বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৩ মার্চ ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

৬৮. যে কোনো দেশের জন্য সামাজিক নীতি গুরুত্ব অপরিসীম কেন?

ক) নারী উন্নয়নের জন্য

খ) আর্থ-সামাজিক উন্নয়নের জন্য

গ) দারিদ্র্য বিমোচনের জন্য

ঘ) নারীর ক্ষমতায়নের জন্য

উত্তর :খ) আর্থ-সামাজিক উন্নয়নের জন্য

৬৯. জনসংখ্যা দিবস পালিত হয় কত তারিখে?

ক) ২ ফেব্রম্নয়ারি খ) ২ মার্চ

গ) ২ এপ্রিল ঘ) ২ মে

উত্তর : ক) ২ ফেব্রম্নয়ারি

৭০. জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত কী?

ক) শিশু শিক্ষা খ) বয়স্ক শিক্ষা

গ) নারী শিক্ষা ঘ) রাষ্ট্রীয় উন্নয়ন

উত্তর : গ) নারী শিক্ষা

৭১. জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নের যথার্থ কারণ কোনটি?

ক) শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা

খ) শিশুদের মৌলিক চাহিদা পূরণ

গ) শিশুদের ভরণপোষণের ব্যবস্থা করা

ঘ) শিশুদের শ্রমে নিয়োগ বন্ধ করা

উত্তর : ক) শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা

৭২. নীতি প্রণয়নের জন্য কি গঠন করা হয়?

ক) নীতিমালা খ) বোর্ড

গ) মন্ত্রণালয় ঘ) কমিটি

উত্তর : ঘ) কমিটি

৭৩. সামাজিক নীতি কিসের প্রেক্ষিতে কর্মসূচি গ্রহণের সহায়ক ভূমিকা পালন করে থাকে-

ক) ব্যক্তিগত চাহিদার খ) সামাজিক চাহিদার

গ) পারিবারিক চাহিদার ঘ) দলীয় চাহিদার

উত্তর :খ) সামাজিক চাহিদার

৭৪. নাগরিকের সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা করা কার দায়িত্ব?

ক) রাষ্ট্রের খ) পরিবারের

গ) সমাজের ঘ) গোত্রের

উত্তর :ক) রাষ্ট্রের

৭৫. সামাজিক নীতি প্রণয়নের জন্য অনুসরণ

করা হয়-

র. একমুখী প্রক্রিয়া রর. বহুমুখী প্রক্রিয়া ররর. ধারাবাহিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) রর ও ররর

৭৬. উন্নয়নের পূর্বশর্ত হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) দারিদ্র্য নিরসন করা

খ) নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা

গ) জাতীয় বাজেট প্রণয়ন করা

ঘ) সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা

উত্তর : ঘ) সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা

৭৭. সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা কীভাবে সম্ভব?

ক) ব্যক্তিগত নীতি প্রণয়নের মাধ্যমে

খ) সামাজিক নীতি প্রণয়নের মাধ্যমে

গ) দলীয়নীতি প্রণয়নের মাধ্যমে

ঘ) বৈদেশিক নীতি প্রণয়নের মাধ্যমে

উত্তর : খ) সামাজিক নীতি প্রণয়নের মাধ্যমে

৭৮. সমাজের কারা নানারকম প্রতিবন্ধকতার শিকার হয়?

ক) অসুবিধাগ্রস্তরা খ) শিশুরা

গ) নারীরা ঘ) প্রবীণরা

উত্তর : ক) অসুবিধাগ্রস্তরা

৭৯. সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) সামাজিক পরিকল্পনা খ) সামাজিক কার্যক্রম

গ) সামাজিক নীতি ঘ) সামাজিক গতিশীলতা

উত্তর : গ) সামাজিক নীতি

৮০. সামাজিক সমস্যা মোকাবিলায় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা

পালন করেন?

ক) সামাজিক পরিকল্পনা খ) সামাজিক নীতি

গ) স্বাস্থ্যনীতি ঘ) রাষ্ট্রনীতি

উত্তর : খ) সামাজিক নীতি

৮১. সামাজিক নীতির পূর্বশর্ত হলো-

র. অনাকাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা

রর. শৃঙ্খল সমাজ ব্যবস্থা

ররর. স্থিতিশীল সমাজ ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) রর ও ররর

৮২. উন্নয়নের পথে প্রতিবন্ধক হলো-

র. সম্পদের সীমাবদ্ধতা

রর. সম্পদের অপব্যবহার

ররর. জনসংখ্যা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ৮৩ ও ৮৪নং প্রশ্নের উত্তর দাও।

সরকার পরিবার পরিকল্পনা মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যাসহ প্রজনন স্বাস্থ্যের ও জনগণের জীবনমানের উনয়নের লক্ষ্যে ২০০৪ সালে একটি নীতি প্রণয়ন করে। যার ফলে মা ও শিশুদের অপুষ্টি হ্রাস এবং ১ থেকে ৫ বছরের কম বয়সি শিশুর মৃতু্য হার কমানো সম্ভব হয়েছে।

৮৩. উদ্দীপকে কোন নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

ক) জাতীয় শিশুনীতি

খ) জাতীয় শিক্ষানীতি

গ) জাতীয় জনসংখ্যানীতি

ঘ) জাতীয় নারী উন্নয়ন নীতি

উত্তর : গ) জাতীয় জনসংখ্যা নীতি

৮৪. উদ্দীপকে উলিস্নখিত ক্ষেত্রে সফলতা লাভের জন্য সরকারের গৃহীত কর্মকৌশল-

র. মহিলা ও শিশুদের টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার

রর. সব সেবাকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা

ররর. প্রশিক্ষিত কর্মীরা সক্ষম দরিদ্র জনগোষ্ঠীর বাড়ি গিয়ে সেবাদান অব্যাহত রাখা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৮৫. কোন ধরনের সাহায্য সামাজিক নীতি বাস্তবায়নে সাহায্য করে?

ক) ব্যক্তিগত সাহায্য খ) দলীয় সাহায্য

গ) আন্তর্জাতিক সাহায্য ঘ) স্থানীয় সাহায্য

উত্তর : গ) আন্তর্জাতিক সাহায্য

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে