একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)
প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ০০:০০
মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
প্রথম পত্র
১০৭. আন্তর্জাতিক পর্যায়ে যে পরিকল্পনা প্রণীত হয় তাকে কী বলে-
ক) স্থানীয় পরিকল্পনা খ) আঞ্চলিক পরিকল্পনা
গ) আন্তর্জাতিক পরিকল্পনা ঘ) জাতীয় পরিকল্পনা
উত্তর : গ) আন্তর্জাতিক পরিকল্পনা
১০৮. পরিকল্পনায় কৌশল অবলম্বন করা হয় কেন?
ক) জ্ঞানার্জনের জন্য খ) আইন বাস্তবায়নের জন্য
গ) নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ঘ) পরিকল্পনা বাস্তবায়নের জন্য
উত্তর :গ) নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য
১০৯. পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যের ক্ষেত্রে যেটি সমর্থনযোগ্য-
র. আর্থসামাজিক উন্নয়ন রর. কর্মসংস্থানের ব্যবস্থা ররর. কৃষি উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
১১০. দেশের উন্নয়নে কীসের ওপর নির্ভরশীল?
ক) শিল্পের ওপর খ) গার্মেন্টের ওপর
গ) কৃষির ওপর ঘ) ব্যবসায়-বাণিজ্যের ওপর
উত্তর :গ) কৃষির ওপর.
১১১. সময়ের ব্যাপকতার ভিত্তিতে পরিকল্পনাকে কত ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ঘ) পাঁচ ভাগে
উত্তর :খ) তিন ভাগে
১১২. বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান?
ক) অষ্টম খ) ১৯৪৫ সালে
গ) ষষ্ঠ ঘ) পঞ্চম
উত্তর :ক) অষ্টম
১১৩. মুনা একটি নীতি পড়ছে। যাতে লেখা আছে শিশুর পুষ্টি অধিকার সম্পর্কে। মুনার পঠিত নীতির ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) সামাজিক নীতি খ) জনসংখ্যানীতি
গ) জাতীয় শিশুনীতি ঘ) নারী উন্নয়ননীতি
উত্তর :গ) জাতীয় শিশুনীতি
১১৪. বর্তমানে কত বছর পর্যন্ত শিশু হিসেবে গণ্য?
ক) ১২ বছর
খ) ১৪ বছর
গ) ১৬ বছর
ঘ) ১৮ বছর
উত্তর : ঘ) ১৮ বছর
১১৫. বাঞ্ছিত সামাজিক পরিবেশ সৃষ্টি হয় কীভাবে?
ক) ব্যক্তিগত সমস্যা সমাধানের ফলে
খ) দলীয় সমস্যা সমাধানের পড়ে
গ) সামাজিক সমস্যা সমাধান করে
ঘ) রাজনৈতিক সমস্যা সমাধানের ফলে
উত্তর : গ) সামাজিক সমস্যা সমাধান করে
১১৬. সামাজিক নীতি কোন ধরনের পরিবর্তন আনয়ন করতে চায়?
ক) সামাজিক খ) রাজনৈতিক
গ) ধর্মীয় ঘ) অর্থনৈতিক
উত্তর :ক) সামাজিক
১১৭. শ্রমিক-অসন্তোষকে কেন্দ্র করে কোন নীতি প্রণয়ন করা হয়?
ক) স্বাস্থ্যনীতি খ) জনসংখ্যানীতি
গ) শ্রমনীতি ঘ) বাণিজ্যনীতি
উত্তর : গ) শ্রমনীতি
১১৮. গঠনমূলক সামাজিক পরিবর্তন অপরিহার্য কেন?
ক) ব্যক্তিগত উন্নয়নের জন্য খ) পারিবারিক উন্নয়নের জন্য
গ) নারী উন্নয়নের জন্য ঘ) সামাজিক উন্নয়নের জন্য
উত্তর :ঘ) সামাজিক উন্নয়নের জন্য
১১৯. সম্পদের কম অংশ ভোগ করে কারা?
ক) দরিদ্র শ্রেণি খ) ধনিক শ্রেণি
গ) বিত্তশালী শ্রেণি ঘ) সম্পদশালী শ্রেণি
উত্তর :ক) দরিদ্র শ্রেণি
১২০. পরিকল্পনার একটি আধুনিক রূপ কী?
ক) সামাজিক পরিকল্পনা খ) অর্থনৈতিক পরিকল্পনা
গ) ধর্মীয় পরিকল্পনা
ঘ) রাজনৈতিক পরিকল্পনা
উত্তর : ক) সামাজিক পরিকল্পনা
দ্বিতীয় পত্র
১. মৌল মানবিক চাহিদা মূলত কয় ধরনের?
ক) দুই ধরনের
খ) চার ধরনের
গ) পাঁচ ধরনের ঘ) ছয় ধরনের
উত্তর :ক) দুই ধরনের
২. মৌল মানবিক চাহিদায় কী কী সমন্বয় ঘটেছে?
ক) মৌল ও সামাজিক খ) মৌল ও মানবিক
গ) মানবিক ও সামাজিক ঘ) জৈবিক ও সামাজিক
উত্তর :খ) মৌল ও মানবিক
৩. কোনটি মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে?
ক) চিত্তবিনোদন খ) শিক্ষা
গ) বস্ত্র ঘ) খাদ্য
উত্তর :ক) চিত্তবিনোদন
৪. মানব সমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি?
ক) ধর্মীয় প্রতিষ্ঠান খ) পরিবার
গ) খেলার মাঠ ঘ) শিক্ষা প্রতিষ্ঠান
উত্তর :খ) পরিবার
৫. সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার?
ক) ৪ প্রকার খ) ৫ প্রকার
গ) ৬ প্রকার ঘ) ৭ প্রকার
উত্তর :গ) ৬ প্রকার
৬. মৌল মানবিক চাহিদা প্রয়োজন-
র.জীবন ধারণ ও দৈহিক বিকাশের জন্য
রর. মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য
ররর. সামাজিক মর্যাদা রক্ষার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ঘ) র, রর ও ররর
৭. খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি?
ক) পুষ্টিহীনতা খ) বস্তি সমস্যা
গ) অপরাধপ্রবণতা ঘ) নিরক্ষরতা
উত্তর :ক) পুষ্টিহীনতা
৮. নিচের কোনটি মানবিক চাহিদা?
ক) খাদ্য খ) চিকিৎসা
গ) ঘুম ঘ) শিক্ষা
উত্তর :ঘ) শিক্ষা
৯. 'ঘুম' কোন ধরনের চাহিদা?
র. মৌল মানবিক চাহিদা রর. মৌলিক চাহিদা ররর. মানবিক চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র, রর ও ররর
উত্তর :খ) রর
১০. মানুষের মানসিক ও শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোনটি প্রয়োজন?
ক) পুষ্টিকর খাদ্য খ) শরীরচর্চা
গ) অধিক খাদ্য গ্রহণ ঘ) স্বল্প খাদ্য গ্রহণ
উত্তর :ক) পুষ্টিকর খাদ্য
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়