৩০. সামাজিক নানা অনাচার ও বৈষম্য কাকে প্রবলভাবে আলোড়িত করে?
ক. ভারতচন্দ্র রায়গুণাকরকে
খ. রবীন্দ্রনাথ ঠাকুরকে
গ. মহাকবি কায়কোবাদকে
ঘ. সুকান্ত ভট্টাচার্যকে
উত্তর : ঘ. সুকান্ত ভট্টাচার্যকে
৩১. 'এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে।' এ চিত্রকল্পের বক্তব্য অনুযায়ী নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক. মানবপ্রেম
খ. দেশপ্রেম
গ. পরাধীনতা ও অন্যায়ের প্রতিবাদ
ঘ. অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
উত্তর : ঘ. অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
৩২. 'বিশ্বব্যাপী ধ্বংস ও মৃতু্যর তান্ডবলীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে।' এ চিত্রকল্পে ফুটে উঠেছে-
ক. সুকান্তের জাতীয়তাবাদ
খ. সুকান্তের আঞ্চলিকতাবাদ
গ. সুকান্তের প্রাদেশিকতাবাদ
ঘ. সুকান্তের আন্তর্জাতিকতাবাদ
উত্তর : ঘ. সুকান্তের আন্তর্জাতিকতাবাদ
৩৩. সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কী ধ্বনিত হয়েছে?
ক. অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ
খ. সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ
গ. ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে স্স্নোগান
ঘ. অত্যাচারীর কারার প্রাচীর ভাঙার গান
উত্তর : ক. অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ
৩৪. সুকান্তের কবিতায় ধ্বনিত অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ আমাদের কী করে?
ক. ক্ষুব্ধ
খ. বিক্ষুব্ধ
গ. বিপস্নবী
ঘ. সচকিত
উত্তর : ঘ. সচকিত
৩৫. সুকান্ত ভট্টাচার্য কোন জাতীয় কবি?
ক. সামাজিক অনাচারবিরোধী কবি
খ. নাগরিক কবি
গ. বিপস্নবী কবি
ঘ. মানবতাবিরোধী কবি
উত্তর : গ. বিপস্নবী কবি
৩৬. কার কবিতায় নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে?
ক. রঙ্গলাল সেনের খ. সুকান্ত ভট্টাচার্যের
গ. সুনির্মল বসুর ঘ. বুদ্ধদেব ভট্টাচার্যের
উত্তর : খ. সুকান্ত ভট্টাচার্যের
৩৭. কোনটি সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ?
ক. রানার খ. ছাড়পত্র
গ. অগ্নিবীণা ঘ. অনলপ্রবাহ
উত্তর : খ. ছাড়পত্র
৩৮. সুকান্ত ভট্টাচার্যের 'হরতাল' কোন জাতীয় গ্রন্থ?
ক. রাজনৈতিক খ. সংগীত
গ. নাটক ঘ. কাব্য
উত্তর : ঘ. কাব্য
৩৯. কত সালে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান?
ক. ১৩৫৪ বঙ্গাব্দে খ. ১৩৫৫ বঙ্গাব্দে
গ. ১৩৬৪ বঙ্গাব্দে ঘ. ১৩৬৫ বঙ্গাব্দে
উত্তর : ক. ১৩৫৪ বঙ্গাব্দে
৪০. ১৩৫৬ বঙ্গাব্দের কত তারিখে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান?
ক. ২৫ বৈশাখ খ. ২৯ বৈশাখ
গ. ১১ জ্যৈষ্ঠ ঘ. ২২ শ্রাবণ
উত্তর : খ. ২৯ বৈশাখ
৪১. কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃতু্যবরণ করেন?
ক. ৪১ বছর বয়সে খ. ৩১ বছর বয়সে
গ. ২১ বছর বয়সে ঘ. ২০ বছর বয়সে
উত্তর : গ. ২১ বছর বয়সে
৪২. '২৯ বৈশাখ ১৩৫৪ সালে মাত্র একুশ বছর বয়সে কবি মৃতু্যবরণ করেন।' এ বাক্যে প্রকাশ পেয়েছে-
ক. অন্তর্ধান খ. তিরোধান
গ. মহাপ্রয়াণ ঘ. অকাল প্রয়াণ
উত্তর : ঘ. অকাল প্রয়াণ
৪৩. বাংলা সাহিত্যে কাকে 'কিশোর কবি' বলা হয়?
ক. সুকান্ত ভট্টাচার্যকে
খ. কাজী নজরুল ইসলামকে
গ. আল মাহমুদকে
ঘ. শামসুর রাহমানকে
উত্তর : ক. সুকান্ত ভট্টাচার্যকে
৪৪. 'রানার' শব্দটি 'রানার' কবিতার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. দৌড়বিদ খ. ডাক হরকরা
গ. বোঝাই জাহাজ ঘ. ভোরের সূর্য
উত্তর : খ. ডাক হরকরা
৪৫. 'ঝুমঝুম' শব্দে কী বাজছে?
ক. টিন ভর্তি মুড়ি খ. কোঁচড় ভর্তি বেথুল
গ. ডুগডুগি ঘ. ঘণ্টা
উত্তর : ঘ. ঘণ্টা
৪৬. রানার পথ চলছে-
ক. রাতে খ. ভোরে
গ. দুপুরে ঘ. বিকালে
উত্তর : ক. রাতে
৪৭. রানার কী হাতে পথ চলছে?
ক. বর্শা খ. লণ্ঠন
গ. খবরের বোঝা ঘ. লাঠি
উত্তর : গ. খবরের বোঝা
৪৮. 'রানার চলেছে খবরের বোঝা হাতে' এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক. রানার খবরের বোঝা বয়ে চলছে
খ. খবরের বোঝা রানার হাতে করে নিয়ে চলেছে
গ. রানার খবরাদি পৌঁছানোর দায়িত্ব পালন করছে
ঘ. রানার খবর নামক পত্রিকা বিলির কাজ করছে
উত্তর : গ. রানার খবরাদি পৌঁছানোর দায়িত্ব পালন করছে
\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়