একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
১৭. 'ঝড়পরধষ এৎড়ঁঢ় ডড়ৎশ : অ ঐবষঢ়রহম চৎড়পবংং' গ্রন্থটির রচয়িতা কে? ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ খ) ঐ.ই.ঞৎবপশবৎ গ) ঈযধৎষবং ঝ. খবাু ঘ) এ.কড়হড়ঢ়শধ উত্তর : ঘ) এ. কড়হড়ঢ়শধ ১৮. সম্পদের সদ্ব্যবহার বলতে বোঝায়- র) বস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহার রর) অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহার ররর) সম্পদের অপচয়রোধ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর \হউত্তর : ঘ) র, রর ও ররর ১৯. সমষ্টি হলো- ক) নির্দিষ্ট এলাকায় বাস করা জনসমষ্টি খ) সমাজে বসবাসকারী জনসমষ্টি গ) গোত্রে বসবাসকারী জনসমষ্টি ঘ) রাষ্ট্রে বসবাসকারী জনসমষ্টি উত্তর : ক) নির্দিষ্ট এলাকায় বাস করা জনসমষ্টি ২০. বৈজ্ঞানিক সমাজকর্মের জনক বলা হয় কাকে? ক) এইচএইচ পার্লম্যানকে খ) মেরি রিচমন্ডকে গ) বেঞ্জামিন থমসনকে ঘ) এনা এল ডয়েসকে উত্তর : খ) মেরি রিচমন্ডকে ২১. 'ঝড়পরধষ এৎড়ঁঢ় ডড়ৎশ : চৎরহপরঢ়ষবং ধহফ চৎধপঃপব' গ্রন্থটির রচয়িতা কে? ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ খ) ঐ.ই.ঞৎবপশবৎ গ) ঈযধৎষবং ঝ. খবাু ঘ) জড়নবৎঃ খ ইধৎশবৎ উত্তর : খ) ঐ.ই.ঞৎবপশবৎ ২২. সমষ্টি সংগঠন সমাজকর্মের মৌলিক পদ্ধতির অন্তর্ভুক্ত হয় কত সালে? ক) ১৯০৯ সালে খ) ১৯২৩ সালে গ) ১৯৪০ সালে ঘ) ১৯৬২ সালে উত্তর :ঘ) ১৯৬২ সালে ২৩. সমাজকর্মীর আত্মসচেতনতার নীতি বলতে- র) সমাজকর্মীর নিজের দুর্বলতা, দায়িত্ব, ক্ষমতা, দক্ষতা সম্পর্কে সচেতন থেকে সমস্যার সমাধান করা রর) সমাজকর্মীর পছন্দ-অপছন্দের প্রভাব থেকে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে মুক্ত রাখা ররর) সাহায্যর্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকার বজায় না রেখে সমস্যার সমাধান করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ২৪. 'দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায়, যেখানে পরস্পরের মাঝে একটি সামাজিক সম্পর্ক বিদ্যমান।'- উক্তিটি করেছেন- ক) রাইসল্যান্ড খ) মাকস গ) উইলসন ঘ) ম্যাকাইভার উত্তর : ঘ) ম্যাকাইভার ২৫. 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরড়ষড়মু' গ্রন্থটির রচয়িতা কে? ক) ঐধহং জধল খ) ঐ.ই.ঞৎবপশবৎ গ) ঈযধৎষবং ঝ. খবাু ঘ) জধস ঘধঃয ঝযধৎসধ উত্তর : ক) ঐধহং জধল ২৬. ইড়মঁৎফঁং সামাজিক দলকে কয়টি শ্রেণিতে ভাগ করেছেন? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি উত্তর :ঘ) ৬টি ২৭. দলীয় প্রক্রিয়ার অন্যতম উপাদান হলো- ক) দলীয় বন্ধন খ) দলীয় কাঠামো গ) দলীয় ক্রিয়া-প্রতিক্রিয়া ঘ) দলীয় শৃঙ্খলা উত্তর : ক) দলীয় বন্ধন ২৮. 'ঞযব গবঃযড়ফ ড়ভ ঝড়পরধষ এৎড়ঁঢ় ডড়ৎশ' গ্রন্থের লেখক কে? ক) ঐধহং জধল খ) ঐ.ই.ঞৎবপশবৎ গ) কড়হড়ঢ়শধ ধহফ ড.অ. ঋৎরবফষধহফবৎ ঘ) জধস ঘধঃয ঝযধৎসধ উত্তর : গ) কড়হড়ঢ়শধ ধহফ ড.অ. ঋৎরবফষধহফবৎ ২৯. সমষ্টির স্বজাত্যবোধ অনুভূতি গড়ে ওঠে কীসের সংমিশ্রণে? র) আমরা-বোধ রর) ভূমিকা পালন মনোভাব ররর) নির্ভরতার মনোভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ঘ) র, রর ও ররর ৩০.সমষ্টি সমাজকর্মের উপাদান কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি উত্তর :ঘ) ৫টি ৩১.'ঈড়সসঁহরঃু ঙৎমধহরুধঃরড়হ: ঞযবড়ৎু ধহফ চৎধপঃরপব' গ্রন্থের লেখক কে? ক) ঐধহং জধল খ) ঐ.ই.ঞৎবপশবৎ গ) গ.এ. জড়ংং ঘ) জধস ঘধঃয ঝযধৎসধ উত্তর :গ) গ.এ. জড়ংং ৩২. প্রাথমিক দল কোনটি? ক) রাজনৈতিক দল খ) পরিবার গ) শিক্ষক সমিতি ঘ) ছাত্র সংগঠন উত্তর : খ) পরিবার ৩৩. কোন দল সবচেয়ে সহজ ও সর্বজনীন? ক) আন্তঃদল খ) বহির্দল গ) প্রাথমিক দল ঘ) পরোক্ষ দল উত্তর : গ) প্রাথমিক দল হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়