মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
  ২৪ মার্চ ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

৮৬. সামাজিক নীতি বাস্তবায়নের বড় বাধা হিসেবে তুমি নিচের কোনটিকে চিহ্নিত করবে?

ক) নিরক্ষরতা খ) বেকারত্ব

গ) বিশৃঙ্খলা ঘ) দুর্নীতি

উত্তর : ঘ) দুর্নীতি

৮৭. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। মাসুদ সাহেবকে সামাজিক উন্নয়নের জন্য কি হিসেবে কাজ করতে হয়?

ক) ঈযধহমব গধশবৎ খ) ঈযধহমব খধনড়ঁৎ

গ) ঈযধহমব অমবহঃ ঘ) ঈযধহমব ডড়ৎশবৎ

উত্তর : গ) ঈযধহমব অমবহঃ

৮৮. সামাজিক নীতি চূড়ান্তভাবে প্রণয়নের পূর্বে কী প্রস্তুত করা হয়?

ক) পরিকল্পনা খ) আইন

গ) খসড়া ঘ) কমিটি

উত্তর : গ) খসড়া

৮৯. সামাজিক নীতি কিসের উপর ভিত্তি করে প্রণীত হয়?

ক) ব্যক্তির চাহিদার ওপর খ) জনগণের চাহিদার ওপর

গ) দলে চাহিদার ওপর ঘ) সমাজকর্মী চাহিদার ওপর

উত্তর : খ) জনগণের চাহিদার ওপর

৯০. নীতি প্রণয়নে কিসের প্রয়োজন হয়?

ক) সামাজিক পরিকল্পনার খ) বিভিন্ন তথ্য সংগ্রহের

গ) অদক্ষ শ্রমিকের ঘ) সামাজিক কার্যক্রমের

উত্তর : খ) বিভিন্ন তথ্য সংগ্রহের

৯১. কোনটি ব্যতিরেকে নীতি প্রণয়ন সম্ভব নয়?

ক) সমাজকর্মী খ) তথ্য

গ) ব্যক্তি ঘ) আইন

উত্তর : খ) তথ্য

৯২. নীতি প্রণয়ন চূড়ান্ত হলে তা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয় কেন?

ক) পরিকল্পনার জন্য খ) গবেষণার জন্য

গ) অনুমোদনের জন্য ঘ) মূল্যায়নের জন্য

উত্তর : গ) অনুমোদনের জন্য

৯৩. কারা নীতি ফলাফল বিশ্লেষণে নীতিনির্ধারকদের সহায়তা করে থাকে?

ক) সমাজকর্মীরা খ) সাংবাদিকরা

গ) পেশাজীবীরা ঘ) আইনজীবীরা

উত্তর : ক) সমাজকর্মীরা

৯৪. জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১-এর লক্ষ্য হলো-

র. নারী-পুরুষের বিদ্যমান বৈষম্য নিরসন করা

রর. নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা

ররর. নারী উন্নয়নে প্রয়োজনীয় সহায়ক সেবা প্রদান করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর

খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৯৫. বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সফলতার মুখ না দেখার যথার্থ কারণ হলো-

র. রাজনৈতিক অস্থিরতা

রর. সুশাসনের অভাব

ররর. প্রাকৃতিক দুর্যোগ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৯৬. সামাজিকনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে-

র. সামাজিক ও মানবীয় প্রয়োজন মেটানো

রর. সামাজিক সমস্যা চিহ্নিতকরণ

ররর. সামাজিক সমস্যা মোকাবিলা করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) র ও ররর

৯৭. কাজের পূর্ব চিন্তাকে কী বলে?

ক) অনুধ্যান খ) ভাবনা

গ) পরিকল্পনা ঘ) অনুমান

উত্তর : গ) পরিকল্পনা

৯৮. 'ঝড়পরধষ চষধহহরহম: ঈড়হপবঢ়ঃ ঞবপযহরয়ঁবং' গ্রন্থের রচয়িতা কে?

ক) এইচ বি ট্রেকার

খ) রিচার্ড টিটমাস

গ) শর্মা ও শাস্ত্রী

ঘ) আর্থার ডানহাম

উত্তর : গ) শর্মা ও শাস্ত্রী

৯৯. পরিকল্পনা কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করে?

ক) নিয়ন্ত্রিত

খ) অনিয়ন্ত্রিত

গ) ধারাবাহিক

ঘ) অলিখিত

উত্তর : গ) ধারাবাহিক

১০০. প্রতিটি পরিকল্পনারই থাকে-

র. সুনির্দিষ্ট কর্মসূচি রর. সুনির্দিষ্ট লক্ষ্য ররর. সুনির্দিষ্ট উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) রর ও ররর

১০১. সামাজিক নীতি প্রয়োজনীতা কোন ক্ষেত্রে?

ক) শিক্ষাক্ষেত্রে খ) রাজনৈতিকক্ষেত্রে

গ) রাষ্ট্রীয়ক্ষেত্রে ঘ) সর্বক্ষেত্রে

উত্তর : ঘ) সর্বক্ষেত্রে

\হ১০২. সামাজিক পরিকল্পনা গ্রহণের প্রক্রিয়া অনুসরণ করা হয়?

ক) দুই ধরনের খ) তিন ধরনের

গ) চার ধরনের ঘ) পাঁচ ধরনের

উত্তর : ক) দুই ধরনের

নিচের উদ্দীপকটি পড়ে ১০৩ ও ১০৪নং প্রশ্নের উত্তর দাও।

শিক্ষাব্যবস্থা আধুনিকীকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছিল। শিক্ষিতমহল আশা করেছিল এ নীতি বাস্তবায়ন হলে তথ্যপ্রযুক্তির এ যুগে বাংলাদেশ নিজেকে এগিয়ে নিতে সক্ষম হবে।

১০৩. শিক্ষানীতি কোন ধরনের নীতির আওতাভুক্ত?

ক) সামাজিকনীতি খ) রাষ্ট্রীয়নীতি

গ) পারিবারিকনীতি ঘ) আন্তর্জাতিকনীতি

উত্তর : ক) সামাজিক নীতি

১০৪. ২০১০ সালের শিক্ষানীতি বাস্তবায়িত হলে-

র. বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষানীতির সাথে তাল মেলাতে পারবে

রর. ধর্মীয় শিক্ষা উপেক্ষিত হবে

ররর. তথ্যপ্রযুক্তির উন্নতি হবে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) র ও ররর

১০৫. সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে নিচের কোনটি বিবেচিত?

ক) সামাজিক পরিকল্পনা খ) সামাজিক গবেষণা

গ) সামাজিক উন্নয়ন ঘ) সামাজিক পর্যবেক্ষণ

উত্তর : ক) সামাজিক পরিকল্পনা

১০৬. পরিকল্পনার স্বরূপ বলে দেয় কোনটি-

ক) পরিকল্পনার প্রক্রিয়া খ) পরিকল্পনার ধাপ

গ) পরিকল্পনার বৈশিষ্ট্য ঘ) পরিকল্পনা পূর্বশর্ত

উত্তর : গ) পরিকল্পনার বৈশিষ্ট্য

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে