বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
  ২১ মার্চ ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

৩২. বাংলাদেশের প্রণীত প্রথম পূর্ণাঙ্গ শিক্ষানীতি কোনটি?

ক) জাতীয় শিক্ষানীতি-২০১০ খ) জাতীয় শিক্ষানীতি-১৯৭২

গ) জাতীয় শিক্ষানীতি-১৯৮৮ ঘ) জাতীয় শিক্ষানীতি-১৯৯৭

উত্তর :ক) জাতীয় শিক্ষানীতি-২০১০

৩৩. 'জনগণের কল্যাণের জন্য সরকার কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে গৃহীত কার্যপ্রণালি হচ্ছে সামাজিক নীতি।'- উক্তিটি কার?

ক) এইচ মার্শাল খ) পি এন শর্মা

গ) ডানহাম ঘ) রিচার্ড টিটমাস

উত্তর : ঘ) রিচার্ড টিটমাস

৩৪. বাংলাদেশের পূর্ণাঙ্গ জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে?

ক) ১৯৭৬ সালে খ) ১৯৮০ সালে

গ) ২০০০ সালে ঘ) ২০১০ সালে

উত্তর : ক) ১৯৭৬ সালে

৩৫. সামাজিকনীতির আওতাভুক্ত-

র) শিক্ষানীতি রর) শিল্পনীতি ররর) জনসংখ্যা নীতি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) র ও ররর

৩৬. পরিকল্পনা একটি-

র) সুশৃঙ্খল প্রক্রিয়া রর) ধারাবাহিক প্রক্রিয়া ররর) নিরবচ্ছিন্ন প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৩৭. ইঈঈ-এর পূর্ণরূপ কী?

ক) ইবযধারড়ঁৎধষ ঈড়সঢ়ধৎধঃরাব ঈযধহমব

খ) ইবযধারড়ঁৎধষ ঈড়সসঁহরপধঃরড়হ ঈযধহমব

গ) ইবযধারড়ঁৎ ঈড়সসঁহরপধঃরড়হ ঈযধহমব

ঘ) ইবযধারড়ঁৎ ঈযধহমব ঈড়সসঁহরপধঃরড়হ

উত্তর : গ) ইবযধারড়ঁৎ ঈড়সসঁহরপধঃরড়হ ঈযধহমব

৩৮. দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তা-

ক) আঞ্চলিক পরিকল্পনা খ) আন্তর্জাতিক পরিকল্পনা

গ) জাতীয় পরিকল্পনা ঘ) স্থানীয় পরিকল্পনা

উত্তর : গ) জাতীয় পরিকল্পনা

৩৯. বাংলাদেশের সর্বশেষ জনসংখ্যা নীতি কত সালে প্রণীত হয়?

\হক) ২০১৩ সালে খ) ২০১৫ সালে

গ) ২০০০ সালে ঘ) ২০১০ সালে

উত্তর : ক) ২০১৩ সালে

৪০. 'সামাজিক সমস্যা মোকাবিলার সমষ্টিগত যৌথ পৌঁছানোর সামাজিক নীতি।'-এটি কার উক্তি?

ক) এইচ মার্শাল খ) পি এন শর্মা

গ) রিচার্ড টিটমাস ঘ) আর্থার ডানহাম

উত্তর : গ) রিচার্ড টিটমাস

৪১. বাংলাদেশের প্রাক-প্রাথমিক শিক্ষা শুরুর বয়স হলো-

ক) ৩+ বছর বয়সি শিশু খ) ৪+ বছর বয়সি শিশু

গ) ৫+ বছর বয়সি শিশুর ঘ) ৬+ পস্নাস বছর বয়সি

উত্তর : খ) ৪+ বছর বয়সি শিশু

৪২. পরিকল্পনা কখন করতে হয়?

ক) কাজ শুরুর পূর্বে খ) কাজ শুরু করার মাঝখানে

গ) কাজ শুরু করার পরে ঘ) কাজ শুরু করার শেষ পর্যায়ে

উত্তর : ক) কাজ শুরুর পূর্বে

৪৩. জাতীয় শিশু নীতির উলেস্নখযোগ্য দিকসমূহ হলো-

র) শিশুর দারিদ্র্য বিমোচন

রর) শিশুশ্রম উৎসাহিতকরণ

ররর) শিশুর নিরাপদ জন্ম ও সার্বিক বিকাশ নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: খ) র ও ররর

৪৪. কর্মসূচির পুরো চিত্র কোথায় উলেস্নখ থাকে?

ক) গবেষণায় খ) সংবিধানে

গ) পরিকল্পনায় ঘ) মূল্যায়নে

উত্তর : গ) পরিকল্পনায়

৪৫. পরিকল্পনাকে বলা হয়-

ক) অবিরাম প্রক্রিয়া খ) স্থির প্রক্রিয়া

গ) অটল প্রক্রিয়া ঘ) আদর্শ প্রক্রিয়া

উত্তর : ক) অবিরাম প্রক্রিয়া

৪৬. 'পরিকল্পনা হচ্ছে সপ্তদশ শতাব্দীতে নিদর্শনা।' উক্তিটি করেছেন-

ক) এইচ বি ট্রেকার খ) পি এন শর্মা

গ) রিচার্ড টিটমাস ঘ) আর্থার ডানহাম

উত্তর : ক) এইচ বি ট্রেকার

৪৭. 'দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।'- কথাটি কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য?

ক) বাংলা খ) ভারত

গ) চীন ঘ) পাকিস্তান

উত্তর : ক) বাংলা

৪৮. সামাজিক কার্যক্রমের পথ প্রদর্শন হিসেবে কাজ করে কোনটি?

ক) সামাজিক পরিকল্পনা খ) সামাজিক নীতি

গ) সামাজিক গতিশীলতা ঘ) সমাজ

উত্তর : ঘ) সমাজ

\হ৪৯. পরিকল্পনা কীভাবে সার্থকতা লাভ করে?

ক) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

খ) কর্মসূচি প্রণয়নের মাধ্যমে

গ) কর্মসূচি মূল্যায়নের মাধ্যমে

ঘ) কর্মসূচি পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে

উত্তর : ক) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

৫০. 'সামাজিক নীতি'র ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক) ঝড়পরধষ চড়ষরপু খ) ঝড়পরধষ অপঃরড়হ

গ) ঝড়পরধষ চষধহ ঘ) ঝড়পরধষ চষধহহরহম

উত্তর : ক) ঝড়পরধষ চড়ষরপু

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে