬৪. নিচের কোনটি নির্মলেন্দু গুণের রচনা নয়?
ক) প্রেমাংশুর রক্ত চাই খ) চোখের বালি
গ) চাষাভুষার কাব্য ঘ) বাংলার মাটি বাংলার জল
উত্তর :খ) চোখের বালি
৬৫. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবি নির্মলেন্দু গুণ রচিত এ কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের-
ক) ভাষা আন্দোলন ও স্বাধীনতা রক্ষা সম্পর্কে সচেতন করা
খ) গণতন্ত্র সম্পর্কে জনসচেতন করা
গ) ৬ দফা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া
ঘ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
উত্তর :ঘ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা
৬৬. 'লালসালু' কীসের প্রতীক?
ক) মাজারের খ) বিপস্নবের
গ) স্বাধীনতার ঘ) মুক্তিযুদ্ধের
উত্তর :খ) বিপস্নবের
৬৭. ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করেন-
ক) ১৯৭০ সালের ১ মার্চ
খ) ১৯৭১ সালের ১ মার্চ
গ) ১৯৭১ সালের ১৭ মার্চ
ঘ) ১৯৭১ সালের ২৫ মার্চ
উত্তর : খ) ১৯৭১ সালের ১ মার্চ
৬৮. নির্মলেন্দু গুণ স্নাতক পাস করেন কত সালে?
ক) ১৯৬৭ খ) ১৯৬৮
গ) ১৯৬৯ ঘ) ১৯৭০
উত্তর : গ) ১৯৬৯
৬৯. রেসকোর্স ময়দানে আসা মানুষের সংগ্রামী চেতনার পরিচয় মেলে নিচের কোন পঙ্ক্তিতে?
ক) মার্চের বিরুদ্ধে মার্চ
খ) শত বছরের শত সংগ্রাম শেষে
গ) এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
ঘ) কপালে কব্জিতে লালসালু বেঁধে
উত্তর : ঘ) কপালে কব্জিতে লালসালু বেঁধে
৭০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' হিসেবে আখ্যায়িত করা হয় কোন পত্রিকায়?
ক) ওয়াশিংটন পোস্ট খ) নিউইয়র্ক টাইমস
\হগ) এশিয়া উইক ঘ) নিউজ উইক
উত্তর :ঘ) নিউজ উইক
৭১. 'আপন দলের মানুষ' কোন ধরনের গ্রন্থ?
\হক) উপন্যাস খ) নাটক
\হগ) কাব্য ঘ) ছোটগল্প
উত্তর : ঘ) ছোটগল্প
৭২. 'প্রেমাংশুর রক্ত চাই'- কোন ধরনের গ্রন্থ?
\হক) কাব্যগ্রন্থ খ) উপন্যাস
\হগ) ছোটগল্প ঘ) শিশুতোষ
উত্তর : ক) কাব্যগ্রন্থ
৭৩. কবিতায় ব্যবহৃত 'দিগন্ত পস্নাবিত' শব্দটির ক্ষেত্রে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য?
ক) যার কোনো সীমা নেই খ) অসীম জায়গা
গ) আকাশ-ছোঁয়া ঘ) বিরাট ফসলের মাঠ
উত্তর : গ) আকাশ-ছোঁয়া
৭৪. নির্মলেন্দু গুণ স্নাতক পাস করেন-
ক) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে
ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
উত্তর : ক) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
৭৫. মধ্যবিত্তের হাতে সেদিন ছিল মৃতু্য আর চোখে ছিল-
ক) ঝিলিক খ) স্বপ্ন
গ) বাসনা ঘ) তীব্র চাহনি
উত্তর : খ) স্বপ্ন
৭৬. আজকের সেই প্রান্তর বিমুখ কেন?
ক) কবি নেই বলে খ) মানুষের জন্য
গ) কষ্টের জন্য ঘ) যুদ্ধের জন্য
উত্তর : ক) কবি নেই বলে
৭৭. নির্মলেন্দু গুণ কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
ক) ১৯৮০ খ) ১৯৮১
গ) ১৯৮২ ঘ) ১৯৮৩
উত্তর : গ) ১৯৮২
৭৮. 'একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের'- এখানে কীসের প্রতীক্ষার কথা বলা হয়েছে?
ক) বঙ্গবন্ধু জাতির জন্য কী ঘোষণা দেবেন সে প্রতীক্ষা
খ) বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে আসার প্রতীক্ষা
গ) বিজয়ী বঙ্গবন্ধু বিজয় দিবসে রেসকোর্স ময়দানে আসার প্রতীক্ষা
ঘ) বঙ্গবন্ধু ৭০ সালের নির্বাচনের ফলাফল জানাতে আসার প্রতীক্ষা
উত্তর : ক) বঙ্গবন্ধু জাতির জন্য কী ঘোষণা দেবেন সে প্রতীক্ষা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়