বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৭. তুমি দেখতে পেলে একটি শিশুকে নির্জন স্থানে বেঁধে রাখা হয়েছে। এক্ষেত্রে তুমি কী করবে?

ক. বিষয়টি এড়িয়ে যাব খ. বন্ধুদের জানাব

গ. পালাতে সাহায্য করব ঘ. বড়দেরকে জানাব

উত্তর: ঘ. বড়দেরকে জানাব

৮. মনে কর তোমার বাড়িতে একটি কাজের মেয়ে আছে। তুমি তার সাথে কিরূপ আচরণ করবে?

ক. তার প্রতি সদয় থাকব খ. তাকে কাজে ব্যস্ত রাখব

গ. আদেশের সুরে কথা বলব ঘ. পরিশ্রমের কাজ তাকে দিয়ে করাব

উত্তর: ক. তার প্রতি সদয় থাকব

৯. তুমি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দেখতে পেলে তোমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে রাস্তার ছেলেরা নির্যাতন করছে। তুমি কী করবে?

ক. সরাসরি প্রতিবাদ করব

খ. বিষয়টি থানায় জানাব

গ. অন্য রাস্তা দিয়ে চলে যাব

ঘ. নির্যাতন বন্ধের জন্য বয়স্ক মানুষের সহায়তা নেব

উত্তর:ক. সরাসরি প্রতিবাদ করব

১০. মিসেস নাজনীন তার বাসার কাজের মেয়েকে প্রায়ই মারধর করেন। এর দ্বারা কী ক্ষুণ্ন হয়?

ক. ক্ষমতা খ. যোগ্যতা

গ. মানবাধিকার ঘ. নিরাপত্তা

উত্তর:গ. মানবাধিকার

১১. গাফফার একজন পাচারকারী, সে রিয়াদকে বিদেশে পাচার করে দিল। এখানে কী লঙ্ঘিত হয়েছে?

ক. মানবাধিকার খ. শিক্ষার অধিকার

গ. বাসস্থানের অধিকার ঘ. সামাজিক অধিকার

উত্তর:ক. মানবাধিকার

১২. জয়নব তার বাসার কাজের মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন এবং বাসার সকলেই কাজের মেয়ের সাথে ভালো ব্যবহার করেন। জয়নব তার বাসায় কীসের প্রতিফলন ঘটিয়েছেন?

ক. নারী অধিকার চর্চার খ. শিক্ষা অধিকার চর্চার

গ. মানবাধিকার চর্চার ঘ. সামাজিকতা রক্ষার চর্চা

উত্তর:গ. মানবাধিকার চর্চার

১৩. চাকরির পরীক্ষায় রিনি প্রথম হলেও নারী বলে তাকে বাদ দেওয়া হয়। এতে সে কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?

ক. রাজনৈতিক অধিকার খ. মৌলিক অধিকার

গ. মানবাধিকার ঘ. অর্থনৈতিক অধিকার

উত্তর:গ. মানবাধিকার

১৪. রিপনের বয়স এগারো বছর সে হোটেলে কাজ করে। রিপনের ক্ষেত্রে কোনটি ঘটছে?

ক. মৌলিক অধিকার লঙ্ঘন খ. সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন

গ. মানবাধিকার লঙ্ঘন ঘ. অর্থনৈতিক অধিকার লঙ্ঘন

উত্তর: গ. মানবাধিকার লঙ্ঘন

১৫. বাড়ির কাজে সাহায্যকারী মেয়েকে নির্যাতন- এতে কোন অধিকার লঙ্ঘন হচ্ছে?

ক. মানবাধিকার খ. ধর্মীয়

গ. রাষ্ট্রীয় ঘ. সামাজিক

উত্তর: ক. মানবাধিকার

১৬. রহিমা একটি বাড়িতে কাজ করে। সে প্রায়ই শারীরিক নির্যাতনের শিকার হয়। এছাড়া খাদ্য ও চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হয়। রহিমার ক্ষেত্রে কোনটি ঘটেছে?

ক. সামাজিক অধিকার লঙ্ঘন

খ. আইনের অপব্যবহার

গ. অর্থনৈতিক অধিকার লঙ্ঘন

ঘ. মানবাধিকার লঙ্ঘন

উত্তর: ঘ. মানবাধিকার লঙ্ঘন

১৭. আমাদের দেশের অনেক শিশু বিভিন্ন কারণে লেখাপড়া করতে পারে না। লেখাপড়া না করার জন্য তুমি কোন কারণটি প্রধান বলে মনে কর?

ক. দারিদ্র্যের কারণে খ. লেখাপড়ার অনীহার কারণে

গ. খেলাধুলার কারণে ঘ. বাবা-মার কারণে

উত্তর: ক. দারিদ্র্যের কারণে

১৮. নারী ও শিশু পাচার মানবাধিকার বিরোধী। তুমি কোথাও শিশু পাচার করা দেখলে কী করবে?

ক. নিজেকে লুকিয়ে রাখব খ. অন্যদের জানাব

গ. চুপচাপ থাকব ঘ. বিষয়টি এড়িয়ে যাব

উত্তর: খ. অন্যদের জানাব

১৯. তোমাদের এক আত্মীয় তাদের গৃহকর্মীকে মারধর করে ও কম খেতে দেয়। এক্ষেত্রে তুমি কী করবে?

ক. উৎসাহ দেব খ. প্রতিবাদ করব

গ. কিছু বলব না ঘ. না দেখার ভান করব

উত্তর: খ. প্রতিবাদ করব

২০. সফিক সব সময় চোখের সামনে হাতের আঙুল নাড়ায়। এটি কীসের লক্ষণ?

ক. অটিজম খ. ক্যান্সার

গ. হৃদরোগ ঘ. যক্ষ্ণা

উত্তর: ক. অটিজম

২১. রিফাতের একজন বন্ধু অটিজমে আক্রান্ত। তার সাথে রিফাতের কী করা উচিত?

ক. তাকে বিব্রত না করা খ. তাকে ভয় দেখানো

গ. তাকে বই কিনে দেওয়া ঘ. তাকে খাবার দেওয়া

উত্তর: ক. তাকে বিব্রত না করা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে