মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
ভ্যাটিকান সিটি

প্রশ্ন : গণতন্ত্রের সূতিকাগার বলা হয়-

উত্তর : গ্রিসকে

প্রশ্ন : স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম দেশ-

উত্তর : ডেনমার্ক

প্রশ্ন : ডেনমার্ক গঠিত-

উত্তর : ৪৮০টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে

প্রশ্ন : হাজার হ্রদের দেশ বলা হয়-

উত্তর : ফিনল্যান্ডকে

প্রশ্ন : 'সাদা রাশিয়া' বলা হয়-

উত্তর : বেলারুশকে

প্রশ্ন : ভ্যাটিকান অবস্থিত-

উত্তর : ইতালির সীমারেখার মধ্যে

প্রশ্ন : 'দি হলি সি'-

উত্তর : ভ্যাটিকান সিটি

প্রশ্ন : ভ্যাটিকান সিটির আয়তন-

উত্তর : ০.৪৪ বর্গকিলোমিটার

প্রশ্ন : ভ্যাটিকান সিটির চারদিকে অবস্থিত-

উত্তর : ইতালি

প্রশ্ন : ভ্যাটিকান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়-

উত্তর : ১৯২৯ সালে

প্রশ্ন : ভ্যাটিকান সিটি শাসন করেন-

উত্তর : পোপ নিযুক্ত একটি কমিশন

প্রশ্ন : আয়তনে ও জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র-

উত্তর : ভ্যাটিকান

প্রশ্ন : পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র-

উত্তর : সুইডেন

প্রশ্ন : বর্তমান বিশ্বের শীর্ষ গণতান্ত্রিক দেশ-

উত্তর : সুইডেন

প্রশ্ন : সলিডারিটি নেতা 'লেস ওয়ালেসা' নামটি জড়িত-

উত্তর : পোল্যান্ডের সঙ্গে

প্রশ্ন : বসনিয়া সংক্রান্ত ডেটন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-

উত্তর : ১৯৯৫

প্রশ্ন : রোমানিয়ার ট্রেড ইউনিয়ন জোট-

উত্তর : 'আলফা' নামে পরিচিত

প্রশ্ন : ইউরোপের রেনেসাঁ শুরু হয়-

উত্তর : চতুর্দশ শতাব্দীতে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে