বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

৫. 'গণসূর্যের মঞ্চ' বলতে কী বোঝানো হয়েছে?

ক) আলোচিত মঞ্চ

খ) উদ্দীপ্ত মঞ্চ

গ) নেতার মঞ্চ সূর্যের মতো

ঘ) বিপস্নবী মঞ্চ

উত্তর : গ) নেতার মঞ্চ সূর্যের মতো

৬. 'সবুজে সবুজময়' শব্দের বিশিষ্ট প্রয়োগে নিচের কোন অর্থটি গ্রহণযোগ্য?

ক) সবুজ ঘাসে আবৃত খ) সুন্দর পরিবেশ

গ) সবুজ বন ঘ) সবুজ মাঠ

উত্তর :ক) সবুজ ঘাসে আবৃত

৭. নির্মলেন্দু গুণ নেত্রকোনা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

\হক) বাঁশবন খ) কাশবন

ুগ) কাশিপুর ঘ) আনন্দপুর

উত্তর : খ) কাশবন

৮. অগ্নিঝরা সে ডাকে বাংলার মানুষ উদ্বেলিত হলো। 'অগ্নিঝরা' ডাক কোন কবিতার মূল বিষয় হিসেবে উপস্থাপিত?

র. স্বাধীনতা তুমি

রর. স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো

ররর. শহিদ স্মরণে

নিচের কোনটি সঠিক?

ক) রর খ) রর

গ) র ও ররর ঘ) রর ও ররর

উত্তর :খ) রর

৯. 'উলঙ্গ কৃষক' বলতে প্রকৃত অর্থ বোঝানো হয়েছে-

ক) সংগ্রামী কৃষক

খ) শোষিত-বঞ্চিত দরিদ্র কৃষক

গ) শীর্ণকায় কৃষক

ঘ) মাঠ থেকে আসা কৃষক

উত্তর : খ) শোষিত-বঞ্চিত দরিদ্র কৃষক

১০. গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে অমর কবিতা শোনালেন-

র. রাজনীতির কবি

রর. স্বাধীনতার মহানায়ক

ররর. বাংলাদেশের স্থপতি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

১১. 'বিমুখ প্রান্তরে' অর্থ কী?

ক) বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে

খ) বিরুদ্ধ পরিবেশের মাঠে

গ) প্রতিকূল পরিবেশের বাইরে

ঘ) মেঘলা পরিবেশের আকাশে

উত্তর : খ) বিরুদ্ধ পরিবেশের মাঠে

১২. 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'?

এই পঙ্‌ক্তি দুটিকে 'অমর কবিতা' বলা হয়েছে, কেননা-

র. এর মাঝে স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে

রর. এর মধ্যে একটি রাজনৈতিক দলের সেস্নাগান ধ্বনিত হয়েছে

ররর. এর মধ্যদিয়ে পরাধীন বাঙালি জাতির হাজার বছরের মুক্তি সংগ্রামের পরিণতি ব্যক্ত হয়েছে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) রর ও ররর

১৩. 'স্বাধীন'-এর বিপরীত শব্দ কোনটি?

ক) মুক্ত খ) আযাদ

গ) পরাধীন ঘ) বন্দি

উত্তর : গ) পরাধীন

১৪. এই বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কে?

ক) লেখক খ) কবি

গ) গায়ক ঘ) অভিনেতা

উত্তর : খ) কবি

১৫. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় সেদিন কোথায় জোয়ার এসেছিল?

ক) মাঠে খ) বাজারে

গ) নদীতে ঘ) জনসমুদ্রে

উত্তর : ঘ) জনসমুদ্রে

১৬. বঙ্গবন্ধু ১৯৭১ সালের মার্চের কত তারিখে অমর বাণীটি উচ্চারণ করেন?

ক) ৭ তারিখ খ) ১০ তারিখ

গ) ২৫ তারিখ ঘ) ২৬ তারিখ

উত্তর : ক) ৭ তারিখ

১৭. কোন কলেজ থেকে নির্মলেন্দু গুণ উচ্চ মাধ্যমিক পাস করেন?

ক) ঢাকা কলেজ থেকে

খ) নেত্রকোনা কলেজ থেকে

গ) কারমাইকেল কলেজ থেকে

ঘ) বিএল কলেজ থেকে

উত্তর : খ) নেত্রকোরা কলেজ থেকে

১৮. নির্মলেন্দু গুণ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন?

ক) ১৯৬২ খ) ১৯৬৩

গ) ১৯৬৪ ঘ) ১৯৬৫

উত্তর : গ) ১৯৬৪

১৯. সেদিন কোন মাস ছিল?

ক) ফেব্রম্নয়ারি খ) মার্চ

গ) আগস্ট ঘ) ডিসেম্বর

উত্তর : খ) মার্চ

২০. করুণ কেরানি কাদের বলা হয়েছে?

ক) আবেগে করুণ

খ) স্বভাবে করুণ

গ) করুণভাবে জীবনযাপনকারী

ঘ) চাকরিজীবী

উত্তর : গ) করুণভাবে জীবনযাপনকারী

২১. কখন থেকে উদ্যান অভিমুখে লোকজন আসতে শুরু করেছিল?

ক) দুপুর থেকে খ) রাত থেকে

গ) ভোর থেকে ঘ) বিকেল থেকে

উত্তর : গ) ভোর থেকে

২২. 'রেসকোর্স ময়দান' কালের আবর্তে এর এখনকার নাম কী?

\হক) বঙ্গবন্ধু ময়দান

\হখ) সোহরাওয়ার্দী উদ্যান

\হগ) শেরে বাংলা উদ্যান

\হঘ) ইয়াহিয়া ময়দান

উত্তর : খ) সোহরাওয়ার্দী উদ্যান

২৩. সেদিনের সেই প্রান্তরের বর্তমান নাম কী?

\হক) বঙ্গবন্ধু উদ্যান খ) জিয়া উদ্যান

\হগ) সোহরাওয়ার্দী উদ্যান ঘ) পল্টন উদ্যান

উত্তর : গ) সোহরাওয়ার্দী উদ্যান

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে