মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৫ মার্চ ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৪৩. সেদিনের শিশু পার্কের মাঠ কীসে ঢাকা ছিল?

ক) ফুলে খ) লালসালুতে

গ) দূর্বাদলে ঘ) সবুজ পাতায়

উত্তর :গ) দূর্বাদলে

৪৪. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় আজকের সেই প্রান্তর বিমুখ কেন?

ক) কবি নেই তাই খ) মানুষের জন্য

গ) কষ্টের জন্য ঘ) যুদ্ধের জন্য

উত্তর :ক) কবি নেই তাই

৪৫. নির্মলেন্দু গুণ রচিত নিচের কোনটি শিশুতোষ উপন্যাস?

ক) কালোমেঘের ভেলা খ) চাষাভুষার কাব্য

গ) আপন দলের মানুষ ঘ) পঞ্চাশ সহস্র বর্ষ

উত্তর : ক) কালোমেঘের ভেলা

৪৬. রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল হবে-

\হক) বাঙালির অস্তিত্বের অংশরূপে

\হখ) রাজনীতির আদর্শিক চেতনায়

\হগ) পোশাক-পরিচ্ছদ

\হঘ) বজ্রকণ্ঠী ভাষণে

উত্তর : ক) বাঙালির অস্তিত্বের অংশরূপে

৪৭. 'কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী'- এ বাণীর উদগাতা হলেন-

\হক) রবীন্দ্রনাথ ঠাকুর

\হখ) কাজী নজরুল ইসলাম

\হগ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী

\হঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর :ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪৮. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় সর্বস্তরের মানুষ কার জন্য ব্যাকুল প্রতীক্ষায় ছিল?

ক) কবির জন্য খ) সাংবাদিকের জন্য

গ) জজের জন্য ঘ) ডিসির জন্য

উত্তর :ক) কবির জন্য

৪৯. বঙ্গবন্ধুর অমর ঘোষণার মাধ্যমে কী প্রকাশিত হয়েছে?

\হক) পাকিস্তানিদের শৃঙ্খল থেকে মুক্তি

\হখ) মুক্তিযুদ্ধের শুরু

\হগ) নতুন দেশের জন্ম

\হঘ) যুদ্ধের আহ্বান

উত্তর :ক) পাকিস্তানিদের শৃঙ্খল থেকে মুক্তি

৫০. 'স্বাধীনতা' শব্দটির সাথে সম্পৃক্ত রয়েছে-

র. সংগ্রামের রর. আনন্দের ররর. মুক্তির

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৫১. 'আগমী দিনের কবি' বলতে বোঝায়-

\হক) জাতির ভবিষ্যৎ কর্ণধার

\হখ) রবীন্দ্রনাথের উত্তরসূরি

\হগ) বঙ্গবন্ধুর দলের ভবিষ্যৎ নেতা

\হঘ) বাংলা কাব্যসাহিত্যের কান্ডারি

উত্তর : ক) জাতির ভবিষ্যৎ কর্ণধার

৫২. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় লাঙল-জোয়াল কাঁধে কারা এসেছিল?

\হক) গরু খ) কৃষকরা

\হগ) জেলেরা ঘ) শ্রমিকরা

উত্তর :খ) কৃষকরা

৫৩. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবিতায় শিশুপার্কের দোলনা দেখতে কেমন?

\হক) কালো খ) সাদা

\হগ) হলুদ ঘ) রঙিন

উত্তর :ঘ) রঙিন

৫৪. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে তুমি যে দৃষ্টিতে দেখবে-

র. বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা

রর. বাঙালিকে মুক্তিযুদ্ধে নেমে পড়ার নির্দেশ

ররর. স্বাধীনতা সংগ্রামের এক অনবদ্য কবিতা

নিচের কোনটি সঠিক?

\হক) র ও রর খ) রর ও ররর

\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৫৫. কত বছরের সংগ্রাম শেষে কবি মঞ্চে এসে দাঁড়ালেন?

\হক) শত বছরের খ) পঞ্চাশ বছরের

\হগ) পঁয়ত্রিশ বছরের ঘ) চলিস্নশ বছরের

উত্তর : ক) শত বছরের

৫৬. জনসাধারণ কখন থেকে অপেক্ষা করছিল?

\হক) সকাল খ) দুপুর

\হগ) সন্ধ্যা ঘ) ভোর

উত্তর :ঘ) ভোর

৫৭. 'আগামী দিনের কবি' কাদের বলা হয়েছে?

\হক) বাংলার ভবিষ্যৎ পথকে

\হখ) বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে

\হগ) বাংলার তরুণ কবিকে

\হঘ) বাংলার শিশু কবিকে

উত্তর : খ) বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে

৫৮.'হাতের মুঠোয় মৃতু্য' বলতে বোঝানো হয়েছে-

র. পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-নিপীড়ন

রর. মৃতু্যভয় উপেক্ষা করে সমাবেশে যোগদান

ররর. মৃত লাশ নিয়ে মিছিলে অংশ নেওয়া

নিচের কোনটি সঠিক?

\হক) র ও রর খ) রর ও ররর

\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

৫৯. 'চাষাভুষার কাব্য' গ্রন্থের লেখক কে?

ক) কাজী নজরুল ইসলাম খ) সুকান্ত ভট্টাচার্য

গ) নির্মলেন্দু গুণ ঘ) রফিক আজাদ

উত্তর :গ) নির্মলেন্দু গুণ

৬০. নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে 'কবি' বলে চিহ্নিত করেছেন। কারণ-

\হক) বঙ্গবন্ধু কবিতা লিখেছেন

\হখ) তিনি স্বাধীনতাকে কবিতা ভেবেছেন

\হগ) দর্শকরা ছিল কবিতাপ্রেমী

\হঘ) বঙ্গবন্ধুর কণ্ঠের ভাষণ কবিতার মতো

উত্তর : ঘ) বঙ্গবন্ধুর কণ্ঠের ভাষণ কবিতার মতো

৬১. 'কবির বিরুদ্ধে কবি'- কথাটির ভাবার্থ হলো-

\হক) বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তি

\হখ) বঙ্গবন্ধুর বিরুদ্ধে ইয়াহিয়া খান

\হগ) বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র

\হঘ) বঙ্গবন্ধুর বিরুদ্ধে কবিদের অপপ্রচার

উত্তর :ক) বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশুভ শক্তি

৬২. কালোহাতের স্পর্শে কবি লক্ষ্য করেন-

র. কবির বিরুদ্ধে কবি

রর. মাঠের বিরুদ্ধে মাঠ

ররর. মার্চের বিরুদ্ধে মার্চ

নিচের কোনটি সঠিক?

\হক) র ও রর খ) রর ও ররর

\হগ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে