বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২১ মার্চ ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৭২. 'রানার' কবিতায় কে আলো দেয়?

ক. জোনাকি খ. লণ্ঠন

গ. চাঁদ ঘ. তারা

উত্তর :ক. জোনাকি

৭৩. 'মাভৈ:' শব্দটি 'রানার' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. মন্ত্রোচ্চারণ খ. আশিস

গ. অভয়ব্যঞ্জক ঘ. পদবি

উত্তর :গ. অভয়ব্যঞ্জক

৭৪. 'মাভৈ: রানার! এখনো রাতের কালো।' এ চিত্রকল্পে ফুটে উঠেছে-

ক. রানারের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার ব্যগ্রতা

খ. রাতের আঁধারে 'মাভৈ:' রবে ছুটে চলা

গ. রাত বাকি আছে বলে রানারের জপতপে মনোনিবেশ

ঘ. রাতের ভয় হতে মুক্তি পেতে রানারের মাভৈঃ মন্ত্রোচ্চারণ

উত্তর :ক. রানারের সঠিক সময়ে গন্তব্যে পৌঁছার ব্যগ্রতা

৭৫. 'এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে' এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?

ক. জীবনের বহু বছরব্যাপী রানার তার দায়িত্ব পালন করছে

খ. রানার তার দায়িত্ব পালনের হিসাব রাখেনি

গ. জীবনের স্বপ্নের মতো রানারের জীবনও পিছনে সরে গেছে।

ঘ. রানারের জীবন বছরের পর বছর দৌড়াতে কেটে গেছে

উত্তর :ক. জীবনের বহু বছরব্যাপী রানার তার দায়িত্ব পালন করছে

৭৬. 'রানার' ক্ষুধিত কেন?

ক. খায়নি বলে

খ. অভিমানে খাবার খায়নি

গ. ঘরেতে অভাব

ঘ. অভুক্ত অবস্থায় রানারের দায়িত্ব পালন করতে হয়

উত্তর :গ. ঘরেতে অভাব

৭৭. কী আকাশ ছুঁয়েছে?

ক. রানারের হতাশা খ. রানারের ক্ষোভ

গ. রানারের স্বপ্ন ঘ. রানারের ক্লান্তশ্বাস

উত্তর : ঘ. রানারের ক্লান্তশ্বাস

৭৮. কীসে মাটি ভিজে গেছে?

ক. বৃষ্টিতে খ. শিশিরে

গ. ঘামে ঘ. অশ্রম্নতে

উত্তর :গ. ঘামে

৭৯. 'আকাশছোঁয়া ক্লান্তি আর জমিনে ভিজিয়ে দেওয়া ঘর্মাক্ত কলেবরে রানার দায়িত্ব পালন করে।' রানারের জীবনের এই প্রকৃতি ফুটে উঠেছে কোন পঙ্‌ক্তিটির সার্থক প্রয়োগের মাধ্যমে?

ক. দিগন্ত থেকে দিগন্তে ছোট রানার

খ. আরও জোরে, আরও জোরে, এ রানার দুর্বার দুর্জয়

গ. কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়

ঘ. ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে

উত্তর : ঘ. ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে

৮০. অল্প দামে কী কেনা হয়েছে?

ক. রানারের জীবনের সব রাত

খ. জীবনের সব স্বপ্ন

গ. রানারের বহন করা বোঝা

ঘ. রানারের সর্ব কর্মপ্রচেষ্টা

উত্তর : ক. রানারের জীবনের সব রাত

৮১. 'জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে।' এখানে 'ওরা' বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. রানার

খ. সরকার

গ. রাষ্ট্রের সুবিধাভোগী শ্রেণি

ঘ. রাষ্ট্রের প্রতিক্রিয়াশীল শক্তি

উত্তর :গ. রাষ্ট্রের সুবিধাভোগী শ্রেণি

৮২. 'রানার' কবিতায় প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে কেন?

ক নতুন খবরের প্রত্যাশায়

খ. রানারের বিরহে

গ. বাবার বাড়ির চিঠি আসবে বলে

ঘ. রানারের সঙ্গে রাগ করে

উত্তর : খ. রানারের বিরহে

৮৩. 'রানার' কবিতায় কবি কীসের দিন শেষ হওয়ার কথা বলেছেন?

ক. বোঝা টানার দিন

খ. স্বপ্ন দেখার দিন

গ. ক্লান্তশ্বাসে আকাশছোঁয়ার দিন

ঘ. ঘামে মাটি ভেজার দিন

উত্তর : ক. বোঝা টানার দিন

৮৪. 'রানার' কবিতায় কবির বোঝা টানার দিন শেষ হওয়ার কথা বলার কারণ-

ক. এ বোঝা খুব ভারী

খ. এ বোঝা অসীম কষ্টের, অশেষ বঞ্চনার

গ. রাত শেষ হয়ে আসছে বলে

ঘ. প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগায়

উত্তর : খ. এ বোঝা অসীম কষ্টের, অশেষ বঞ্চনার

৮৫. 'রাত' শব্দটি 'রানার' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. রাত্রি খ. আঁধার

গ. অস্পষ্টতা ঘ. দুঃখের প্রহর

উত্তর :ঘ. দুঃখের প্রহর

৮৬. 'রানার' কবিতায় ব্যবহৃত 'সূর্য' কীসের প্রতীক?

ক. সমৃদ্ধ ভবিষ্যতের খ. ডাক পৌঁছার

গ. দিনের সূচনার ঘ. কাজ শেষ হওয়ার

উত্তর : ক. সমৃদ্ধ ভবিষ্যতের

৮৭. কোথায় অভাব?

ক. পত্রিকায় খ. ঘরেতে

গ. বাজারে ঘ. ডাস্টবিনের

উত্তর :খ. ঘরেতে

৮৮. রানার পৃথিবীটাকে কী মনে করে?

ক. আলোকময় খ. দুর্বিষহ

গ. পুষ্পকশয্যা ঘ. কালো ধোঁয়া

উত্তর :ঘ. কালো ধোঁয়া

৮৯. রানারের কাছে পৃথিবীটা 'কালো ধোঁয়া' মনে হয় কেন?

ক. মেঘাচ্ছন্ন থাকায় খ. অভাবের তাড়নায়

গ. সূর্য না ওঠায় ঘ. কলকারখানার কারণে

উত্তর :খ. অভাবের তাড়নায়

৯০. রানারের ঘরের বর্ণনায় আমরা সামাজিক জীবনের কোন দিকটি খুঁজে পাই?

ক. রানারের কষ্টকর জীবন

খ. রানারের প্রিয়ার একা নির্ঘুম রাত যাপন

গ. ছা-পোষা কর্মচারীদের হা-ভাতে জীবন

ঘ. নারীর প্রতি অবহেলার চিত্র

উত্তর : ক. রানারের কষ্টকর জীবন

৯১. রানারের পিঠে কীসের বোঝা?

ক. চিঠির খ. খবরের

গ. টাকার ঘ. দুঃখের

উত্তর :গ. টাকার

৯২. রানার তার পিঠের টাকা ছুঁতে পাবে না কেন?

ক. ভয়ে খ. দায়িত্ববোধের কারণে

গ. ঘৃণায় ঘ. শ্রদ্ধায়

উত্তর : খ. দায়িত্ববোধের কারণে

৯৩. দসু্যর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন?

ক. চাকরি হারানোর জন্য

খ. ডাক না পাওয়ার ভয়ে

গ. বাড়ি ফেরার তাড়া থাকায়

ঘ. দায়িত্ববোধের কারণে

উত্তর :ঘ. দায়িত্ববোধের কারণে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে