দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৪৯. 'রানার চলেছে, রানার।' এ চিত্রকল্পে ফুটে উঠেছে- ক. নিরন্তর পথ চলা খ. ঝুমঝুম শব্দ তুলে পথ চলা গ. খবরের বোঝা হাতে ছুটে চলা ঘ. রাতের অন্ধকারে ছুটে চলা উত্তর : ক. নিরন্তর পথ চলা ৫০. রানার রাতের পথে পথে চলে কেন? ক. রানার রাতে পথ চলে অভ্যস্ত খ. খুব ভোরে ডাক পৌঁছাতে হবে গ. দিনে পথ চলায় নানা ঝামেলা ঘ. রাতের বাধা পেরুতে রানার পছন্দ করে উত্তর : খ. খুব ভোরে ডাক পৌঁছাতে হবে ৫১. 'নিষেধ' শব্দটি 'রানার' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. সতর্ক বার্তা খ. প্রতিবন্ধকতা গ. অশুভ লক্ষণ ঘ. ভয় উত্তর : খ. প্রতিবন্ধকতা ৫২. দিগন্ত থেকে দিগন্তে কে ছুটে চলে? ক. রানারের মা খ. রানার গ. দসু্য ঘ. রানারের বন্ধু উত্তর : খ. রানার ৫৩. 'দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার' চিত্রকল্পে মূর্ত হয়েছে- ক. দুরন্ত রানারের বহু দূরের পথ চলা খ. রানারের সীমাহীন পথে ছোটা গ. দিগন্ত পরিবহণে রানারের চলাফেরা ঘ. এটি একটি কাব্যিক ব্যঞ্জনা উত্তর : ক. দুরন্ত রানারের বহু দূরের পথ চলা ৫৪. 'নতুন খবর আনার' কাজ নিয়েছে কে? ক. রাজনীতিবিদ খ. বুদ্ধিজীবী গ. রানার ঘ. ছাত্রসমাজ উত্তর : গ. রানার ৫৫. 'নতুন খবর' বলতে কী বোঝ? ক. সংকটপূর্ণ আন্তর্জাতিক খবর খ. উত্তেজনাপূর্ণ জাতীয় সংবাদ গ. শিহরণ জাগা হত্যা রহস্য ঘ. সুখ-দুঃখের অজানা খবর উত্তর : ঘ. সুখ-দুঃখের অজানা খবর ৫৬. রানার কেমন বোঝা কাঁধে নিয়েছে? ক. নতুন খবরের খ. জানা-অজানার গ. সতর্ক বার্তার ঘ. হুকুম জারির উত্তর : খ. জানা-অজানার ৫৭. রানার কী বোঝাই করে চলেছে? ক. নতুন খবর খ. চিঠি আর সংবাদ গ. টাকা-পয়সা ঘ. শস্যকণা উত্তর : খ. চিঠি আর সংবাদ ৫৮. 'বুঝি ভোর হয় হয়' দ্বারা কী বোঝানো হয়েছে? ক. সূর্যোদয়ের পূর্বাভাস খ. ভোর হওয়ার সম্ভাবনা গ. ভোর হওয়ার শঙ্কা ঘ. সূর্যোদয়ের বাসনা উত্তর : খ. ভোর হওয়ার শঙ্কা ৫৯. কবি রানারকে কীভাবে পথ চলতে বলছেন? ক. ধীরে-সুস্থে খ. ঢিমেতালে গ. স্বাভাবিক ছন্দে ঘ. আরও জোরে, আরও জোরে উত্তর : ঘ. আরও জোরে, আরও জোরে ৬০. 'রানার' কবিতায় বর্ণিত রানার কেমন? ক. ভীরু খ. অলস গ. দুর্বার দুর্জয় ঘ. চালাক চতুর উত্তর : গ. দুর্বার দুর্জয় ৬১. 'রানার' কবিতায় দায়িত্ব পালনে রানারের অদম্য ও দুর্নিবার ভাবটি ফুটে উঠেছে কোন বিষয়টির মাধ্যমে? ক. রানার চলেছে রানার খ. এ রানার দুর্বার দুর্জয় গ. রানার! রানার! ঘ. রানার! গ্রামের রানার! উত্তর : খ. এ রানার দুর্বার দুর্জয় ৬২. ধাবমান রানারের পিছনে বনের সরে যাওয়াকে কবি কীসের সাথে তুলনা করেছেন? ক. হরিণের খ. দুঃসময়ের গ. জীবনের স্বপ্নের ঘ. দুর্বার গতিতে পথ চলার উত্তর : গ. জীবনের স্বপ্নের ৬৩. 'বুঝি হয় লাল ও পূর্ব কোণে।' বলতে কবি কী বুঝিয়েছেন? ক. রেলস্টেশনের লাল সিগন্যাল খ. সূর্যোদয় গ. ডাকঘরের লাল ডাকবাক্স ঘ. লণ্ঠনের আলো উত্তর : খ. সূর্যোদয় ৬৪. রাতের তারারা অবাক চোখে তাকায় কেন? ক. রানারের চলার বেগ দেখে খ. রানারের চিঠির বোঝা দেখে গ. রানারের আনা নতুন খবরে ঘ. রানারের ঘণ্টা সাথে বাজার শব্দে উত্তর : ক. রানারের চলার বেগ দেখে ৬৫. 'রানার' কবিতায় রানারের গতিবেগের সাথে কবি কীসের সাদৃশ্য খুঁজে পেয়েছেন? ক. জাহাজের খ. হরিণের গ. বনের ঘ. তারার উত্তর : খ. হরিণের ৬৬. 'অবাক রাতের তারারা, আকাশে মিটমিট করে চায়' এ চিত্রকল্পে মূর্ত হয়েছে- ক. তারাদের মিটমিট করে জ্বলা খ. তারাদের অবাক চোখে তাকানো গ. তারার আলোয় রানারের অবিশ্বাস্য গতিতে পথ চলা ঘ. রানারের সবেগে হরিণের মতো ধাওয়া উত্তর : গ. তারার আলোয় রানারের অবিশ্বাস্য গতিতে পথ চলা ৬৭. রানার শহরে কখন পৌঁছবে? ক. মাঝ রাতে খ. শেষ রাতে গ. ভোরে ঘ. সূর্যোদয় পরে উত্তর : গ. ভোরে ৬৮. 'রানার' কবিতায় যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার দৃঢ় আস্থার ভাবটি ফুটে উঠেছে- ক. বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে খ. রানার চলেছে, বুঝি ভোর হয় হয় গ. শহরে রানার যাবেই পৌঁছে ভোরে ঘ. এ বোঝা টানার দিন কবে শেষ হবে উত্তর : গ. শহরে রানার যাবেই পৌঁছে ভোরে ৬৯. শত গ্রাম-পথ সরে যায় কেন? ক. পৃথিবীর আহ্নিক গতির ফলে খ. রানারের পথপরিক্রমায় গ. নতুন খবর শোনার কৌতূহলে ঘ. রানারকে পথ করে দিতে উত্তর : খ. রানারের পথপরিক্রমায় ৭০. রানারের হাতে কী? ক. লাঠি খ. বর্শা গ. পত্রিকা ঘ. লণ্ঠন উত্তর : ঘ. লণ্ঠন ৭১. লণ্ঠন কী করে? ক. আলো দেয় খ. ঠনঠন শব্দ করে গ. ধোঁয়া ছড়ায় ঘ. বাতাসে কাঁপে উত্তর : ক. আলো দেয় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়