মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

হাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০
হাবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) 'তথ্য অধিকার আইন ও বিধিবিধান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শতভাগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে ২৩ মার্চ এ প্রশিক্ষণমূলক সেমিনারের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার প্রশাসনিক কর্মকর্তা, এপিএ বাস্তবায়ন সংশ্লিষ্ট কমিটিগুলোর আহ্বায়ক ও সদস্য সচিব এবং তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর এম কামরুজ্জামান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ডক্টর শ্রীপতি সিকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে