জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
কামাল পাশা
প্রশ্ন :ইউক্রেনের চেরনোবিলে স্মরণকালের ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনা ঘটে- উত্তর :২৬ এপ্রিল, ১৯৮৬ প্রশ্ন :আধুনিক তুরস্কের জনক- উত্তর :কামাল পাশা প্রশ্ন :ইউরোপের রণক্ষেত্র বলা হয়- উত্তর :বেলজিয়ামকে প্রশ্ন :বিখ্যাত 'ট্রয়' নগরী- উত্তর :তুরস্কে প্রশ্ন :পানির প্রবাহ অনুযায়ী সর্ববৃহৎ জলপ্রপাত- উত্তর :গুয়ারিয়া, ব্রাজিল প্রশ্ন :'ওয়াটার গেট কেলেংকারির' সঙ্গে জড়িত ছিল- উত্তর :মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন (৩৭তম প্রেসিডেন্ট, ১৯৭২ সালে) প্রশ্ন :ওয়াটার গেট- উত্তর :ওয়াশিংটনের একটি বাণিজ্যিক ভবন। এখানে ডেমোক্র্যাট দলের রাজনৈতিক অফিস ছিল প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয়- উত্তর :ফ্রান্স (১৮৭৬ সালে) প্রশ্ন :হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট- উত্তর :জন এডামস প্রশ্ন :হোয়াইট হাউসের স্থপতি- উত্তর :আইরিশ স্থপতি জেমস হোবান প্রশ্ন :'ফেয়ার ফ্যাক্স'- উত্তর :মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা প্রশ্ন :মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন- উত্তর :আব্রাহাম লিংকন (১৬তম প্রেসিডেন্ট) প্রশ্ন :যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্ত করা হয়- উত্তর :১৮৬৩ সালে প্রশ্ন :যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ সংঘটিত হয়- উত্তর :১৮৬১-১৮৬৫ পর্যন্ত প্রশ্ন :আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে নিহত হন- উত্তর :১৮৬৫ সালে প্রশ্ন :'কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন- উত্তর :১৪৯২ সালে প্রশ্ন : আমেরিকা মহাদেশের নামকরণ করেন- উত্তর : আমেরিগো ভেশপুচি (১৪৯৭ সালে)