পাবিপ্রবিতে সার্টিফিকেট বিতরণ

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। উপাচার্য কার্যালয়ে ১৬ মার্চ এই সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন বিজয়ীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কে এম সালাহ্‌ উদ্দীন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, জ্যেষ্ঠ শিক্ষক, প্রক্টর ডক্টর মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ডক্টর মো. নাজমুল হোসেনসহ অনেকে। তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন ইভেন্টে গত ৩ মার্চ থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত খেলাগুলো পরিচালিত হয়।