একাদশ শ্রেণির সমাজকর্ম (প্রথম পত্র)

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
নিচের ফ্লোচার্টটি দেখ এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। ৩৪. ফ্লোচার্টের তৃতীয় উপাদান কোনটি? ক) সমাধান ব্যবস্থা খ) রেফারেল গ)র্ যাপো ঘ) পরিদর্শন উত্তর :ক) সমাধান ব্যবস্থা ৩৫. ফ্লোচার্টটি সমাজকর্মের কোন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সমাজকর্ম গবেষণা উত্তর :ক) ব্যক্তি সমাজকর্ম দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি ১. দল সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে কত সালে? ক) ১৯০৯ সালে খ) ১৯৪০ সালে গ) ১৯২৩ সালে ঘ) ১৯৬২ সালে উত্তর : খ) ১৯৪০ সালে ২. 'সামাজিক দল হলো এমন একটি দল, যারা সাধারণ লক্ষ্য অর্জনের জন্য সচেতন বা অসচেতনভাবে কার্যক্রম গ্রহণে সক্ষম হবে।' - উক্তিটি করেছেন কে? ক) ঐ.ঐ. চবৎষসধহ খ) ঐ.ই.ঞৎবপশবৎ গ) চধৎশ ধহফ ইঁৎমবংং ঘ) ঐবৎনবৎঃ ইরংহড় উত্তর : গ) চধৎশ ধহফ ইঁৎমবংং ৩. দল সমাজকর্মের প্রধান উপাদান কী? ক) দল খ) ব্যক্তি গ) মানুষ ঘ) সংগঠন উত্তর :খ) ব্যক্তি ৪. দল সমাজকর্মের মূল চাবিকাঠি কী? ক) ব্যক্তি সমাজকর্মী খ) দল সমাজকর্মী গ) দলনেতা ঘ) সংগঠন উত্তর :খ) দল সমাজকর্মী ৫. দল সমাজকর্মের নীতিমালা হচ্ছে- র) পরিকল্পিত দল গঠন নীতি রর) দল স্বাতন্ত্রীকরণ নীতি ররর) ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি ও দল সম্পর্ক নীতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ক) র ও রর ৬. উপরের '?' স্থানে কোনটি বসবে? ক) সামাজিক পরিকল্পনা খ) সমাধান পরিকল্পনা গ) দলীয় পরিকল্পনা ঘ) বার্ষিক পরিকল্পনা উত্তর : খ) সমাধান পরিকল্পনা ৭. প্রাথমিক ও গৌণ দলের মধ্যবর্তী দলকে কী বলে? ক) নির্দিষ্ট দল খ) অন্তর্র্বর্তী দল গ) বহির্দল ঘ) মুখ্য দল উত্তর :খ) অন্তর্র্বর্তী দল ৮. দল সমাজকর্মের প্রথম ও প্রধান উপাদান কী? ক) আন্তঃদল খ) বহির্দল গ) সামাজিক দল ঘ) রাজনৈতিক দল উত্তর : গ) সামাজিক দল ৯. সমষ্টি সংগঠনের মূল কেন্দ্রবিন্দু কী? ক) সমষ্টি খ) ব্যক্তি গ) দল ঘ) সমস্যা উত্তর :ক) সমষ্টি ১০. সমাজবিজ্ঞানী সিএইচ কুলি সামাজিক দলকে প্রধান কয়টি ভাগে বিভক্ত করেছেন? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি উত্তর :ক) ২টি ১১. নিচের কোনটি ডব এৎড়ঁঢ়? র) আন্তঃদল রর) প্রাথমিক দল ররর) গৌণ দল নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :খ) র ও রর ১২. ঋধপব :ড় ঋধপব এৎড়ঁঢ় বলা হয় কোন দলকে? ক) আন্তঃদলকে খ) বহির্দলকে গ) প্রাথমিক দলকে ঘ) রাজনৈতিক দলকে উত্তর : গ) প্রাথমিক দলকে ১৩. ঞযবু এৎড়ঁঢ় হিসেবে পরিচিত কোন দল? ক) আন্তঃদল খ) বহির্দল গ) প্রাথমিক দল ঘ) গৌণ দল উত্তর :গ) প্রাথমিক দল ১৪. মাধবপুর গ্রামের অধিকাংশ লোক দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্বসহ অন্যান্য আর্থ-সামাজিক সমস্যায় জর্জরিত। মাধবপুরে সমাজকর্মের কোন পদ্ধতি বেশি কার্যকর হবে? ক) সমষ্টি উন্নয়ন খ) সমষ্টি সংগঠন গ) ব্যক্তি সমাজকর্ম ঘ) দল সমাজকর্ম উত্তর : ক) সমষ্টি উন্নয়ন ১৫. সমষ্টি সমাজকর্মকে কয় ভাগে ভাগ করা যায়? ক) ২ ভাগে খ) ৩ ভাগে গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে উত্তর :ক) ২ ভাগে ১৬. দল সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য কোনটি? ক) সমাজতন্ত্র অনুসরণ খ) সমষ্টির উন্নয়নের পরিবর্তন গ) দলের সদস্য বৃদ্ধিকরণ ঘ) দলীয় জীবনে পরিবর্তন উত্তর :ঘ) দলীয় জীবনে পরিবর্তন পরবর্তী অংশ আগামী সংখ্যায়