পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
৪৩. আমরা বিভিন্ন কাজের সিদ্ধান্ত কীসের ভিত্তিতে গ্রহণ করব? ক. নিজস্ব মতের খ. বন্ধুদের মতের গ. আত্মীয়স্বজনের মতের ঘ. অধিকাংশের মতের উত্তর:ঘ. অধিকাংশের মতের ৪৪. কোনটি মানবাধিকারের উদাহরণ? ক. নির্যাতন করা খ. আটক করা গ. শিশু পাচার করা ঘ. মতপ্রকাশের স্বাধীনতা উত্তর:ঘ. মতপ্রকাশের স্বাধীনতা ৪৫. কোনটি মানবাধিকারের লঙ্ঘন? ক. নিরাপত্তা প্রদান খ. সবার সমান অধিকার গ. ধর্ম পালনের সুযোগ ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া উত্তর:ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া ৪৬. অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে? ক. সকলের সাথে মিলেমিশে থাকে খ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে গ. সকলের সাথে খেলাধুলা করে ঘ. সকলের সাথে বন্ধুত্ব করে উত্তর:খ. চুপচাপ নিজেকে নিয়ে মগ্ন থাকে ৪৭. অটিস্টিক বন্ধুদের বৈশিষ্ট্য কোনটি? ক. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয় খ. সব বন্ধুদের সাথে ভালো আচরণ করে গ. সবার কথা শুনতে পছন্দ করে ঘ. নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে উত্তর:ক. অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই উত্তেজিত হয় ৪৮. মানবাধিকার বাস্তবায়িত না হলে সমাজে কী অসুবিধা সৃষ্টি হবে? ক. মানবিক বিকাশের পথ বাধাগ্রস্ত হবে খ. মুক্তচিন্তার পথ রহিত হবে গ. আইনের শাসন তিরোহিত হবে ঘ. সমাজে অপরাধপ্রবণতা বাড়বে উত্তর:ক. মানবিক বিকাশের পথ বাধাগ্রস্ত হবে ৪৯. মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ঘোষণা করে- ক. জাতিসংঘ খ. বাংলাদেশ সরকার গ. সার্ক ঘ. বাংলাদেশের রাষ্ট্রপ্রতি উত্তর:ক. জাতিসংঘ ৫০. একই কাজ বারবার করে কারা? ক. প্রতিবন্ধীরা খ. বাত রোগে আক্রান্তরা গ. ডায়রিয়া হলে ঘ. অটিস্টিক শিশুরা উত্তর:ঘ. অটিস্টিক শিশুরা ৫১. অটিস্টিক শিশুরা কোনটির ক্ষেত্রে অতি সংবেদনশীল হয়? ক. মানুষ খ. আলো গ. বাতাস ঘ. তাপ উত্তর:খ. আলো ৫২. কোনটি মানবাধিকারের লঙ্ঘন? ক. ধর্মীয় সুযোগ সুবিধা বৃদ্ধি খ. নিরাপত্তা প্রদান গ. শিশুশ্রম ঘ. সবার সমান অধিকার উত্তর: গ. শিশুশ্রম ৫৩. শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে? ক. দেশের আয় বৃদ্ধি পাবে খ. শিশু পাচার বন্ধ হবে গ. শিশু অধিকার রক্ষা পাবে ঘ. দারিদ্র বৃদ্ধি পাবে উত্তর: গ. শিশু অধিকার রক্ষা পাবে ৫৪. মানবাধিকার লঙ্ঘন একটি- কাজ। ক. অশোভন খ. ঘৃণ্য গ. ভালো ঘ. জঘন্য উত্তর:খ. ঘৃণ্য ৫৫. ব্যক্তি ও সমাজের সদস্য হিসেবে আমাদের কী রয়েছে? ক. শিক্ষা খ. বেঁচে থাকার অধিকার গ. বুকের সাহস ঘ. টাকা-পয়সা উত্তর:খ. বেঁচে থাকার অধিকার ৫৬. জন্মগতভাবে সব মানুষ কেমন? ক. স্বাধীন খ. পরাধীন গ. সচেতন ঘ. অধিকারহীন উত্তর:ক. স্বাধীন ৫৭. মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারকে কী বলা হয়? ক. ক্ষমতা খ. স্বাধীনতা গ. মানবাধিকার ঘ. যোগ্যতা উত্তর:গ. মানবাধিকার ৫৮. জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ নির্বিশেষে সকলে যে অধিকার ভোগ করতে পারে তাকে কী বলে? ক. রাজনৈতিক অধিকার খ. ব্যক্তিগত অধিকার গ. সামাজিক অধিকার ঘ. মানবাধিকার উত্তর:ঘ. মানবাধিকার ৫৯. কত তারিখে 'মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র' গৃহীত হয়? ক. ১০ ডিসেম্বর খ. ৫ ডিসেম্বর গ. ৭ ডিসেম্বর ঘ. ১২ ডিসেম্বর উত্তর:ক. ১০ ডিসেম্বর ৬০. মৌলিক মানবাধিকারের মধ্যে কোনটি পড়ে না? ক. সম্পত্তির অধিকার খ. বিচার পাওয়ার অধিকার গ. খেলাধুলা করার অধিকার ঘ. নিরাপত্তা লাভের অধিকার উত্তর:গ. খেলাধুলা করার অধিকার ৬১. স্বাধীন এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য কোনটির বিকল্প নেই? ক. দামি গহনার খ. মানবাধিকারের গ. বড় লোক বন্ধুর ঘ. দামি পোশাকের উত্তর:খ. মানবাধিকারের ৬২. ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা প্রত্যেকের কী ধরনের অধিকার? ক. জন্মগত খ. মৌলিক গ. রাষ্ট্রীয় ঘ. মানবিক উত্তর:ক. জন্মগত ৬৩. আমাদের সমাজে কোন ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা হয়? ক. শিক্ষার ক্ষেত্রে খ. ভোটদানের ক্ষেত্রে গ. লেখাপড়ার ক্ষেত্রে ঘ. মজুরির ক্ষেত্রে উত্তর:ঘ. মজুরির ক্ষেত্রে ৬৪. নিচের কোনটি মানুষের সুস্থ ও সুন্দর বিকাশের জন্য প্রয়োজন? ক. অর্থ খ. নিরাপত্তা গ. মানবাধিকার ঘ. আটক রাখা উত্তর:গ. মানবাধিকার ৬৫. জাতিসংঘ মানুষের অধিকারগুলোকে স্বীকৃতি দিয়েছে কত তারিখে? ক. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর খ. ১৯৫২ সালের ২১ ফেব্রম্নয়ারি গ. ১৯৫০ সালের ২০ এপ্রিল ঘ. ১৯৪৯ সালের ১ নভেম্বর উত্তর:ক. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ৬৬. 'সবার সমান মজুরি পাওয়ার অধিকার' এটি কী ধরনের অধিকার? ক. সামাজিক অধিকার খ. রাষ্ট্রের অধিকার গ. মানবাধিকার ঘ. অর্থনৈতিক অধিকার উত্তর:গ. মানবাধিকার ৬৭. সমাজে সাধারণত নারীদের তুলনায় কারা মজুরি বেশি প্রায়? ক. পুরুষ খ. শিশু গ. অধিক পরিশ্রমী নারী ঘ. বৃদ্ধা উত্তর:ক. পুরুষ