জানার আছে অনেক কিছু
সাধারণ জ্ঞান
প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?
উত্তর :খুলনা।
প্রশ্ন :'দুবলার চর' কোথায় অবস্থিত?
উত্তর :সুন্দরবনের দক্ষিণে।
প্রশ্ন :বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?
উত্তর :নিশাত মজুমদার, ১ মে, ২০১২।
প্রশ্ন : ঝচঅজঝঙ কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর :প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রশ্ন :বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহের কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?
উত্তর :বেতবুনিয়া রাঙামাটি।
প্রশ্ন :বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?
উত্তর : ময়মনসিংহ।
প্রশ্ন :রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তর :রামু, কক্সবাজার।
প্রশ্ন :বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কী?
উত্তর :সুপার রাইস।
প্রশ্ন :নদী ছাড়া যমুনা কী?
উত্তর :উন্নত জাতের মরিচের নাম।
প্রশ্ন :মাছ গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : চাঁদপুর।
প্রশ্ন :বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তর :সুন্দরবন।
প্রশ্ন : সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্যের' অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?
উত্তর :ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭ (৭৯৮তম)।
প্রশ্ন :সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তর :সুনামগঞ্জ ও নেত্রকোনা।
প্রশ্ন :'ইষধপশ এড়ষফ' কী?
উত্তর :তেজস্ক্রিয় বালু (কক্সবাজারে পাওয়া যায়)।
প্রশ্ন :তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তর :ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন :বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?
উত্তর :বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর।
প্রশ্ন :বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল শোধানাগারের নাম কী?
উত্তর :ইস্টার্ন রিফাইনারি লিঃ, চট্টগ্রাম।